নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সরকারের পদক্ষেপ আগামী সপ্তাহের মধ্যে জানানো হবে। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সরকারের পদক্ষেপ জানানো হবে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার সঙ্গে আলোচনা হবে।’
এর আগে, গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা মার্চ ফর ইউনিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘খুনি হাসিনার আর এই দেশে পুনর্বাসন হবে না। গত ১৬ বছর খুনি হাসিনা প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে নির্যাতন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সরকারকে বলতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয় নাই। আমরা এখনো ১৬ বছরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি নাই। এত দিন আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। ১৫ জানুয়ারি মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, সংগ্রাম জারি থাকবে।’
এদিকে, গতকাল বুধবার ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ‘ঘোষণাপত্র’ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার কান্দিরপাড়ের টাউন হল মাঠে ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির বিষয়ে সরকার ও অন্য রাজনৈতিক দলগুলোর দরকার ছিল পদক্ষেপ নেওয়ার। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) ৩১ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ঘোষণা করতে গিয়েছিলাম। কিন্তু যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির, সে জন্য আমরা সরকারের কথায় আশ্বস্ত হয়ে ৩১ ডিসেম্বর কোনো ঘোষণা দিইনি, আমরা ভরসা রেখেছি। কিন্তু ৩১ ডিসেম্বরের পর এত দিন পার হলেও আমরা সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে।’
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সরকারের পদক্ষেপ আগামী সপ্তাহের মধ্যে জানানো হবে। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সরকারের পদক্ষেপ জানানো হবে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার সঙ্গে আলোচনা হবে।’
এর আগে, গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা মার্চ ফর ইউনিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘খুনি হাসিনার আর এই দেশে পুনর্বাসন হবে না। গত ১৬ বছর খুনি হাসিনা প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে নির্যাতন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সরকারকে বলতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয় নাই। আমরা এখনো ১৬ বছরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি নাই। এত দিন আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। ১৫ জানুয়ারি মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, সংগ্রাম জারি থাকবে।’
এদিকে, গতকাল বুধবার ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ‘ঘোষণাপত্র’ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার কান্দিরপাড়ের টাউন হল মাঠে ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির বিষয়ে সরকার ও অন্য রাজনৈতিক দলগুলোর দরকার ছিল পদক্ষেপ নেওয়ার। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) ৩১ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ঘোষণা করতে গিয়েছিলাম। কিন্তু যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির, সে জন্য আমরা সরকারের কথায় আশ্বস্ত হয়ে ৩১ ডিসেম্বর কোনো ঘোষণা দিইনি, আমরা ভরসা রেখেছি। কিন্তু ৩১ ডিসেম্বরের পর এত দিন পার হলেও আমরা সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে।’
সৌদি আরবে গমনেচ্ছু কর্মীদের মেনিনজাইটিস টিকা নিতে হবে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে যাঁরা ওমরাহ ও ভ্রমণ ভিসায় দেশটিতে যাবেন, তাদের অবশ্যই টিকা নিতে হবে। ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভোটার তালিকা হালনাগাদে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক এলাকা জনপ্রতিনিধিশূন্য হয়ে পড়ায় নতুন ভোটারের তথ্য যাচাই নিয়ে চিন্তায় ছিল নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগেরাজধানীর জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩১২ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে একটি আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর। নথিপত্রে প্রকল্পটি ২০২৩ সালের জুনে সমাপ্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রকল্প সমাপ্ত প্রতিবেদন (পিসিআর) প্রশাসনিক মন্ত্রণালয় অর্থাৎ গণপূর্ত মন্ত্রণালয়কে লিখিতভাবে
১৩ ঘণ্টা আগেসৌদিতে যাওয়ার জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ওমরাহ বা পবিত্র হজ পালনে এবং ভিজিট ভিসায় সৌদি আরবগামী যাত্রীদের বিমানবন্দরে এই টিকার সনদ দেখাতে হবে এবং ভ্রমণকালে তা সঙ্গে রাখতে হবে।
১৩ ঘণ্টা আগে