
নেপালের নিমা রিনজি শেরপা মাত্র ১৮ বছর পাঁচ মাস বয়সে আট হাজার মিটারে বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করেছেন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে আট হাজার মিটারের বেশি সব কয়টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম কোনো আট হাজার মিটারের চূড়ায় ওঠেন নিমা রিনজি শেরপা। আর আজ বুধবার মাউন্ট শিশাপানাংমার চূড়ায় আরোহণের মাধ্যমে আট হাজার ফুটি ১৪তম পর্বতচূড়াটি জয় করলেন তিনি।
নিমা রিনজি মাউন্ট শিশাপানাংমার চূড়ায় পৌঁছার পর অভিযানটির আয়োজক সেভেন সামিট ট্র্যাক ইনস্টাগ্রামে তাঁর এ সাফল্যের বিষয়টি ঘোষণা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘নিমা রিনজি শেরপা কেবল ১৮ বছর ৫ মাস বয়সে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়াই জয় করল। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে এটা করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তাঁর সঙ্গে ছিল পাসাং নুরবু শেরপা, সেও আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়ায় আরোহণ সম্পন্ন করেছে। চীনের স্থানীয় সময়ে আজ সকাল ৬টা ৫ মিনিটে মাউন্ট শিশাপানাংমার (৮ হাজার ২৭ মিটার বা ২৬ হাজার ৩৩৫ ফুট) চূড়ায় পৌঁছেন তিনি।’
তরুণ নিমা রিনজি এভারেস্টের চীনা অংশ দিয়ে পর্বতটি জয়ের অনুমতি পেতে অপেক্ষা করছিলেন। শেষমেশ গত সেপ্টেম্বরে অনুমতি মেলে। নিমা রিনজি ২০২২ সালের সেপ্টেম্বরে ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বত জয়ের মাধ্যমে তাঁর এই রেকর্ড গড়ার প্রথম ধাপ অতিক্রম করেন।
সেভেন সামিট ট্র্যাক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর ১০ দিনে আট হাজার ফুটি ১৪টি চূড়া জয় করেন নিমা রিনজি।
এর আগে সবচেয়ে কম বয়সে আট হাজার ফুটের উচ্চতার সব কয়টি পর্বত জয়ের রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ডেভিড শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেন।
নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের সূত্রে জানা যায়, নিমা রিনজি মানাসলু পর্বত (৮ হাজার ১৬৩ মিটার) জয় করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, মাউন্ট এভারেস্ট (৮ হাজার ৮৪৮.৮৬ মিটার) ২০২৩ সালের ২৪ মে আর নাঙ্গা পর্বত (৮ হাজার ১২৬ মিটার মিটার) জয় করেন ২০২৩ সালের ২৬ জুন।
এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তাঁর ১৩তম আট হাজারি পর্বতারোহণ।

নেপালের নিমা রিনজি শেরপা মাত্র ১৮ বছর পাঁচ মাস বয়সে আট হাজার মিটারে বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করেছেন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে আট হাজার মিটারের বেশি সব কয়টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম কোনো আট হাজার মিটারের চূড়ায় ওঠেন নিমা রিনজি শেরপা। আর আজ বুধবার মাউন্ট শিশাপানাংমার চূড়ায় আরোহণের মাধ্যমে আট হাজার ফুটি ১৪তম পর্বতচূড়াটি জয় করলেন তিনি।
