নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাগলকাণ্ডে আলোচিত-সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে জমি-প্লট, ফ্ল্যাট-বাড়ি বা দোকানের তথ্য চেয়ে সব জেলার সাবরেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এসব তথ্য চেয়েছে নিবন্ধন অধিদপ্তর।
দুদক সূত্র জানায়, নিবন্ধন অধিদপ্তরের চিঠিতে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে সাবরেজিস্ট্রি অফিসগুলোতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি বা দোকান ইত্যাদি রেজিস্ট্রেশন হয়ে থাকলে এসংক্রান্ত তথ্য অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে। তাঁদের সম্পদের তথ্য চেয়ে দুদক গত ২৭ জুন নিবন্ধন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেয়। নিবন্ধন অধিদপ্তর গত রোববার থেকে সাবরেজিস্ট্রি অফিসে চিঠি পাঠাচ্ছে।
মতিউরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে গতকাল সোমবার দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা ইতিমধ্যে অনেক দপ্তরে চিঠি দিয়েছেন। জায়গা-জমির তথ্য চেয়ে দেশের সব জেলা সাবরেজিস্ট্রি অফিসেও চিঠি দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় গত ২৪ জুন নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। লায়লা কানিজ তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রোববার আদালতে আবেদন করেছেন। এ বিষয়ে শুনানির জন্য ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি। ২৩ জুন এই কমিটি গঠন করে দুদক।

ছাগলকাণ্ডে আলোচিত-সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে জমি-প্লট, ফ্ল্যাট-বাড়ি বা দোকানের তথ্য চেয়ে সব জেলার সাবরেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এসব তথ্য চেয়েছে নিবন্ধন অধিদপ্তর।
দুদক সূত্র জানায়, নিবন্ধন অধিদপ্তরের চিঠিতে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে সাবরেজিস্ট্রি অফিসগুলোতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি বা দোকান ইত্যাদি রেজিস্ট্রেশন হয়ে থাকলে এসংক্রান্ত তথ্য অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে। তাঁদের সম্পদের তথ্য চেয়ে দুদক গত ২৭ জুন নিবন্ধন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেয়। নিবন্ধন অধিদপ্তর গত রোববার থেকে সাবরেজিস্ট্রি অফিসে চিঠি পাঠাচ্ছে।
মতিউরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে গতকাল সোমবার দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা ইতিমধ্যে অনেক দপ্তরে চিঠি দিয়েছেন। জায়গা-জমির তথ্য চেয়ে দেশের সব জেলা সাবরেজিস্ট্রি অফিসেও চিঠি দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় গত ২৪ জুন নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। লায়লা কানিজ তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রোববার আদালতে আবেদন করেছেন। এ বিষয়ে শুনানির জন্য ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি। ২৩ জুন এই কমিটি গঠন করে দুদক।

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র
২৭ মিনিট আগে
দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাদের সাহস আছে, তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।
২ ঘণ্টা আগে