Ajker Patrika

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি স্থানীয় নাগরিকেরাও অসুস্থ হচ্ছেন    

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২৩: ২৮
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি স্থানীয় নাগরিকেরাও অসুস্থ হচ্ছেন    

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা নানা অসুখে অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজে যাওয়া বাংলাদেশি শ্রমিকেরা। আর বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি তাঁদের নাগরিকেরাও আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।  

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রে সামুদ্রিক শৈবাল এবং গ্যাস হাইড্রেটের সন্ধান বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে বাংলাদেশি শ্রমিকদের অসুস্থ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি আমাদের নজরে এসেছে। তবে কিছু কিছু জায়গায় এবং খুব লার্জ স্কেল অব আউট ব্রেক (বড় আকারে) নয়। আমরা ইউএইতে এখন পর্যন্ত ১২০ জনের সংবাদ পেয়েছি। কাতারে পেয়েছি ৬০ জনের।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দূতাবাসকে জানিয়েছি। সে দেশের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। কারণ, আমাদের মানুষের পাশাপাশি তাদের নাগরিকেরাও আক্রান্ত। তবে এটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’  

জানা গেছে, বাংলাদেশ থেকে রওনা দেওয়ার পর মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাওয়া শ্রমিকেরা ডায়রিয়া, পেটে ব্যথা, বমি ও কলেরাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বেশ কিছু শ্রমিক উড়োজাহাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। আবার কেউ গন্তব্যের বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়েছেন। আর কেউ কেউ কাজে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশি শ্রমিকদের অসুস্থ হওয়ার সংখ্যা বাড়তে থাকায় কাতারে ও ইউএইতে থাকা বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করেছে। আর এ নিয়ে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছে।

কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, বাংলাদেশি শ্রমিকদের গন্তব্যে পৌঁছে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি শ্রমিকদের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে শ্রম বাজার সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথাও বাংলাদেশকে জানিয়েছে দেশগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত