নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাল উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য ব্রি ২৮সহ নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত চাষ করতে উৎসাহিত করা হচ্ছে। ব্রি ধান ৮৯, ৯২, ১০০ সহ নতুন জাতগুলো বিঘায় ৩০ মণের বেশি ফলন হয়। কৃষকের কাছে এই জাতগুলো দ্রুত পৌঁছে দিতে বীজ কোম্পানিগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, ‘প্রতি বিঘা জমিতে ধানের উৎপাদন ২০ মণের জায়গায় যদি ৩০ মণ হয় এটি বিরাট বিপ্লব। এ বিষয়ে সবার একত্রে কাজ করতে হবে, যাতে কৃষকের কাছে দ্রুত জাতগুলো পৌঁছায়।’
বীজ কোম্পানিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সিড কোম্পানিগুলোকে আধুনিক হতে হবে। এখনো কিছু কোম্পানির প্রতারণার প্রবণতা আছে, সেখানে মানুষকে বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে হবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপিসহ সরকার-বিরোধীরা দিবাস্বপ্ন দেখছে—দেশে খাদ্য সংকট হবে। দেশের অর্থনীতি ভেঙে পড়বে, দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। দেশে খাদ্য সংকট হবে না, আর দেশ শ্রীলঙ্কার মতোও হবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম বলেন, ‘অনেক সময় কৃষকেরা নিম্নমানের বীজ কিনে প্রতারিত হয়। এতে একদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে উৎপাদন ব্যাহত হয়। এ বিষয়ে বীজ অ্যাসোসিয়েশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
বিএসএর সভাপতি এম আনিস উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম বক্তব্য দেন।

চাল উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য ব্রি ২৮সহ নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত চাষ করতে উৎসাহিত করা হচ্ছে। ব্রি ধান ৮৯, ৯২, ১০০ সহ নতুন জাতগুলো বিঘায় ৩০ মণের বেশি ফলন হয়। কৃষকের কাছে এই জাতগুলো দ্রুত পৌঁছে দিতে বীজ কোম্পানিগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, ‘প্রতি বিঘা জমিতে ধানের উৎপাদন ২০ মণের জায়গায় যদি ৩০ মণ হয় এটি বিরাট বিপ্লব। এ বিষয়ে সবার একত্রে কাজ করতে হবে, যাতে কৃষকের কাছে দ্রুত জাতগুলো পৌঁছায়।’
বীজ কোম্পানিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সিড কোম্পানিগুলোকে আধুনিক হতে হবে। এখনো কিছু কোম্পানির প্রতারণার প্রবণতা আছে, সেখানে মানুষকে বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে হবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপিসহ সরকার-বিরোধীরা দিবাস্বপ্ন দেখছে—দেশে খাদ্য সংকট হবে। দেশের অর্থনীতি ভেঙে পড়বে, দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। দেশে খাদ্য সংকট হবে না, আর দেশ শ্রীলঙ্কার মতোও হবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম বলেন, ‘অনেক সময় কৃষকেরা নিম্নমানের বীজ কিনে প্রতারিত হয়। এতে একদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে উৎপাদন ব্যাহত হয়। এ বিষয়ে বীজ অ্যাসোসিয়েশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
বিএসএর সভাপতি এম আনিস উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম বক্তব্য দেন।

উত্তরা টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় উত্তরাসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে ব
১ ঘণ্টা আগে
সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে