
ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।

ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।

বছরের শুরুতেই আমরা আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন লক্ষ্য অর্জনের সংকল্প স্থির করে থাকি; যেমন বাড়তি ওজন কমানো, কোথাও ঘুরতে যাওয়া বা পরিবারকে সময় দেওয়া ইত্যাদি। এসব ব্যক্তিগত সংকল্প স্থির করলেও আমরা অনেক সময় ভুলেই যাই যে আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ আমাদের কর্মক্ষেত্রে কাটে। তাই নতুন বছরে...
১ ঘণ্টা আগে
ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
১৫ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
১৭ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১৯ ঘণ্টা আগে