আজকের পত্রিকা ডেস্ক

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, সংবিধান লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকারও অভিযোগ রয়েছে। সাবেক সংসদ সদস্য নাসিমের কানাডায় বাড়ি থাকাসহ তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
অভিযোগে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী তাঁর গুলশানের কয়েক কোটি টাকার মূল্যের একটি বিলাসবহুল বাড়ি থাকার তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে তাঁর বাড়ির তথ্য গোপনের সত্যতা পেয়েছে।
নাসিমের দুর্নীতির বিষয়ে এক ব্যক্তি দুদকে অভিযোগ করলে সেটি আমলে নেয় কমিশন। তাঁর অভিযোগে থেকে জানা যায়, ২০০৯ থেকে শেখ হাসিনার প্রটোকল অফিসার পদবি ব্যবহার করে প্রশাসনে বদলি, পদায়ন থেকে শুরু করে টেন্ডারবাজি ও বিদ্যুৎ কোম্পানির লাইসেন্স করে দেওয়ার অনিয়ম করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সরকারের পটপরিবর্তনের পর অক্টোবর মাসে আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১২ ডিসেম্বর নাসিম ও তাঁর পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, সংবিধান লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তাঁর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকারও অভিযোগ রয়েছে। সাবেক সংসদ সদস্য নাসিমের কানাডায় বাড়ি থাকাসহ তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
অভিযোগে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী তাঁর গুলশানের কয়েক কোটি টাকার মূল্যের একটি বিলাসবহুল বাড়ি থাকার তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে তাঁর বাড়ির তথ্য গোপনের সত্যতা পেয়েছে।
নাসিমের দুর্নীতির বিষয়ে এক ব্যক্তি দুদকে অভিযোগ করলে সেটি আমলে নেয় কমিশন। তাঁর অভিযোগে থেকে জানা যায়, ২০০৯ থেকে শেখ হাসিনার প্রটোকল অফিসার পদবি ব্যবহার করে প্রশাসনে বদলি, পদায়ন থেকে শুরু করে টেন্ডারবাজি ও বিদ্যুৎ কোম্পানির লাইসেন্স করে দেওয়ার অনিয়ম করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সরকারের পটপরিবর্তনের পর অক্টোবর মাসে আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১২ ডিসেম্বর নাসিম ও তাঁর পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৮ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৯ ঘণ্টা আগে