আজকের পত্রিকা ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মহিববুর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে ১১ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে আজ সোমবার (২৩ ডিসেম্বর) সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে মামলাটি করেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
মামলার এজাহারে আসামি মহিববুর রহমানের বিরুদ্ধে ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকা লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন মহিববুর রহমান ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার। স্ত্রী ফাতেমা আক্তারের নামে ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এদিকে তাঁর অর্জন ও ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা লেনদের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে সম্পদশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে এজাহার দিয়েছে দুদক।
গত আগস্টে মহিবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক সূত্র জানায়, পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও পায়রা বন্দরের আশপাশে মহিবুর রহমান মুহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখার নামে রয়েছে অন্তত ৩৭ একর জমি আছে। জমিগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় দেড় শ কোটি টাকা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মহিবুর রহমান মুহিব এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই ফাতেমা আক্তার রেখার জমি কেনার প্রক্রিয়া শুরু হয়।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মহিববুর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে ১১ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে আজ সোমবার (২৩ ডিসেম্বর) সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে মামলাটি করেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
মামলার এজাহারে আসামি মহিববুর রহমানের বিরুদ্ধে ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকা লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন মহিববুর রহমান ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার। স্ত্রী ফাতেমা আক্তারের নামে ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এদিকে তাঁর অর্জন ও ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা লেনদের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে সম্পদশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে এজাহার দিয়েছে দুদক।
গত আগস্টে মহিবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক সূত্র জানায়, পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও পায়রা বন্দরের আশপাশে মহিবুর রহমান মুহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখার নামে রয়েছে অন্তত ৩৭ একর জমি আছে। জমিগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় দেড় শ কোটি টাকা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মহিবুর রহমান মুহিব এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই ফাতেমা আক্তার রেখার জমি কেনার প্রক্রিয়া শুরু হয়।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
২ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
৪ মিনিট আগে
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘যাদের সাহস আছে তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।’
১৩ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনী প্রচার শুরু করার অভিযোগে তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে