নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে ১০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ প্যাগোডা তৈরি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গৌতম বুদ্ধের জন্মভূমি নেপালে লুম্বিনী নগরে দুই একর জমির ওপর বাংলাদেশ প্যাগোডা ও বুড্ডিস্ট কালচারাল কমপ্লেক্স তৈরি করা হবে। এর জন্য প্রকল্পের প্রস্তাবনা চূড়ান্ত করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আনিসুল হক। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সেমিনারে মন্ত্রী জানান, এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। শর্ত অনুযায়ী বাংলাদেশ সরকার নেপাল সরকারকে ইতিমধ্যে ১০ কোটি টাকা প্রদান করেছে।
বর্তমান সরকার সব ধর্মের প্রতি সমান সহানুভূতিশীল জানিয়ে আইনমন্ত্রী বলেন, ২০১২ সালে রামুতে বিহার আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ করা হয়। যা নান্দনিক বৌদ্ধ বিহার হিসেবে বেশ সমাদৃত। প্রধানমন্ত্রী সদিচ্ছায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে স্থায়ী আমানত দুই কোটি টাকা থেকে বাড়িয়ে সাত কোটি টাকায় উন্নতি করা হয়েছে। বৌদ্ধ ধর্মের উদ্যাপনের জন্য তিনি তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দিয়ে থাকেন। প্রধানমন্ত্রীর অনুশাসনে, পূর্বাচল নতুন শহরের ২৬ নম্বর সেক্টরে বৌদ্ধ বিহার, শ্মশান ও অফিস ভবন নির্মাণের জন্য ২১ দশমিক ৫৫ কাঠা জমি রাজউক হতে দেওয়া হয়েছে। এই ভূমিতে সরকারি প্রকল্পের মাধ্যমে নির্মাণকাজ শেষ করা হবে।
বৌদ্ধ ধর্মের পারিবারিক আইনের বিষয়ে আনিসুল হক বলেন, ‘আইন হচ্ছে একটি জাতি বা গোষ্ঠীর শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আবশ্যক। দেশে ইসলাম ধর্মের মানুষের জন্য মুসলিম পারিবারিক আইন। খ্রিষ্টান ধর্মের মানুষের জন্য খ্রিষ্টান ধর্মীয় আইন প্রচলিত। কিন্তু বাংলাদেশে বৌদ্ধ ধর্মের মানুষের কোনো আইন নেই। এটা কিন্তু চিন্তার বিষয়। আজকে যে আইনের বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে, তা আমার কাছে বাস্তবিক মনে হয়েছে। আইনটা হওয়া উচিত। এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। এই আইনটা করবেন আপনাদের জন্য। আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে সরকারের করতে কোনো বাধা নেই।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, শিক্ষাবিদ ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ড. নীরু বড়ুয়া, ট্রাস্টি ববিতা বড়ুয়া প্রমুখ।

নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে ১০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ প্যাগোডা তৈরি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গৌতম বুদ্ধের জন্মভূমি নেপালে লুম্বিনী নগরে দুই একর জমির ওপর বাংলাদেশ প্যাগোডা ও বুড্ডিস্ট কালচারাল কমপ্লেক্স তৈরি করা হবে। এর জন্য প্রকল্পের প্রস্তাবনা চূড়ান্ত করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আনিসুল হক। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সেমিনারে মন্ত্রী জানান, এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। শর্ত অনুযায়ী বাংলাদেশ সরকার নেপাল সরকারকে ইতিমধ্যে ১০ কোটি টাকা প্রদান করেছে।
বর্তমান সরকার সব ধর্মের প্রতি সমান সহানুভূতিশীল জানিয়ে আইনমন্ত্রী বলেন, ২০১২ সালে রামুতে বিহার আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ করা হয়। যা নান্দনিক বৌদ্ধ বিহার হিসেবে বেশ সমাদৃত। প্রধানমন্ত্রী সদিচ্ছায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে স্থায়ী আমানত দুই কোটি টাকা থেকে বাড়িয়ে সাত কোটি টাকায় উন্নতি করা হয়েছে। বৌদ্ধ ধর্মের উদ্যাপনের জন্য তিনি তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দিয়ে থাকেন। প্রধানমন্ত্রীর অনুশাসনে, পূর্বাচল নতুন শহরের ২৬ নম্বর সেক্টরে বৌদ্ধ বিহার, শ্মশান ও অফিস ভবন নির্মাণের জন্য ২১ দশমিক ৫৫ কাঠা জমি রাজউক হতে দেওয়া হয়েছে। এই ভূমিতে সরকারি প্রকল্পের মাধ্যমে নির্মাণকাজ শেষ করা হবে।
বৌদ্ধ ধর্মের পারিবারিক আইনের বিষয়ে আনিসুল হক বলেন, ‘আইন হচ্ছে একটি জাতি বা গোষ্ঠীর শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আবশ্যক। দেশে ইসলাম ধর্মের মানুষের জন্য মুসলিম পারিবারিক আইন। খ্রিষ্টান ধর্মের মানুষের জন্য খ্রিষ্টান ধর্মীয় আইন প্রচলিত। কিন্তু বাংলাদেশে বৌদ্ধ ধর্মের মানুষের কোনো আইন নেই। এটা কিন্তু চিন্তার বিষয়। আজকে যে আইনের বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে, তা আমার কাছে বাস্তবিক মনে হয়েছে। আইনটা হওয়া উচিত। এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। এই আইনটা করবেন আপনাদের জন্য। আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে সরকারের করতে কোনো বাধা নেই।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, শিক্ষাবিদ ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ড. নীরু বড়ুয়া, ট্রাস্টি ববিতা বড়ুয়া প্রমুখ।

রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৪ ঘণ্টা আগে
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা...
৬ ঘণ্টা আগে