আজকের পত্রিকা ডেস্ক

‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন শেষে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মতবিনিময়ে সাড়া দেয়নি অধিকাংশ ছাত্র সংগঠন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের ছাত্র সংগঠন অংশ নিয়েছিল।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মতবিনিময় সভায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও বামপন্থী দলগুলোর ছাত্র সংগঠন অংশ নেয়নি।
মতবিনিময়ে অংশ না নেওয়া ছাত্র সংগঠনগুলো বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় ঐক্যের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নেতারা রক্ষা করতে পারেননি। সেজন্য তাঁরা এই সভা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিক মত বিনিময় শুরু হয়। সেখানে ইসলামি ছাত্র শিবিরসহ কয়েকটি ইসলামপন্থী দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
মতবিনিময়ে উপস্থিত না হওয়ার কারণ জানতে চাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কার প্রকল্প, শহীদদের নিয়ে বিভিন্ন উদ্যোগসহ নানাবিধ কার্যক্রমে ছাত্রদের যুক্ত করার কথা বলেছে। কিন্তু আমরা সবক্ষেত্রে দেখেছি কেবল একটি সুনির্দিষ্ট পক্ষকেই সব কার্যক্রমে যুক্ত করা হচ্ছে। অন্য কোনো সংগঠনের সঙ্গে কোনো প্রকার আলোচনাও করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে আলোচনার নামে কেবল কয়েকজন সমন্বয়কের সঙ্গে আলোচনা করেছেন। এতে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখন একটি পক্ষের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে।’
বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে ছাত্রদের মধ্যে জাতীয় ঐক্যের বিষয়ে নতুন করে ভাবতে হবে বলে জানান তিনি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ গত ১২ আগস্টের লিয়াজোঁ কমিটির বৈঠকে অঙ্গীকার করেছিলো, সকল ছাত্র সংগঠনকে নিয়ে ধারাবাহিকভাবে বসা হবে এবং সবার মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু আমরা দেখছি, তারা সে অঙ্গীকার থেকে সরে এসেছে। বর্তমানে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সব সংগঠনকে বাদ দিয়ে অগণতান্ত্রিক উপায়ে সকল সিদ্ধান্ত নিচ্ছে। এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে। এর দায় তারা কোনমতেই অস্বীকার করতে পারে না।
ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সাধারণ সম্পাদক সৈকত আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘গতসপ্তাহে আমরা সকল ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলাম উপস্থিত ছাত্র সংগঠনের বেশিরভাগই সেই দাবিতে একমত ছিলেন। যার মাধ্যমে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতো। কিন্তু সকল ক্ষেত্রে নিজেদের গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে তারা ছাত্র সংগঠনগুলো দূরে ঠেলে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করেছি, সকলের মাঝে ঐক্য টিকিয়ে রাখার মতো পরিপক্ক আচরণ তারা করেন নি। তাই আমরা আজকের বৈঠকে অংশ নেই নি। তবে অন্তর্বরতীকালীন সরকারকে ব্যর্থ করার সকল অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদের সংহতি জোড়ালো করতে অভ্যুত্থানকারী সকল শক্তিগুলোর সঙ্গে দলের পারস্পরিক আলাপ অব্যহত থাকবে বলে জানান।’
পরে রাত ১০টায় মত বিনিময় শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, ‘আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচন শুরু হোক, এটা প্রত্যাশা করছি।
তিনি বলেন, ‘আমরা চাই জাতীয় নির্বাচনের আগেই ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচন হোক।’ এ সময় আবদুল হান্নান মাসুদ জানান, আজকের মতবিনিময়ের ৩০টি ছাত্র সংগঠন উপস্থিত ছিল।

‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন শেষে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মতবিনিময়ে সাড়া দেয়নি অধিকাংশ ছাত্র সংগঠন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের ছাত্র সংগঠন অংশ নিয়েছিল।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মতবিনিময় সভায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও বামপন্থী দলগুলোর ছাত্র সংগঠন অংশ নেয়নি।
মতবিনিময়ে অংশ না নেওয়া ছাত্র সংগঠনগুলো বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় ঐক্যের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নেতারা রক্ষা করতে পারেননি। সেজন্য তাঁরা এই সভা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিক মত বিনিময় শুরু হয়। সেখানে ইসলামি ছাত্র শিবিরসহ কয়েকটি ইসলামপন্থী দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
মতবিনিময়ে উপস্থিত না হওয়ার কারণ জানতে চাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কার প্রকল্প, শহীদদের নিয়ে বিভিন্ন উদ্যোগসহ নানাবিধ কার্যক্রমে ছাত্রদের যুক্ত করার কথা বলেছে। কিন্তু আমরা সবক্ষেত্রে দেখেছি কেবল একটি সুনির্দিষ্ট পক্ষকেই সব কার্যক্রমে যুক্ত করা হচ্ছে। অন্য কোনো সংগঠনের সঙ্গে কোনো প্রকার আলোচনাও করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে আলোচনার নামে কেবল কয়েকজন সমন্বয়কের সঙ্গে আলোচনা করেছেন। এতে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখন একটি পক্ষের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে।’
বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে ছাত্রদের মধ্যে জাতীয় ঐক্যের বিষয়ে নতুন করে ভাবতে হবে বলে জানান তিনি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ গত ১২ আগস্টের লিয়াজোঁ কমিটির বৈঠকে অঙ্গীকার করেছিলো, সকল ছাত্র সংগঠনকে নিয়ে ধারাবাহিকভাবে বসা হবে এবং সবার মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু আমরা দেখছি, তারা সে অঙ্গীকার থেকে সরে এসেছে। বর্তমানে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সব সংগঠনকে বাদ দিয়ে অগণতান্ত্রিক উপায়ে সকল সিদ্ধান্ত নিচ্ছে। এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে। এর দায় তারা কোনমতেই অস্বীকার করতে পারে না।
ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সাধারণ সম্পাদক সৈকত আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘গতসপ্তাহে আমরা সকল ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলাম উপস্থিত ছাত্র সংগঠনের বেশিরভাগই সেই দাবিতে একমত ছিলেন। যার মাধ্যমে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতো। কিন্তু সকল ক্ষেত্রে নিজেদের গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে তারা ছাত্র সংগঠনগুলো দূরে ঠেলে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করেছি, সকলের মাঝে ঐক্য টিকিয়ে রাখার মতো পরিপক্ক আচরণ তারা করেন নি। তাই আমরা আজকের বৈঠকে অংশ নেই নি। তবে অন্তর্বরতীকালীন সরকারকে ব্যর্থ করার সকল অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদের সংহতি জোড়ালো করতে অভ্যুত্থানকারী সকল শক্তিগুলোর সঙ্গে দলের পারস্পরিক আলাপ অব্যহত থাকবে বলে জানান।’
পরে রাত ১০টায় মত বিনিময় শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, ‘আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচন শুরু হোক, এটা প্রত্যাশা করছি।
তিনি বলেন, ‘আমরা চাই জাতীয় নির্বাচনের আগেই ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচন হোক।’ এ সময় আবদুল হান্নান মাসুদ জানান, আজকের মতবিনিময়ের ৩০টি ছাত্র সংগঠন উপস্থিত ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
৬ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
৮ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে