আজকের পত্রিকা ডেস্ক

বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
আউটডোর ব্যবহারের উপযোগী করে স্মার্টফোনটির স্থায়িত্ব ও পারফরম্যান্স বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কারণ, এতে রয়েছে আইপি ৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মিলিটারি-গ্রেড ড্রপ প্রোটেকশন এবং ফ্ল্যাগশিপ লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যার সমন্বয়ে ডিভাইসটি নিশ্চিত করে এই সেগমেন্টে সর্বোচ্চ মানের স্মার্টফোনের অভিজ্ঞতা।
এই ধরনের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ক্ষেত্রে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। তবে পানি ও ধুলা থেকে সুরক্ষা দিতে অপো এ৫ এক্সে রয়েছে আইপি ৬৫।
এ ছাড়া, সূর্যের তীব্র আলোতেও যেন স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়, এ জন্য অপো এ৫ এক্সে যুক্ত করা হয়েছে আউটডোর মোড। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন, তাঁদের জন্য এটি একটি উপযুক্ত স্মার্টফোন।
অপো এ৫ এক্সের টেকসই নির্মাণও বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে রয়েছে ১৪-স্টার সার্টিফিকেশনসহ মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স—যা ডিভাইসটিকে দেয় অতিরিক্ত সুরক্ষা ও স্থায়িত্ব। এই দামের মধ্যে এমন সব প্রিমিয়াম সুরক্ষা পাওয়া যায়, যা সাধারণত এই রেঞ্জের ফোনে খুব একটা দেখা যায় না।
ফোনটির ক্যামেরাও বেশ দুর্দান্ত। এর পেছনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের এবং সামনের সেলফি ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর।
আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০-নিট ব্রাইটনেসের ৬ দশমিক ৬৭-ইঞ্চি ডিসপ্লে। ফলে ব্যবহারকারীরা প্রাণবন্ত ও উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা পায়।
স্মার্টফোনটকে ফোনটিকে দ্রুত ও নিরাপদভাবে আনলক করার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০ শতাংশ আলট্রা ভলিউম মোড। এই সবকিছু প্যাক করা আছে ৭ দশমিক ৯৯ এমএম স্লিম বডিতে যার ওজন মাত্র ১৯৩ গ্রাম। তাই ফোনটি আরামদায়কভাবে ও সহজেই মুঠোবন্দী করা যায়।
এসব আধুনিক ফিচার সমন্বিত ডিভাইসটি পুরুত্ব মাত্র ৭ দশমিক ৯৯ মিলিমিটার। এর ওজন মাত্র ১৯৩ গ্রাম। ফলে ফোনটি সহজেই মুঠোবন্দী করা যায় এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলেও থাকে আরামদায়ক।
স্মার্টফোনটি দুটি বাহারি রঙে পাওয়া যাবে—লেজার হোয়াইট এবং মিডনাইট ব্লু।
আজ (১৫ মে) থেকেই অপো এ৫ এক্স (৪ জিবি+৬৪ জিবি) ফোনটি প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকেরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি, এক মাসের বঙ্গ সাবস্ক্রিপশন অথবা নিশ্চিতভাবে কম্বো গিফট বক্স।
বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ ও অপো বাংলাদেশের ওয়েবসাইটে ভিজিট করুন।

বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
আউটডোর ব্যবহারের উপযোগী করে স্মার্টফোনটির স্থায়িত্ব ও পারফরম্যান্স বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কারণ, এতে রয়েছে আইপি ৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মিলিটারি-গ্রেড ড্রপ প্রোটেকশন এবং ফ্ল্যাগশিপ লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যার সমন্বয়ে ডিভাইসটি নিশ্চিত করে এই সেগমেন্টে সর্বোচ্চ মানের স্মার্টফোনের অভিজ্ঞতা।
এই ধরনের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ক্ষেত্রে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। তবে পানি ও ধুলা থেকে সুরক্ষা দিতে অপো এ৫ এক্সে রয়েছে আইপি ৬৫।
এ ছাড়া, সূর্যের তীব্র আলোতেও যেন স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়, এ জন্য অপো এ৫ এক্সে যুক্ত করা হয়েছে আউটডোর মোড। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন, তাঁদের জন্য এটি একটি উপযুক্ত স্মার্টফোন।
অপো এ৫ এক্সের টেকসই নির্মাণও বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে রয়েছে ১৪-স্টার সার্টিফিকেশনসহ মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স—যা ডিভাইসটিকে দেয় অতিরিক্ত সুরক্ষা ও স্থায়িত্ব। এই দামের মধ্যে এমন সব প্রিমিয়াম সুরক্ষা পাওয়া যায়, যা সাধারণত এই রেঞ্জের ফোনে খুব একটা দেখা যায় না।
ফোনটির ক্যামেরাও বেশ দুর্দান্ত। এর পেছনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের এবং সামনের সেলফি ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর।
আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০-নিট ব্রাইটনেসের ৬ দশমিক ৬৭-ইঞ্চি ডিসপ্লে। ফলে ব্যবহারকারীরা প্রাণবন্ত ও উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা পায়।
স্মার্টফোনটকে ফোনটিকে দ্রুত ও নিরাপদভাবে আনলক করার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০ শতাংশ আলট্রা ভলিউম মোড। এই সবকিছু প্যাক করা আছে ৭ দশমিক ৯৯ এমএম স্লিম বডিতে যার ওজন মাত্র ১৯৩ গ্রাম। তাই ফোনটি আরামদায়কভাবে ও সহজেই মুঠোবন্দী করা যায়।
এসব আধুনিক ফিচার সমন্বিত ডিভাইসটি পুরুত্ব মাত্র ৭ দশমিক ৯৯ মিলিমিটার। এর ওজন মাত্র ১৯৩ গ্রাম। ফলে ফোনটি সহজেই মুঠোবন্দী করা যায় এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলেও থাকে আরামদায়ক।
স্মার্টফোনটি দুটি বাহারি রঙে পাওয়া যাবে—লেজার হোয়াইট এবং মিডনাইট ব্লু।
আজ (১৫ মে) থেকেই অপো এ৫ এক্স (৪ জিবি+৬৪ জিবি) ফোনটি প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকেরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি, এক মাসের বঙ্গ সাবস্ক্রিপশন অথবা নিশ্চিতভাবে কম্বো গিফট বক্স।
বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ ও অপো বাংলাদেশের ওয়েবসাইটে ভিজিট করুন।

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
৩ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
৫ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
৭ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
৯ ঘণ্টা আগে