নিজস্ব প্রতিবেদক

তথ্য ফাঁসের অভিযোগ ও প্রতিযোগী কোম্পানিগুলোর তৎপরতা—সবকিছু মিলিয়ে কিছুটা চাপের মধ্যে আছে অডিওভিত্তিক চ্যাটরুম অ্যাপ ক্লাবহাউস। তারপরও হঠাৎ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া কোম্পানিটি নিজেদের বিকশিত করতে নানা রকম উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে আগামী মে মাসে প্রতিষ্ঠানটির এক বছর পূর্তির সময় অ্যান্ড্রয়েড অ্যাপে চালু হতে যাচ্ছে ক্লাবহাউস।
এ সম্পর্কিত প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, টুইটার বারবার চেষ্টা চালিয়েছে ক্লাবহাউসকে অধিগ্রহণ করতে। ফার্ম সেন্সর ডেটার তথ্যমতে, জানুয়ারি পর্যন্ত অ্যাপটি ২৩ লাখ বার ডাউনলোড হয়েছে। ২০২০ সালের মে মাসে চালু হওয়া অ্যাপটির বর্তমান বাজারমূল্য এখন ১০ কোটি ডলারের বেশি। আর এতেই এর ওপর নজর পড়ে টুইটারের। এ জন্য প্রায় ৪০০ কোটি ডলার খরচ করতেও রাজি ছিল টুইটার। কিন্তু কয়েক মাস আলোচনা চললেও তা আলোর মুখ দেখেনি শেষ পর্যন্ত।
এদিকে বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে ক্লাবহাউস। আলোচিত এই অ্যাপে পাবলিক ও প্রাইভেট অডিও চ্যাটরুম রয়েছে। এতে কথোপকথন রেকর্ড করা হয় না। তবে বেশ কিছু তারকার কথাবার্তা ইউটিউবে আপলোড করা হয়েছে। অ্যাপটিতে লাইভ ডিজে পার্টি, সেলিব্রিটি টক শো ও স্পিড ডেটিংয়ের মতো অডিওভিত্তিক কার্যক্রম চালানোর সুযোগ রয়েছে। এ ছাড়া ভবিষ্যতে জনপ্রিয় ব্যবহারকারীদের ইনফ্লুয়েন্সার হিসেবে নিয়োগ দিতে চায় ক্লাবহাউস।
এদিকে শুধু আইওস সিস্টেমে ব্যবহার করা যায় বলে কিছুটা অসুবিধা হচ্ছিল ক্লাবহাউসের। কারণ, প্রতিযোগীদের মধ্যে টুইটার আইওস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্য টুইটার স্পেস নিয়ে উপস্থিত হয়েছে। টেলিগ্রাম অ্যাপ বাজারে ছাড়ছে টেলিগ্রাম ভয়েস চ্যাট ২।
নিউইয়র্ক টাইমস ও সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, নিজেদের এই সীমাবদ্ধতা কাটাতে ক্লাবহাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল ড্যাভিসন বেশ কিছু পরিকল্পনা করেছেন। এর একটি হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য ক্লাবহাউসকে উন্মোচন করা। এরই মধ্যে মাইক্রোসফটেের সঙ্গে ক্লাবহাউস যোথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পল ড্যাভিসন। ফলে ২০২১ সালের মে মাস থেকেই গুগল পিক্সেল স্মার্টফোনগুলোতে ক্লাবহাউস পাওয়া যাবে। আস্তে আস্তে মার্কেটের অন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও ক্লাবহাউস অ্যাপ পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তথ্য ফাঁসের অভিযোগ ও প্রতিযোগী কোম্পানিগুলোর তৎপরতা—সবকিছু মিলিয়ে কিছুটা চাপের মধ্যে আছে অডিওভিত্তিক চ্যাটরুম অ্যাপ ক্লাবহাউস। তারপরও হঠাৎ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া কোম্পানিটি নিজেদের বিকশিত করতে নানা রকম উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে আগামী মে মাসে প্রতিষ্ঠানটির এক বছর পূর্তির সময় অ্যান্ড্রয়েড অ্যাপে চালু হতে যাচ্ছে ক্লাবহাউস।
এ সম্পর্কিত প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, টুইটার বারবার চেষ্টা চালিয়েছে ক্লাবহাউসকে অধিগ্রহণ করতে। ফার্ম সেন্সর ডেটার তথ্যমতে, জানুয়ারি পর্যন্ত অ্যাপটি ২৩ লাখ বার ডাউনলোড হয়েছে। ২০২০ সালের মে মাসে চালু হওয়া অ্যাপটির বর্তমান বাজারমূল্য এখন ১০ কোটি ডলারের বেশি। আর এতেই এর ওপর নজর পড়ে টুইটারের। এ জন্য প্রায় ৪০০ কোটি ডলার খরচ করতেও রাজি ছিল টুইটার। কিন্তু কয়েক মাস আলোচনা চললেও তা আলোর মুখ দেখেনি শেষ পর্যন্ত।
এদিকে বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে ক্লাবহাউস। আলোচিত এই অ্যাপে পাবলিক ও প্রাইভেট অডিও চ্যাটরুম রয়েছে। এতে কথোপকথন রেকর্ড করা হয় না। তবে বেশ কিছু তারকার কথাবার্তা ইউটিউবে আপলোড করা হয়েছে। অ্যাপটিতে লাইভ ডিজে পার্টি, সেলিব্রিটি টক শো ও স্পিড ডেটিংয়ের মতো অডিওভিত্তিক কার্যক্রম চালানোর সুযোগ রয়েছে। এ ছাড়া ভবিষ্যতে জনপ্রিয় ব্যবহারকারীদের ইনফ্লুয়েন্সার হিসেবে নিয়োগ দিতে চায় ক্লাবহাউস।
এদিকে শুধু আইওস সিস্টেমে ব্যবহার করা যায় বলে কিছুটা অসুবিধা হচ্ছিল ক্লাবহাউসের। কারণ, প্রতিযোগীদের মধ্যে টুইটার আইওস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্য টুইটার স্পেস নিয়ে উপস্থিত হয়েছে। টেলিগ্রাম অ্যাপ বাজারে ছাড়ছে টেলিগ্রাম ভয়েস চ্যাট ২।
নিউইয়র্ক টাইমস ও সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, নিজেদের এই সীমাবদ্ধতা কাটাতে ক্লাবহাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল ড্যাভিসন বেশ কিছু পরিকল্পনা করেছেন। এর একটি হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য ক্লাবহাউসকে উন্মোচন করা। এরই মধ্যে মাইক্রোসফটেের সঙ্গে ক্লাবহাউস যোথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পল ড্যাভিসন। ফলে ২০২১ সালের মে মাস থেকেই গুগল পিক্সেল স্মার্টফোনগুলোতে ক্লাবহাউস পাওয়া যাবে। আস্তে আস্তে মার্কেটের অন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও ক্লাবহাউস অ্যাপ পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তারুণ্য ধরে রাখতে মরিয়া পৃথিবীর মানুষ। কোনোভাবেই তারা বৃদ্ধ হতে চায় না। তাই বিভিন্ন সম্ভাবনা নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন পৃথিবীর খ্যাতনামা বিজ্ঞানীরা। কখনো সেসব গবেষণায় মেলে সাফল্য, আবার কখনো অপেক্ষা করতে হয় আরও ব্যাপক গবেষণা ফলের জন্য। এবারও বিজ্ঞানীরা তেমনি একটি গবেষণা করছেন চকলেটের ওপর...
৪ ঘণ্টা আগে
জীবন ইতিবাচকভাবে বদলাতে জীবনধারাতেও পরিবর্তন আনা জরুরি। এই ব্যাপারটা বলিউড তারকারা কঠোরভাবে বিশ্বাস করেন। বি টাউনের আলোচিত নায়িকাদের অনেকে নতুন বছরে নিজেদের জীবনধারায় পরিবর্তন এনেছেন। তাঁরা বিশ্বাস করেন, এসব পরিবর্তন তাঁদের ভবিষ্যৎ জীবনে বেশ ইতিবাচক প্রভাব ফেলবে...
৭ ঘণ্টা আগে
শীতের দুপুরে গরম-গরম ভাতের সঙ্গে কলইশাক ভাজি খেতে দারুণ লাগে। এখন এই শাকের মৌসুম। কলইশাক শুধু খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে বহু উপকারিতা। প্রচুর আঁশ থাকায় এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তা ছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও পেশি শক্তিশালী করতে সাহায্য করে। কলইশাক রান্নার মূল ব্যাপারটা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে প্রচুর এনার্জি থাকবে, কিন্তু সেই এনার্জি অফিসের কাজে না লাগিয়ে বিরিয়ানির দোকান খুঁজতে বেশি খরচ করবেন। ব্যবসায় উন্নতির যোগ আছে, তবে চোর থেকে সাবধান! বিশেষ করে অফিসের কলম বা সহকর্মীর টিফিন চুরির অপবাদ যেন আপনার ঘাড়ে না আসে।
১১ ঘণ্টা আগে