নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল, চিনি, ডাল বিক্রির কার্যক্রম। টিসিবির একটি সূত্রে এই তথ্য জানিয়েছে।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে সয়াবিন তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে।
টিসিবি আরও জানিয়েছে, একজন ডিলার ৬০০ কেজি করে চিনি, মসুর ডাল ও ৬০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ পাবেন। প্রতি কেজি ও লিটারে ডিলাররা ৫ টাকা করে মুনাফা করবেন। তবে যেসব ডিলার উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে তাঁরা ৬ টাকা করে মুনাফা পাবেন। কোনো ডিলার স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের বাইরে পণ্য বিক্রি করলে তাঁর জামানত বাজেয়াপ্ত করে ডিলারশিপ বাতিল করা হবে।
টিসিবি থেকে আরও জানানো হয়েছে, জেলা প্রশাসক থেকে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে পণ্য বিক্রি হচ্ছে কি না, তার সার্বিক কার্যক্রম তদারকি করা হবে। জনপ্রতি ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করতে পারবেন।
দেশের বাজারে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম অসহনীয় বেড়ে যাওয়ায় সরকার দেশের নিম্ন ও হতদরিদ্র শ্রেণির মানুষ যাতে স্বল্প দামে পণ্য কিনতে পারে সে লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে। গত রোজায় দেশের এক কোটি পরিবারের মধ্যে দুই দফায় পণ্য দেওয়া হয়েছিল। আর চলতি মাসে আরেক দফা পণ্য বিক্রি করা হবে। তবে এই পণ্য শুধু কার্ডধারীরাই পাবেন।

বুধবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল, চিনি, ডাল বিক্রির কার্যক্রম। টিসিবির একটি সূত্রে এই তথ্য জানিয়েছে।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে সয়াবিন তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে।
টিসিবি আরও জানিয়েছে, একজন ডিলার ৬০০ কেজি করে চিনি, মসুর ডাল ও ৬০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ পাবেন। প্রতি কেজি ও লিটারে ডিলাররা ৫ টাকা করে মুনাফা করবেন। তবে যেসব ডিলার উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে তাঁরা ৬ টাকা করে মুনাফা পাবেন। কোনো ডিলার স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের বাইরে পণ্য বিক্রি করলে তাঁর জামানত বাজেয়াপ্ত করে ডিলারশিপ বাতিল করা হবে।
টিসিবি থেকে আরও জানানো হয়েছে, জেলা প্রশাসক থেকে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে পণ্য বিক্রি হচ্ছে কি না, তার সার্বিক কার্যক্রম তদারকি করা হবে। জনপ্রতি ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করতে পারবেন।
দেশের বাজারে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম অসহনীয় বেড়ে যাওয়ায় সরকার দেশের নিম্ন ও হতদরিদ্র শ্রেণির মানুষ যাতে স্বল্প দামে পণ্য কিনতে পারে সে লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে। গত রোজায় দেশের এক কোটি পরিবারের মধ্যে দুই দফায় পণ্য দেওয়া হয়েছিল। আর চলতি মাসে আরেক দফা পণ্য বিক্রি করা হবে। তবে এই পণ্য শুধু কার্ডধারীরাই পাবেন।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১২ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৩ ঘণ্টা আগে