নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল, চিনি, ডাল বিক্রির কার্যক্রম। টিসিবির একটি সূত্রে এই তথ্য জানিয়েছে।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে সয়াবিন তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে।
টিসিবি আরও জানিয়েছে, একজন ডিলার ৬০০ কেজি করে চিনি, মসুর ডাল ও ৬০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ পাবেন। প্রতি কেজি ও লিটারে ডিলাররা ৫ টাকা করে মুনাফা করবেন। তবে যেসব ডিলার উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে তাঁরা ৬ টাকা করে মুনাফা পাবেন। কোনো ডিলার স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের বাইরে পণ্য বিক্রি করলে তাঁর জামানত বাজেয়াপ্ত করে ডিলারশিপ বাতিল করা হবে।
টিসিবি থেকে আরও জানানো হয়েছে, জেলা প্রশাসক থেকে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে পণ্য বিক্রি হচ্ছে কি না, তার সার্বিক কার্যক্রম তদারকি করা হবে। জনপ্রতি ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করতে পারবেন।
দেশের বাজারে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম অসহনীয় বেড়ে যাওয়ায় সরকার দেশের নিম্ন ও হতদরিদ্র শ্রেণির মানুষ যাতে স্বল্প দামে পণ্য কিনতে পারে সে লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে। গত রোজায় দেশের এক কোটি পরিবারের মধ্যে দুই দফায় পণ্য দেওয়া হয়েছিল। আর চলতি মাসে আরেক দফা পণ্য বিক্রি করা হবে। তবে এই পণ্য শুধু কার্ডধারীরাই পাবেন।

বুধবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল, চিনি, ডাল বিক্রির কার্যক্রম। টিসিবির একটি সূত্রে এই তথ্য জানিয়েছে।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে সয়াবিন তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে।
টিসিবি আরও জানিয়েছে, একজন ডিলার ৬০০ কেজি করে চিনি, মসুর ডাল ও ৬০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ পাবেন। প্রতি কেজি ও লিটারে ডিলাররা ৫ টাকা করে মুনাফা করবেন। তবে যেসব ডিলার উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে তাঁরা ৬ টাকা করে মুনাফা পাবেন। কোনো ডিলার স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের বাইরে পণ্য বিক্রি করলে তাঁর জামানত বাজেয়াপ্ত করে ডিলারশিপ বাতিল করা হবে।
টিসিবি থেকে আরও জানানো হয়েছে, জেলা প্রশাসক থেকে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে পণ্য বিক্রি হচ্ছে কি না, তার সার্বিক কার্যক্রম তদারকি করা হবে। জনপ্রতি ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করতে পারবেন।
দেশের বাজারে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম অসহনীয় বেড়ে যাওয়ায় সরকার দেশের নিম্ন ও হতদরিদ্র শ্রেণির মানুষ যাতে স্বল্প দামে পণ্য কিনতে পারে সে লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে। গত রোজায় দেশের এক কোটি পরিবারের মধ্যে দুই দফায় পণ্য দেওয়া হয়েছিল। আর চলতি মাসে আরেক দফা পণ্য বিক্রি করা হবে। তবে এই পণ্য শুধু কার্ডধারীরাই পাবেন।

‘ক্যারিয়ার রাজনীতিকদের’ অনেকটা কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। একাধিক চরম বিতর্কিত ভোটের পর হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও এ চিত্র বহাল থাকতে পারে। কারণ এবারের প্রার্থী তালিকায়ও পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার।
১১ ঘণ্টা আগে
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
১৫ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
১৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে