নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বে প্রতি বছর ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হলো আত্মহত্যা। বিশ্বের মোট আত্মহত্যার ৭৭ শতাংশই ঘটে নিম্ন এবং মধ্য আয়ের দেশে। আত্মহত্যা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে। আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করা’।
দেশের বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের গবেষণা বলছে, করোনার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আঁচলের গত মার্চের আত্মহত্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে করোনাকালে পুরুষের চেয়ে বেশি নারীরা আত্মহত্যা করেছে। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট আত্মহত্যার ঘটনা ১৪ হাজার ৪৩৬ টি। এর মধ্যে নারীর আত্মহত্যার ঘটনা ৮ হাজার ২২৮টি এবং পুরুষের আত্মহত্যার ঘটনা ৬ হাজার ২০৮ টি।
আত্মহত্যার ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ৩৫ বছর বয়সী রয়েছেন ৪৯ শতাংশ, ৫ থেকে ১৯ বছর বয়সী ৩৫ শতাংশ, ৩৬ থেকে ৪৫ বছর বয়সী ১১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার অন্যতম কারণ হলো ডিপ্রেশন বা মানসিক অবসাদ। দীর্ঘদিন ডিপ্রেশনে ভোগা ব্যক্তিরা একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। এ জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়েও সচেতন হওয়া প্রয়োজন।
এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান বলেন, প্রত্যেকেরই উচিত তার আশপাশের মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখা। তার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি-না সেটা লক্ষ্যে রাখা। এ ক্ষেত্রে পরিবারের মানুষদের দায়িত্ব সবচেয়ে বেশি। পাশাপাশি আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদেরও উচিত কাছের মানুষগুলোকে অবসাদে ভুগতে দেখলে মানসিকভাবে একটু শক্তি জোগানো। প্রয়োজনে মনোবিদের কাছে নিয়ে যাওয়া।
আরও পড়ুন:

বিশ্বে প্রতি বছর ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হলো আত্মহত্যা। বিশ্বের মোট আত্মহত্যার ৭৭ শতাংশই ঘটে নিম্ন এবং মধ্য আয়ের দেশে। আত্মহত্যা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে। আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করা’।
দেশের বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের গবেষণা বলছে, করোনার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আঁচলের গত মার্চের আত্মহত্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে করোনাকালে পুরুষের চেয়ে বেশি নারীরা আত্মহত্যা করেছে। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট আত্মহত্যার ঘটনা ১৪ হাজার ৪৩৬ টি। এর মধ্যে নারীর আত্মহত্যার ঘটনা ৮ হাজার ২২৮টি এবং পুরুষের আত্মহত্যার ঘটনা ৬ হাজার ২০৮ টি।
আত্মহত্যার ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ৩৫ বছর বয়সী রয়েছেন ৪৯ শতাংশ, ৫ থেকে ১৯ বছর বয়সী ৩৫ শতাংশ, ৩৬ থেকে ৪৫ বছর বয়সী ১১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার অন্যতম কারণ হলো ডিপ্রেশন বা মানসিক অবসাদ। দীর্ঘদিন ডিপ্রেশনে ভোগা ব্যক্তিরা একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। এ জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়েও সচেতন হওয়া প্রয়োজন।
এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান বলেন, প্রত্যেকেরই উচিত তার আশপাশের মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখা। তার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি-না সেটা লক্ষ্যে রাখা। এ ক্ষেত্রে পরিবারের মানুষদের দায়িত্ব সবচেয়ে বেশি। পাশাপাশি আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদেরও উচিত কাছের মানুষগুলোকে অবসাদে ভুগতে দেখলে মানসিকভাবে একটু শক্তি জোগানো। প্রয়োজনে মনোবিদের কাছে নিয়ে যাওয়া।
আরও পড়ুন:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
৩ ঘণ্টা আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
৩ ঘণ্টা আগে
হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
৫ ঘণ্টা আগে