Ajker Patrika

আওয়ামী লীগের জন্মস্থান ‘রোজ গার্ডেন’ কেনায় অনিয়মের অনুসন্ধানে নেমেছে দুদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আওয়ামী লীগের জন্মস্থান ‘রোজ গার্ডেন’ কেনায় অনিয়মের অনুসন্ধানে নেমেছে দুদক

ঐতিহাসিক রোজ গার্ডেন ক্রয়প্রক্রিয়ায় রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক সূত্রটি জানায়, ১৯৩১ সালে ব্যবসায়ী হৃষিকেশ দাস প্রায় ২২ বিঘা জমির ওপর বাগানবাড়িটি নির্মাণ করেন। বিভিন্ন দেশ থেকে আনা দুর্লভ গোলাপগাছ দিয়ে বাড়িটির চারপাশ সাজানো হয়। সেই থেকে নাম হয় ‘রোজ গার্ডেন’। ১৯৩৬ সালে তিনি এটি বিক্রি করেন ঢাকার বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আবদুর রশীদের কাছে। কাজী আবদুর রশীদ এখানে প্রভিন্সিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৪৯ সালের ২৩ জুন এই রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ; যা ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ নামে পরিচিত হয়।

এ ছাড়া ২০১৮ সালে ব্যক্তিমালিকানাধীন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত এই স্থাপনা কিনে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সরকারের হিসাবে এ ক্রয়ে ব্যয় হয় ৩৩১ কোটি ৭০ লাখ ২ হাজার ৯০০ টাকা।

এই ক্রয়-বিক্রয়ে অনিয়ম, আর্থিক অসংগতি ও অতিরিক্ত ব্যয় দেখানোর অভিযোগের ভিত্তিতেই দুদক এ অনুসন্ধান শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