
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে দুই দেশ ও জনগণের মধ্যে সংহতির প্রতীক বলে বর্ণনা করেছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই-আগস্টের আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো দেশের সরকারপ্রধান বাংলাদেশ সফর করছেন।
বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে আনোয়ার ইব্রাহিমের সরকারি সফর দেশটির জনগণের সঙ্গে মালয়েশিয়ার সংহতির প্রতীক।
মালয়েশিয়ার হাইকমিশনার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সফর ইতিহাসের প্রতিধ্বনি। কারণ, মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়া বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।’
এ সময় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং আজ শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ মালয়েশিয়ার ২৭তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। দেশটির ১৯তম বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল ছিল বাংলাদেশ এবং আমদানির ৪৭তম বৃহত্তম উৎসও ছিল ঢাকা। তবে অঞ্চল বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২৩ সালে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৭৮ কোটি ডলার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে দুই দেশ ও জনগণের মধ্যে সংহতির প্রতীক বলে বর্ণনা করেছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই-আগস্টের আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো দেশের সরকারপ্রধান বাংলাদেশ সফর করছেন।
বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে আনোয়ার ইব্রাহিমের সরকারি সফর দেশটির জনগণের সঙ্গে মালয়েশিয়ার সংহতির প্রতীক।
মালয়েশিয়ার হাইকমিশনার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সফর ইতিহাসের প্রতিধ্বনি। কারণ, মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়া বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।’
এ সময় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং আজ শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ মালয়েশিয়ার ২৭তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল। দেশটির ১৯তম বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল ছিল বাংলাদেশ এবং আমদানির ৪৭তম বৃহত্তম উৎসও ছিল ঢাকা। তবে অঞ্চল বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ২০২৩ সালে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৭৮ কোটি ডলার।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১৩ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ঘণ্টা আগে