নিমা রিনজি মাউন্ট শিশাপানাংমার চূড়ায় পৌঁছার পর অভিযানটির আয়োজক সেভেন সামিট ট্র্যাক ইনস্টাগ্রামে তাঁর এ সাফল্যের বিষয়টি ঘোষণা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘নিমা রিনজি শেরপা কেবল ১৮ বছর ৫ মাস বয়সে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়াই জয় করল। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে এটা করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তাঁর সঙ্গে ছিল পাসাং নুরবু শেরপা, সেও আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়ায় আরোহণ সম্পন্ন করেছে। চীনের স্থানীয় সময়ে আজ সকাল ৬টা ৫ মিনিটে মাউন্ট শিশাপানাংমার (৮ হাজার ২৭ মিটার বা ২৬ হাজার ৩৩৫ ফুট) চূড়ায় পৌঁছেন তিনি।’
তরুণ নিমা রিনজি এভারেস্টের চীনা অংশ দিয়ে পর্বতটি জয়ের অনুমতি পেতে অপেক্ষা করছিলেন। শেষমেশ গত সেপ্টেম্বরে অনুমতি মেলে। নিমা রিনজি ২০২২ সালের সেপ্টেম্বরে ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বত জয়ের মাধ্যমে তাঁর এই রেকর্ড গড়ার প্রথম ধাপ অতিক্রম করেন।
সেভেন সামিট ট্র্যাক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর ১০ দিনে আট হাজার ফুটি ১৪টি চূড়া জয় করেন নিমা রিনজি।
এর আগে সবচেয়ে কম বয়সে আট হাজার ফুটের উচ্চতার সব কয়টি পর্বত জয়ের রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ডেভিড শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেন।
নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের সূত্রে জানা যায়, নিমা রিনজি মানাসলু পর্বত (৮ হাজার ১৬৩ মিটার) জয় করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, মাউন্ট এভারেস্ট (৮ হাজার ৮৪৮.৮৬ মিটার) ২০২৩ সালের ২৪ মে আর নাঙ্গা পর্বত (৮ হাজার ১২৬ মিটার মিটার) জয় করেন ২০২৩ সালের ২৬ জুন।
এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তাঁর ১৩তম আট হাজারি পর্বতারোহণ।

জনপ্রিয় বলিউড তারকাদের কাছে নববর্ষ কখনোই শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার মতো ঘটনা নয়। তাঁদের কাছে নতুন বছর মানে নতুন শুরুর উত্তেজনা, সংকল্প ও কৃতজ্ঞতা জানানোর নতুন কোনো কারণ। বর্তমানে বলিউডে জনপ্রিয় কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ২০২৫ সালে নানাভাবে আলোচনায় ছিলেন।
১০ ঘণ্টা আগে
নতুন বছর মানে পুরোনো জীর্ণতা পেছনে ফেলে নতুন শুরুর অঙ্গীকার। সম্পর্কের ক্ষেত্রেও এ কথাটি চিরন্তন সত্য। বছরের শুরুতে আমরা অনেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত থাকি। ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, বছরের প্রথম তিন মাসে বিবাহবিচ্ছেদের আবেদন পড়ে সবচেয়ে বেশি।
১১ ঘণ্টা আগে
শীতে একবার হলেও হাঁসের মাংস খাওয়া হবে না, তা কি হয়? এত দিনেও যাঁরা হাঁসের মাংস রান্না করি করি করে রাঁধতে পারেননি, তাঁরা নতুন বছরের শুরুতে না হয় রেঁধে ফেলুন। শীতের রাতে পোলাও বা খিচুড়ির সঙ্গে অথবা রুমালি রুটি বা চালের আটার রুটি দিয়ে হাঁসের ঝাল ভুনা খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না! আপনাদের জন্য...
১৩ ঘণ্টা আগে
নিজ গ্রামের বাইরে বিয়ে করলে গুনতে হবে জরিমানা! এমন আইনের কথা কি শুনেছেন? কিংবা ধরুন বিয়ে নিবন্ধন না করে একসঙ্গে বসবাস করলেও গুনতে হবে অর্থ। আবার বিয়ের আগে গর্ভবতী হলে কিংবা বিয়ের পর ১০ মাসের কম সময়ের মধ্যে সন্তান জন্ম দিলেও গুনতে হবে জরিমানার অর্থ! ২০২৬ সালে এসে এমন আইনের কথা শুনলে...
১৫ ঘণ্টা আগে