নিজস্ব প্রতিবেদক

ঢাকা: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ভর্তুকির পুরো টাকা দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়। আমদানিতে বছরে ৩ হজার ৫০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। অথচ ভর্তুকি লাগে প্রায় ৭ হাজার কোটি টাকা। এটি সমন্বয় করতে পেট্রোবাংলা নিজস্ব তহবিলের টাকা খরচ করছে। পাশাপাশি দুই বছরে সরকারি কোষাগারে পেট্রোবাংলা থেকে নেওয়া হয়েছে ৮ হাজার কোটি টাকা। এসব কারণে পেট্রোবাংলা অচিরেই দেউলিয়া হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান।
আজ শনিবার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন দুটি প্রতিষ্ঠান পেট্রোবাংলা (বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন) ও বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) থেকে ১৮ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি আমরা। অথচ এলএনজি আমদানি খরচ মেটাতে বছরে ৬ থেকে ৭ হাজার কোটি টাকা লাগলেও অর্থ বিভাগ থেকে দেওয়া হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে পেট্রোবাংলা অচিরেই দেউলিয়া হয়ে যাবে।’
‘বাংলাদেশে শিল্পের ভবিষ্যৎ জ্বালানি উৎস: এলপিজি এবং এলএনজি’ শীর্ষক আলোচনায় জ্বালানি সচিব আরও জানান, করোনা মহামারির মধ্যেও ১০ কোটি ঘনফুট গ্যাস যোগ হয়েছে জাতীয় গ্রিডে। আরও গ্যাস অনুসন্ধানে কাজ করছে বাপেক্স (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড)।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মোট ব্যবহারের মাত্র এক ভাগ শিল্প-কারখানায় ব্যবহৃত হচ্ছে। এলপিজির ব্যবহার বাড়াতে সাশ্রয়ী করার কাজ চলছে উল্লেখ করে সচিব আনিছুর রহমান বলেন, প্রয়োজনে এলপিজি ব্যবসার বাধা দূর করতে আইন-নীতির পরিবর্তন করা হবে।

ঢাকা: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ভর্তুকির পুরো টাকা দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়। আমদানিতে বছরে ৩ হজার ৫০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। অথচ ভর্তুকি লাগে প্রায় ৭ হাজার কোটি টাকা। এটি সমন্বয় করতে পেট্রোবাংলা নিজস্ব তহবিলের টাকা খরচ করছে। পাশাপাশি দুই বছরে সরকারি কোষাগারে পেট্রোবাংলা থেকে নেওয়া হয়েছে ৮ হাজার কোটি টাকা। এসব কারণে পেট্রোবাংলা অচিরেই দেউলিয়া হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান।
আজ শনিবার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন দুটি প্রতিষ্ঠান পেট্রোবাংলা (বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন) ও বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) থেকে ১৮ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি আমরা। অথচ এলএনজি আমদানি খরচ মেটাতে বছরে ৬ থেকে ৭ হাজার কোটি টাকা লাগলেও অর্থ বিভাগ থেকে দেওয়া হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে পেট্রোবাংলা অচিরেই দেউলিয়া হয়ে যাবে।’
‘বাংলাদেশে শিল্পের ভবিষ্যৎ জ্বালানি উৎস: এলপিজি এবং এলএনজি’ শীর্ষক আলোচনায় জ্বালানি সচিব আরও জানান, করোনা মহামারির মধ্যেও ১০ কোটি ঘনফুট গ্যাস যোগ হয়েছে জাতীয় গ্রিডে। আরও গ্যাস অনুসন্ধানে কাজ করছে বাপেক্স (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড)।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মোট ব্যবহারের মাত্র এক ভাগ শিল্প-কারখানায় ব্যবহৃত হচ্ছে। এলপিজির ব্যবহার বাড়াতে সাশ্রয়ী করার কাজ চলছে উল্লেখ করে সচিব আনিছুর রহমান বলেন, প্রয়োজনে এলপিজি ব্যবসার বাধা দূর করতে আইন-নীতির পরিবর্তন করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে সরকার। সারা দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেকই ‘অতি গুরুত্বপূর্ণ’ ও ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১৬ মিনিট আগে
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইবুনাল আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ২০১৩ সালে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকেই প্রথম সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
২২ মিনিট আগে
ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১৪ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১৫ ঘণ্টা আগে