উবায়দুল্লাহ বাদল, ঢাকা

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের বিধান উপেক্ষা করে মন্ত্রিপরিষদ বিভাগ ১৫ বছর ধরে সিটি করপোরেশন মেয়রদের সম্মানী ভাতাকে ‘বেতন-ভাতা’ হিসেবে উল্লেখ করে আসছিল প্রজ্ঞাপনে। এতে বিদ্যমান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ব্যত্যয় ঘটছিল। ১৫ বছর পর অবশেষে সেই ভুলের অবসান হলো।
রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে গত মাসে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সেই ভুলের আর পুনরাবৃত্তি ঘটানো হয়নি। ওই প্রজ্ঞাপনে প্রথমবারের মতো সিটি মেয়রদের বেতন-ভাতার বদলে ‘সম্মানী ভাতা’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, মেয়রদের অন্যান্য সুবিধা বিদ্যমান ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী নির্ধারিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, গত ১৫ বছরের ভুল এবার শোধরাল মন্ত্রিপরিষদ বিভাগ। এত দিন বিষয়টি কারও নজরেই আসেনি। গত বছরের জুনে রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে যথাক্রমে এ এইচ এম খায়রুজ্জামান ও তালুকদার আবদুল খালেক পুনরায় নির্বাচিত হন। আগেও তাঁদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল। পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁদের নতুন করে পদমর্যাদা দেওয়ার প্রজ্ঞাপন জারি করতে গিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার নজরে আসে। পরে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি নিয়ে সরকারের শীর্ষমহলে কথা বলেন। সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই স্থানীয় বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনটি জারি করে।
গত ৯ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। এতে বলা হয়, দুই মেয়র নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। তাঁদের সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।
ওই আইনের (১৮) ধারায় উল্লেখ আছে, মেয়র ও কাউন্সিলররা সরকারের অনুমোদনক্রমে করপোরেশনের নির্ধারিত হারে সিটি করপোরেশনের তহবিল থেকে মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
অথচ ২০২২ সালের ২২ আগস্টও ঢাকার দুই মেয়রকে মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বেতন-ভাতা কথাটির উল্লেখ ছিল।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের বিধান উপেক্ষা করে মন্ত্রিপরিষদ বিভাগ ১৫ বছর ধরে সিটি করপোরেশন মেয়রদের সম্মানী ভাতাকে ‘বেতন-ভাতা’ হিসেবে উল্লেখ করে আসছিল প্রজ্ঞাপনে। এতে বিদ্যমান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ব্যত্যয় ঘটছিল। ১৫ বছর পর অবশেষে সেই ভুলের অবসান হলো।
রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে গত মাসে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সেই ভুলের আর পুনরাবৃত্তি ঘটানো হয়নি। ওই প্রজ্ঞাপনে প্রথমবারের মতো সিটি মেয়রদের বেতন-ভাতার বদলে ‘সম্মানী ভাতা’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, মেয়রদের অন্যান্য সুবিধা বিদ্যমান ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী নির্ধারিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, গত ১৫ বছরের ভুল এবার শোধরাল মন্ত্রিপরিষদ বিভাগ। এত দিন বিষয়টি কারও নজরেই আসেনি। গত বছরের জুনে রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে যথাক্রমে এ এইচ এম খায়রুজ্জামান ও তালুকদার আবদুল খালেক পুনরায় নির্বাচিত হন। আগেও তাঁদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল। পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁদের নতুন করে পদমর্যাদা দেওয়ার প্রজ্ঞাপন জারি করতে গিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার নজরে আসে। পরে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি নিয়ে সরকারের শীর্ষমহলে কথা বলেন। সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই স্থানীয় বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনটি জারি করে।
গত ৯ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। এতে বলা হয়, দুই মেয়র নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। তাঁদের সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।
ওই আইনের (১৮) ধারায় উল্লেখ আছে, মেয়র ও কাউন্সিলররা সরকারের অনুমোদনক্রমে করপোরেশনের নির্ধারিত হারে সিটি করপোরেশনের তহবিল থেকে মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
অথচ ২০২২ সালের ২২ আগস্টও ঢাকার দুই মেয়রকে মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বেতন-ভাতা কথাটির উল্লেখ ছিল।

নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
১০ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে