নওরোজ চৌধুরী

ল্যাপটপ নিয়ে আগ্রহের শেষ নেই। আগ্রহীদের জন্য ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ বছর রাখছে চমক। বাজারের নতুন ল্যাপটপ এর দাম ও মডেল:
আসুস জেনবুক ১৭ ফোল্ড
আগ্রহীদের আড্ডায় এখন আলোচিত ল্যাপটপটির নাম আসুস জেনবুক ১৭ ফোল্ড। গত ৩১ আগস্ট এই ল্যাপটপ লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। শোনা যাচ্ছে ৩ হাজার ৪৯৯ ডলারের এ ল্যাপটপটি বাংলাদেশের বাজারে পাওয়া যেতে পারে এ বছরের শেষের দিকে। দেশের বাজারে এর দাম হতে পারে ৩ লাখ ৯২ হাজার টাকা। এই অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ল্যাপটপে ১৭ দশমিক ৩ ইঞ্চির ফোল্ডেবল ওলেড টাচস্ক্রিন রয়েছে। ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই ৭ প্রসেসরের এই ল্যাপটপ নিয়ে নির্মাতাপ্রতিষ্ঠান দাবি করেছে, এর ডিসপ্লেটি ৫০০ নিট পিক ব্রাইটনেস ও ডিসিআই-পি৩ কালার গামুটের ১০০ শতাংশ কাভারেজ দেবে। আর গ্রাফিকসের জন্য ইন্টেল আইরিশ এক্সই জিপিইউটির সঙ্গে যুক্ত রয়েছে।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ১৬ গিগাবাইট র্যাম সুবিধার আসুস জেনবুক ১৭ ফোল্ড ল্যাপটপটির ধারণক্ষমতা এক টেরাবাইট। এই ল্যাপটপে কোনো কিবোর্ড নেই। স্পর্শনির্ভর-সুবিধা থাকায় সহজে বিভিন্ন কাজ করা যাবে। কোনো কিছু লিখতে হলে ব্যবহার করতে হবে ভার্চুয়াল কিবোর্ড। তবে চাইলে ব্লুটুথ প্রযুক্তির কিবোর্ডও ব্যবহার করা যাবে। ৭৫ ওয়াট আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে। স্ক্রিন ফোল্ড করা থাকলে সাড়ে নয় ঘণ্টা পর্যন্ত এবং খোলা থাকলে সাড়ে আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। ল্যাপটপটিতে থ্রি-ডি নয়েজ রেডিয়েশন, আইআর ফাংশনসহ একটি ৫ মেগাপিক্সেলের এআই ক্যামেরা আছে।
আসুস এক্সপার্ট বুক বি৬
এ মাসের শেষে বা আগামী অক্টোবর মাসে বাজারে আসছে আসুস এক্সপার্ট বুক বি৬ ল্যাপটপ। ১ হাজার ৬৯৯ ডলারের এ ল্যাপটপটি বাংলাদেশের বাজারে কেনা যাবে ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে। ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই ৭ প্রসেসরের এই ল্যাপটপ চলবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। ৮ গিগাবাইট র্যাম সুবিধার ল্যাপটপটির ধারণক্ষমতা ৫১২ জিবি।
গ্যালাক্সি বুক ৩ আলট্রা
এ বছরের শেষে স্যামসাং বাজারে আনবে স্যামসাং গ্যালাক্সি বুক ৩ আলট্রা ল্যাপটপ। ১২ প্রজন্মের কোর আই ৭ প্রসেসরের এই ল্যাপটপ চালাতে দরকার হবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। ১৬ গিগাবাইট র্যাম-সুবিধার ল্যাপটপটি ৫১২ জিবি ধারণক্ষমতাসম্পন্ন। এ ল্যাপটপটিতে ওয়াই-ফাই ৬-ই সাপোর্ট থাকবে।
ম্যাকবুক প্রো-১৪
অ্যাপল যাঁদের ভরসার জায়গা, এ বছর তাঁদের জন্যও সুখবর আছে। অ্যাপল ম্যাকবুক প্রো-১৪ আসছে এ বছরের শেষের দিকে। ইন্টেলের ১১ প্রজন্মের কোর আই ৫ প্রসেসরের এই ল্যাপটপের বাংলাদেশে দাম হতে পারে ২ লাখ টাকার কাছাকাছি।
লেনেভো থিংক প্যাড এক্স১ ফোল্ড জেন ২
লেনেভো থিংক প্যাড এক্স১ ফোল্ড জেন ২ আসছে বাজারে। এই ল্যাপটপে ১৬ দশমিক ৩ ইঞ্চির একটি প্রাথমিক ফোল্ডেবল ও এলইডি ডিসপ্লে প্যানেল আছে। আর এই ডিসপ্লেকে ভাঁজ করা হলে স্ক্রিনের আকার কমে ১২ ইঞ্চি হয়ে যাবে বলে দাবি করেছে ল্যাপটপের নির্মাতাপ্রতিষ্ঠান। অন্যান্য ফিচারের ক্ষেত্রে এতে ১২তম প্রজন্মের ইন্টেল কোর ইউ৯, আই৫ ও আই৭ প্রসেসর, ৩২ জিবি পর্যন্ত র্যাম, ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ, ৫-জি কানেকটিভিটি এবং একটি ফুল-সাইজ ব্যাকলিট ব্লুটুথ কিবোর্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া অন-সেল টাচ স্টাইলাসের সাপোর্ট এবং অপশোনাল ইন্টেল ভিজ্যুয়াল সেন্স কন্ট্রোলারসহ ভিডিও কনফারেন্সের জন্য একটি ৫-মেগাপিক্সেলের আইআর ওয়েবক্যামও পাওয়া যাবে সঙ্গে। বাংলাদেশের বাজারে দাম অনুমান করা হচ্ছে ১ লাখ ১৫ হাজার টাকার কাছাকাছি।
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:

ল্যাপটপ নিয়ে আগ্রহের শেষ নেই। আগ্রহীদের জন্য ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ বছর রাখছে চমক। বাজারের নতুন ল্যাপটপ এর দাম ও মডেল:
আসুস জেনবুক ১৭ ফোল্ড
আগ্রহীদের আড্ডায় এখন আলোচিত ল্যাপটপটির নাম আসুস জেনবুক ১৭ ফোল্ড। গত ৩১ আগস্ট এই ল্যাপটপ লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। শোনা যাচ্ছে ৩ হাজার ৪৯৯ ডলারের এ ল্যাপটপটি বাংলাদেশের বাজারে পাওয়া যেতে পারে এ বছরের শেষের দিকে। দেশের বাজারে এর দাম হতে পারে ৩ লাখ ৯২ হাজার টাকা। এই অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ল্যাপটপে ১৭ দশমিক ৩ ইঞ্চির ফোল্ডেবল ওলেড টাচস্ক্রিন রয়েছে। ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই ৭ প্রসেসরের এই ল্যাপটপ নিয়ে নির্মাতাপ্রতিষ্ঠান দাবি করেছে, এর ডিসপ্লেটি ৫০০ নিট পিক ব্রাইটনেস ও ডিসিআই-পি৩ কালার গামুটের ১০০ শতাংশ কাভারেজ দেবে। আর গ্রাফিকসের জন্য ইন্টেল আইরিশ এক্সই জিপিইউটির সঙ্গে যুক্ত রয়েছে।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ১৬ গিগাবাইট র্যাম সুবিধার আসুস জেনবুক ১৭ ফোল্ড ল্যাপটপটির ধারণক্ষমতা এক টেরাবাইট। এই ল্যাপটপে কোনো কিবোর্ড নেই। স্পর্শনির্ভর-সুবিধা থাকায় সহজে বিভিন্ন কাজ করা যাবে। কোনো কিছু লিখতে হলে ব্যবহার করতে হবে ভার্চুয়াল কিবোর্ড। তবে চাইলে ব্লুটুথ প্রযুক্তির কিবোর্ডও ব্যবহার করা যাবে। ৭৫ ওয়াট আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে। স্ক্রিন ফোল্ড করা থাকলে সাড়ে নয় ঘণ্টা পর্যন্ত এবং খোলা থাকলে সাড়ে আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। ল্যাপটপটিতে থ্রি-ডি নয়েজ রেডিয়েশন, আইআর ফাংশনসহ একটি ৫ মেগাপিক্সেলের এআই ক্যামেরা আছে।
আসুস এক্সপার্ট বুক বি৬
এ মাসের শেষে বা আগামী অক্টোবর মাসে বাজারে আসছে আসুস এক্সপার্ট বুক বি৬ ল্যাপটপ। ১ হাজার ৬৯৯ ডলারের এ ল্যাপটপটি বাংলাদেশের বাজারে কেনা যাবে ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে। ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই ৭ প্রসেসরের এই ল্যাপটপ চলবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। ৮ গিগাবাইট র্যাম সুবিধার ল্যাপটপটির ধারণক্ষমতা ৫১২ জিবি।
গ্যালাক্সি বুক ৩ আলট্রা
এ বছরের শেষে স্যামসাং বাজারে আনবে স্যামসাং গ্যালাক্সি বুক ৩ আলট্রা ল্যাপটপ। ১২ প্রজন্মের কোর আই ৭ প্রসেসরের এই ল্যাপটপ চালাতে দরকার হবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। ১৬ গিগাবাইট র্যাম-সুবিধার ল্যাপটপটি ৫১২ জিবি ধারণক্ষমতাসম্পন্ন। এ ল্যাপটপটিতে ওয়াই-ফাই ৬-ই সাপোর্ট থাকবে।
ম্যাকবুক প্রো-১৪
অ্যাপল যাঁদের ভরসার জায়গা, এ বছর তাঁদের জন্যও সুখবর আছে। অ্যাপল ম্যাকবুক প্রো-১৪ আসছে এ বছরের শেষের দিকে। ইন্টেলের ১১ প্রজন্মের কোর আই ৫ প্রসেসরের এই ল্যাপটপের বাংলাদেশে দাম হতে পারে ২ লাখ টাকার কাছাকাছি।
লেনেভো থিংক প্যাড এক্স১ ফোল্ড জেন ২
লেনেভো থিংক প্যাড এক্স১ ফোল্ড জেন ২ আসছে বাজারে। এই ল্যাপটপে ১৬ দশমিক ৩ ইঞ্চির একটি প্রাথমিক ফোল্ডেবল ও এলইডি ডিসপ্লে প্যানেল আছে। আর এই ডিসপ্লেকে ভাঁজ করা হলে স্ক্রিনের আকার কমে ১২ ইঞ্চি হয়ে যাবে বলে দাবি করেছে ল্যাপটপের নির্মাতাপ্রতিষ্ঠান। অন্যান্য ফিচারের ক্ষেত্রে এতে ১২তম প্রজন্মের ইন্টেল কোর ইউ৯, আই৫ ও আই৭ প্রসেসর, ৩২ জিবি পর্যন্ত র্যাম, ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ, ৫-জি কানেকটিভিটি এবং একটি ফুল-সাইজ ব্যাকলিট ব্লুটুথ কিবোর্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া অন-সেল টাচ স্টাইলাসের সাপোর্ট এবং অপশোনাল ইন্টেল ভিজ্যুয়াল সেন্স কন্ট্রোলারসহ ভিডিও কনফারেন্সের জন্য একটি ৫-মেগাপিক্সেলের আইআর ওয়েবক্যামও পাওয়া যাবে সঙ্গে। বাংলাদেশের বাজারে দাম অনুমান করা হচ্ছে ১ লাখ ১৫ হাজার টাকার কাছাকাছি।
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
১৪ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
১৬ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১৮ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
২০ ঘণ্টা আগে