
নদীর নাব্যতা রক্ষা এবং দূষণ ও দখল রোধে জেলা প্রশাসকদের (ডিসি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার পানিসম্পদ, নৌ-পরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘নদীগুলোতে যেন নাব্যতা থাকে, নদী দূষণ এবং দখলের হাত থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমাদের নদী রক্ষার যে জেলা কমিটি তার সভাপতি জেলা প্রশাসক। তারা ইতিমধ্যে অনেক ভূমিকা রাখছেন এবং এগুলো আরও জোরদার করার তাদের বলা হয়েছে।’
কেউ যাতে অবৈধভাবে বালু তুলতে না পারে, সে বিষয়ে তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নৌপ্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘স্থলবন্দরগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আমাদের স্থলবন্দর যেগুলো আছে, সেখানে পণ্য আমদানি-রপ্তানি হয়। সে জায়গায় কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে না হয়, সে জন্য জেলা প্রশাসনের নজরদারি আছে, তারা রাখছেন। তারপরেও এটা জোরদার করার জন্য আমরা বলেছি।’
সাম্প্রতিক সময়ে নৌদুর্ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নে খালিদ মাহমুদ বলেন, ‘নৌখাতে দীর্ঘদিন ধরে একটা অচলায়তন, অনিয়ম হয়ে আসছে। এত বড় একটা সেক্টর, একবারে এখানে পরিবর্তন সম্ভব নয়। আমি প্রথম থেকেই বলে আসছি, নকশায় পরিবর্তন করা দরকার। শুধু কোভিড পরিস্থিতির কারণে নয়, আধুনিক যুগে এটি চলে না, এ জায়গাটায় আমরা নজর দিচ্ছি। আমাদের লক্ষ্য এই সেক্টরকে নিরাপদ করা।’
জেলা প্রশাসক (ডিসি) সম্পর্কিত আরও পড়ুন:

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।
৩৩ মিনিট আগে
হুমায়ুন কবীর বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা চুড়ান্ত করতে এনআইডি সংশোধন (কিছু সংশোধন ব্যতীত) কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আগামী ২৫ জানুয়ারি তা আবার পুরোদমে চালু করা হবে।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অতীতের জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল, এবার পাঁচজন থাকবে।
২ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচনে কমিশনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–১০ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে