বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মেশিনের সহায়তায় ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র সংসদের এই দুই নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
হাতে গণনার কারণে জাকসু নির্বাচনের ফল প্রকাশ করতে তিন দিন লেগেছে। রাকসু ও চাকসু নির্বাচনে ভোট গণনার পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষ কী বলেছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মেশিনে ভোট গুনলে সময় লাগে না।
তারা নিজেদের ক্ষেত্রে আলোচনা করেছে, যাতে মেশিনে গণনা করা হয়।
ডাকসু ও জাকসু নির্বাচনের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই নির্বাচনগুলো দেখে কিছু কিছু অভিজ্ঞতা হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে এটা কীভাবে প্রয়োগ করতে পারব, এ জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বসেছিলাম। তাঁরা খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন। এগুলো ভবিষ্যতে কাজে লাগানো যাবে।
নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে বলে আশা করা হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুটি বিশ্বিবদ্যালয়ের নির্বাচন ভালোভাবে সম্পন্ন হওয়ায় সামনের নির্বাচনগুলো কীভাবে করতে হবে, ছোটখাটো কিছু ভুলত্রুটি থাকলে সেগুলো কীভাবে দূর করা যায়, আগামীতে কীভাবে সংশোধন করা যায়—এসব বিষয় নিয়ে মূল আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাকসু ও চাকসু নির্বাচনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো উদ্বেগ জানায়নি। নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে বলে আশা করা হচ্ছে। এ জন্য সাংবাদিকদেরও সহায়তা কামনা করেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘রাকসু ও চাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আশা করা হচ্ছে, ভালোভাবে নির্বাচন দুটি আমরা সম্পন্ন করতে পারব।’
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, যে কারণেই হোক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন একটা জাতীয় আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। সামনে আরও দুটো নির্বাচন হতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে শিক্ষা নেওয়া, উত্তম চর্চা, কোনগুলো কাজ করেছে, কোনগুলো কাজ করেনি, এ বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাঁরা ছিলেন তাঁরা এসে বলেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান থাকায় অল্প সময়ের নোটিশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকজন আসতে পারেননি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মেশিনের সহায়তায় ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র সংসদের এই দুই নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
হাতে গণনার কারণে জাকসু নির্বাচনের ফল প্রকাশ করতে তিন দিন লেগেছে। রাকসু ও চাকসু নির্বাচনে ভোট গণনার পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষ কী বলেছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মেশিনে ভোট গুনলে সময় লাগে না।
তারা নিজেদের ক্ষেত্রে আলোচনা করেছে, যাতে মেশিনে গণনা করা হয়।
ডাকসু ও জাকসু নির্বাচনের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই নির্বাচনগুলো দেখে কিছু কিছু অভিজ্ঞতা হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে এটা কীভাবে প্রয়োগ করতে পারব, এ জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বসেছিলাম। তাঁরা খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন। এগুলো ভবিষ্যতে কাজে লাগানো যাবে।
নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে বলে আশা করা হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুটি বিশ্বিবদ্যালয়ের নির্বাচন ভালোভাবে সম্পন্ন হওয়ায় সামনের নির্বাচনগুলো কীভাবে করতে হবে, ছোটখাটো কিছু ভুলত্রুটি থাকলে সেগুলো কীভাবে দূর করা যায়, আগামীতে কীভাবে সংশোধন করা যায়—এসব বিষয় নিয়ে মূল আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাকসু ও চাকসু নির্বাচনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো উদ্বেগ জানায়নি। নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে বলে আশা করা হচ্ছে। এ জন্য সাংবাদিকদেরও সহায়তা কামনা করেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘রাকসু ও চাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আশা করা হচ্ছে, ভালোভাবে নির্বাচন দুটি আমরা সম্পন্ন করতে পারব।’
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, যে কারণেই হোক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন একটা জাতীয় আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। সামনে আরও দুটো নির্বাচন হতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে শিক্ষা নেওয়া, উত্তম চর্চা, কোনগুলো কাজ করেছে, কোনগুলো কাজ করেনি, এ বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাঁরা ছিলেন তাঁরা এসে বলেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান থাকায় অল্প সময়ের নোটিশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকজন আসতে পারেননি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
২ ঘণ্টা আগে
জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৬ ঘণ্টা আগে