নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করা হয়েছে। আজ রোববার (২২ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।
এই মামলার চার আসামিকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন—শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। বাকি চারজন পলাতক থাকায় তাঁদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী দেওয়া হবে বলে আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এর আগে গত ২৫ মে প্রসিকিউশনের পক্ষ থেকে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় এই মামলায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল।
গত ২১ এপ্রিল তদন্ত সংস্থার পক্ষ থেকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। হাবিবুর রহমান ছাড়া বাকিরা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদিপ কুমার চক্রবর্তী, ডিএমপির রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আক্তারুল ইসলাম, রমনা জোনের সাবেক এসি মো. ইমরুল, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন শাহবাগ থানা) আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করা হয়েছে। আজ রোববার (২২ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।
এই মামলার চার আসামিকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন—শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। বাকি চারজন পলাতক থাকায় তাঁদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী দেওয়া হবে বলে আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এর আগে গত ২৫ মে প্রসিকিউশনের পক্ষ থেকে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় এই মামলায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল।
গত ২১ এপ্রিল তদন্ত সংস্থার পক্ষ থেকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। হাবিবুর রহমান ছাড়া বাকিরা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদিপ কুমার চক্রবর্তী, ডিএমপির রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আক্তারুল ইসলাম, রমনা জোনের সাবেক এসি মো. ইমরুল, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন শাহবাগ থানা) আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।
কাতার থেকে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
২ ঘণ্টা আগেগণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বানাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। এই বরাদ্দ কোনো দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয়পদ্ধতিতে দেওয়া হয়েছে, যা পেয়েছে মের্সাস শুভ্রা টেডার্স ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
২ ঘণ্টা আগেসভায় নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া প্রসঙ্গে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে শিরীন পারভীন হক বলেন, ‘নারী কমিশনকে বিভিন্ন জায়গা থেকে বাদ দিয়ে রাখা হয়েছে। তার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন একটা। আমরা তাদের অ্যাপ্রোচ করেছিলাম। তারা বলেছে, অনেক দিন হয়ে গেছে, এখন আর নতুন করে হবে না।
২ ঘণ্টা আগেগণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তর করতে পূর্তকাজের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরে রূপান্তরের কার্যক্রম সমাপ্ত করতে নির্মাণ বা সংস্কারকাজ সরাসরি ক্রয়পদ্ধতিতে করবে পূর্ত মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাক
৩ ঘণ্টা আগে