
বরগুনার সুগন্ধ্যা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
খালিদ মাহমুদ বলেন, ‘এর আগে নৌযানে ছোটখাটো অগ্নিকাণ্ড সংঘটিত হলেও ব্যাপক আকারে অগ্নি দুর্ঘটনা এটাই প্রথম। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি এরই মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নসহ দুর্ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নৌপ্রতিমন্ত্রী জানান, নৌ-দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবার পরিজনকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য বিআইডব্লিউটিএ’তে ‘নৌদুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ড’ নামে একটি কল্যাণ তহবিল রয়েছে। উক্ত তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় প্রতিজন মৃত ব্যক্তির পরিজনকে ১ লাখ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অগ্নিদুর্ঘটনার ফলে নিহত যাত্রীদের তালিকা ঝালকাঠি জেলা প্রশাসন থেকে বিআইডব্লিউটিএ’তে পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী শিগগিরই নিহত যাত্রীদের পরিজনকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, নিরাপদ ও নির্বিঘ্নভাবে নৌযান পরিচালনার বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল নৌপথে চলাচলকারী নৌযানের মাস্টার, ড্রাইভার, সুকানি ও অন্যান্য স্টাফদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। তা ছাড়া তাদের বিআইডব্লিউটিএ’র ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণও দেওয়া হয়।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।
৩৫ মিনিট আগে
হুমায়ুন কবীর বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা চুড়ান্ত করতে এনআইডি সংশোধন (কিছু সংশোধন ব্যতীত) কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আগামী ২৫ জানুয়ারি তা আবার পুরোদমে চালু করা হবে।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অতীতের জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল, এবার পাঁচজন থাকবে।
২ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচনে কমিশনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–১০ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে