নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সাধারণ ছুটি রাখা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর এখন সেই ছুটি থাকবে কি না এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আজ দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এ সময় সাংবাদিকেরা ১৫ আগস্ট সরকারি ছুটির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা এখনই আমি বলতে পারব না। আজ বিকেলে আমরা বসব, সেখানে এটা নিয়ে আলোচনা হবে। যেটা হয় আমরা নির্ধারণ করব।’
এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দলীয় নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ফলে ধারণা করা হচ্ছে, ১৫ আগস্ট আওয়ামী লীগ রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেদিন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে। আমরা সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি, র্যাব থাকবে। হয়তো সেনাবাহিনীও থাকবে।’
আরও খবর পড়ুন:

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সাধারণ ছুটি রাখা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর এখন সেই ছুটি থাকবে কি না এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আজ দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এ সময় সাংবাদিকেরা ১৫ আগস্ট সরকারি ছুটির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা এখনই আমি বলতে পারব না। আজ বিকেলে আমরা বসব, সেখানে এটা নিয়ে আলোচনা হবে। যেটা হয় আমরা নির্ধারণ করব।’
এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দলীয় নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ফলে ধারণা করা হচ্ছে, ১৫ আগস্ট আওয়ামী লীগ রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেদিন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে। আমরা সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি, র্যাব থাকবে। হয়তো সেনাবাহিনীও থাকবে।’
আরও খবর পড়ুন:

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে। তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
৪ ঘণ্টা আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
৪ ঘণ্টা আগে