Ajker Patrika

২ হাজার কোটি টাকা পাচার: সাবেক হাইকমিশনার মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২ হাজার কোটি টাকা পাচার: সাবেক হাইকমিশনার মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও তাঁর স্বামীর বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাঁর স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

দুদক চেয়ারম্যান জানান, পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডসহ ১২টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে আনুমানিক ২ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে সাইদা মুনা তাসনিম ও তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে। অভিযুক্ত এই দম্পতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবিএল), ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসিসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে এসব টাকা উত্তোলন করে পরে পাচারের অভিযোগ আছে।

২০১৮ সালের ২২ অক্টোবর সাইদা মুনা তাসনিমকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর ২৯ সেপ্টেম্বর মুনা তাসনিমকে যুক্তরাজ্যে হাইকমিশনারের দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফিরতে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন মুনা তাসনিম।

এর আগে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত