নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
আজ শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে আপনাদের টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ সফরের জন্য ড্রেয়ারকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘এখন বর্ষাকাল। বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে, যেখানে নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারে সংযোগ বজায় রাখা জরুরি হয়ে পড়ে।’
তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে এখনো ভালো স্কুল, শিক্ষক, চিকিৎসকের অভাব রয়েছে। এসব জায়গায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে।’
ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এমন এক ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করছি, যেখানে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসা নিতে পারবেন। রোগীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ চিকিৎসায় সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘গর্ভকালীন অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষ সহচর প্রয়োজন হয়, যা সব সময় সম্ভব নয়। ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসা নিতে পারবেন।’ প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, ‘অনেক প্রবাসী বিদেশে ভাষাগত সমস্যার কারণে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করেন। এখন তাঁরা অনলাইনে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।’
ড্রেয়ার প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘আপনি যেটা করছেন, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি নিজ দেশে পারেন, তাহলে অন্যরাও পারবে।’
ড্রেয়ার দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডেও অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে দৃষ্টিভঙ্গি আপনি গ্রহণ করেছেন, তা বাস্তবসম্মত ও প্রশংসনীয়।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকায় পৌঁছান। পরে প্রতিনিধি দলটির সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। রাতে রাজধানী হাতিরঝিলে অনুষ্ঠেয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের ড্রোন শো দেখবেন তাঁরা।

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
আজ শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে আপনাদের টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ সফরের জন্য ড্রেয়ারকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘এখন বর্ষাকাল। বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে, যেখানে নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারে সংযোগ বজায় রাখা জরুরি হয়ে পড়ে।’
তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে এখনো ভালো স্কুল, শিক্ষক, চিকিৎসকের অভাব রয়েছে। এসব জায়গায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে।’
ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এমন এক ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করছি, যেখানে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসা নিতে পারবেন। রোগীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ চিকিৎসায় সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘গর্ভকালীন অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষ সহচর প্রয়োজন হয়, যা সব সময় সম্ভব নয়। ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসা নিতে পারবেন।’ প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, ‘অনেক প্রবাসী বিদেশে ভাষাগত সমস্যার কারণে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করেন। এখন তাঁরা অনলাইনে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।’
ড্রেয়ার প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘আপনি যেটা করছেন, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি নিজ দেশে পারেন, তাহলে অন্যরাও পারবে।’
ড্রেয়ার দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডেও অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে দৃষ্টিভঙ্গি আপনি গ্রহণ করেছেন, তা বাস্তবসম্মত ও প্রশংসনীয়।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকায় পৌঁছান। পরে প্রতিনিধি দলটির সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। রাতে রাজধানী হাতিরঝিলে অনুষ্ঠেয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের ড্রোন শো দেখবেন তাঁরা।

নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৯ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে