
শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু জেনট্রি বিচ আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাঁরা বাংলাদেশকে আবার মহান করে তুলতে চান। প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইও ও প্রতিষ্ঠাতা জেনট্রি বিচ জানান, তাঁর কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে এবং দেশের জ্বালানি, অর্থনীতি এবং অন্যান্য বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করতে চায়।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে বিচ বলেন, ‘আপনি দারুণ কাজ করছেন।’ তিনি আরও বলেন, ‘এখন এই দেশে আরও বিনিয়োগ আসার সময়। আমরা এখানে আসতে পেরে উচ্ছ্বসিত।’
জেনট্রি বিচ হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইওর পাশাপাশি বিনিয়োগ কোম্পানি প্যারামাউন্ট ইউএসএ—এরও চেয়ারম্যানও। তিনি আরও জানান, তাঁর কোম্পানি রিয়েল এস্টেট, বিশেষ করে স্বল্পমূল্যের সামাজিক আবাসন, মহাকাশ ও প্রতিরক্ষা খাতেও বিনিয়োগে আগ্রহী।
অধ্যাপক ইউনূস বিচকে বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ সময়ে’ বিনিয়োগ করার জন্য স্বাগত জানান। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার কার্যক্রম চালাচ্ছে। দেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। ব্যবসায়িক পরিবেশ এখন উপযুক্ত। আমরা আমাদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের শুরু করছি।’
অধ্যাপক ইউনূস আরও বলেন, বাংলাদেশের গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন খাতে আরও মার্কিন বিনিয়োগ প্রয়োজন। আফ্রিকায় বিনিয়োগ করা এবং পাকিস্তানে বিনিয়োগের পরিকল্পনা করা বিচ বলেন, যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ মানে, বাংলাদেশের শ্রমিকদের মজুরি বৃদ্ধি। তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে আবার মহান করে তুলব।’ প্রসঙ্গত, ‘আমেরিকাকে আবারও মহান করে তুলব’ ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক স্লোগান।
এ সময় বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেনট্রি বিচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার। বিচ ট্রাম্পের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে জড়িত এবং রাজনৈতিকভাবে তাঁকে সমর্থনও করেছেন। ব্যবসায়িক অংশীদারত্ব ছাড়াও বিচ ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ট্রাম্প সম্পর্কিত কয়েকটি প্রকল্পে কাজ করেছেন এবং ট্রাম্পের সহযোগী মহলের অংশ।
বিচ ২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্বাচনী তহবিল সংগ্রহে সহায়তা করেছেন। তিনি ট্রাম্পের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু জেনট্রি বিচ আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাঁরা বাংলাদেশকে আবার মহান করে তুলতে চান। প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইও ও প্রতিষ্ঠাতা জেনট্রি বিচ জানান, তাঁর কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে এবং দেশের জ্বালানি, অর্থনীতি এবং অন্যান্য বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করতে চায়।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে বিচ বলেন, ‘আপনি দারুণ কাজ করছেন।’ তিনি আরও বলেন, ‘এখন এই দেশে আরও বিনিয়োগ আসার সময়। আমরা এখানে আসতে পেরে উচ্ছ্বসিত।’
জেনট্রি বিচ হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইওর পাশাপাশি বিনিয়োগ কোম্পানি প্যারামাউন্ট ইউএসএ—এরও চেয়ারম্যানও। তিনি আরও জানান, তাঁর কোম্পানি রিয়েল এস্টেট, বিশেষ করে স্বল্পমূল্যের সামাজিক আবাসন, মহাকাশ ও প্রতিরক্ষা খাতেও বিনিয়োগে আগ্রহী।
অধ্যাপক ইউনূস বিচকে বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ সময়ে’ বিনিয়োগ করার জন্য স্বাগত জানান। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার কার্যক্রম চালাচ্ছে। দেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। ব্যবসায়িক পরিবেশ এখন উপযুক্ত। আমরা আমাদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের শুরু করছি।’
অধ্যাপক ইউনূস আরও বলেন, বাংলাদেশের গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন খাতে আরও মার্কিন বিনিয়োগ প্রয়োজন। আফ্রিকায় বিনিয়োগ করা এবং পাকিস্তানে বিনিয়োগের পরিকল্পনা করা বিচ বলেন, যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ মানে, বাংলাদেশের শ্রমিকদের মজুরি বৃদ্ধি। তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে আবার মহান করে তুলব।’ প্রসঙ্গত, ‘আমেরিকাকে আবারও মহান করে তুলব’ ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক স্লোগান।
এ সময় বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেনট্রি বিচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার। বিচ ট্রাম্পের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে জড়িত এবং রাজনৈতিকভাবে তাঁকে সমর্থনও করেছেন। ব্যবসায়িক অংশীদারত্ব ছাড়াও বিচ ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ট্রাম্প সম্পর্কিত কয়েকটি প্রকল্পে কাজ করেছেন এবং ট্রাম্পের সহযোগী মহলের অংশ।
বিচ ২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্বাচনী তহবিল সংগ্রহে সহায়তা করেছেন। তিনি ট্রাম্পের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
৪২ মিনিট আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
২ ঘণ্টা আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
২ ঘণ্টা আগে