
অ্যামাজনের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এনথ্রোপিকে বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। এই প্রযুক্তি জায়ান্ট ২০০ কোটি ডলার বিনিয়োগ করছে বলে এক মুখপাত্র জানিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ইতিমধ্যেই ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে গুগল।
বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআইকে তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চাচ্ছে। মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করতে সাহায্য করবে গুগলের এই নতুন বিনিয়োগ। কারণ চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইতে বিনিয়োগ করছে মাইক্রোসফট।
আবার এআইভিত্তিক ক্লাউড পরিসেবার সঙ্গে প্রতিযোগিতা করতে গত সেপ্টেম্বরে স্টার্টআপ কোম্পানি এনথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দেয় অ্যামাজন।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই সপ্তাহে অ্যামাজনের ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এনথ্রোপিকের কিছু শেয়ারের জন্য ১২৫ কোটি ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। এনথ্রোপিকে ২৭৫ কোটি ডলার পর্যন্ত দ্বিতীয় ভাগে বিনিয়োগ করতে পারে অ্যামাজন। তবে ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত এই বিনিয়োগের মেয়াদ থাকবে।
গুগল ও অ্যামাজন এসব বিনিয়োগ নিয়ে কোনো মন্তব্য করেনি। ওয়াল স্ট্রিট জার্নাল আগেই এনথ্রোপিকের সঙ্গে গুগলের এই চুক্তির তথ্য এক প্রতিবেদনে প্রকাশ করেছে।
এই প্রযুক্তির মাধ্যমে শিল্পে নতুন মাত্রা যুক্ত করতে চাচ্ছে ক্লাউড কোম্পানিগুলো। এআইভিত্তিক স্টার্টআপগুলোতে বিনিয়োগের ক্রমবর্ধমান সংখ্যা তা প্রমাণ করে।
ওপেনএআইয়ের সাবেক নির্বাহী ও ভাইবোন দারিও এবং ড্যানিয়েলা আমোদেই এনথ্রপিকের যৌথ–প্রতিষ্ঠাতা। ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে স্টার্টআপটি নিজেদের সম্পদ বৃদ্ধিতে চেষ্টা করছে।
কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় ২৭০ কোটি ডলার সংগ্রহ করেছে। এ বছরের মে মাসে এনথ্রোপিকের সম্পদমূল্য ছিল ৫০০ কোটি ডলার এবং তহবিলে ৪৫ কোটি ডলার সংরক্ষিত ছিল।
চ্যাটবট ‘ক্লদ ২’ ভার্সনের জন্য প্রথম সাবস্ক্রিপশন চালু করে এনথ্রোপিক। ‘ক্লদ-নেক্সট’ নামে এর চেয়ে ১০ গুণ শক্তিশালী চ্যাটবট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।

অ্যামাজনের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এনথ্রোপিকে বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। এই প্রযুক্তি জায়ান্ট ২০০ কোটি ডলার বিনিয়োগ করছে বলে এক মুখপাত্র জানিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ইতিমধ্যেই ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে গুগল।
বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআইকে তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চাচ্ছে। মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করতে সাহায্য করবে গুগলের এই নতুন বিনিয়োগ। কারণ চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইতে বিনিয়োগ করছে মাইক্রোসফট।
আবার এআইভিত্তিক ক্লাউড পরিসেবার সঙ্গে প্রতিযোগিতা করতে গত সেপ্টেম্বরে স্টার্টআপ কোম্পানি এনথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দেয় অ্যামাজন।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই সপ্তাহে অ্যামাজনের ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এনথ্রোপিকের কিছু শেয়ারের জন্য ১২৫ কোটি ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। এনথ্রোপিকে ২৭৫ কোটি ডলার পর্যন্ত দ্বিতীয় ভাগে বিনিয়োগ করতে পারে অ্যামাজন। তবে ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত এই বিনিয়োগের মেয়াদ থাকবে।
গুগল ও অ্যামাজন এসব বিনিয়োগ নিয়ে কোনো মন্তব্য করেনি। ওয়াল স্ট্রিট জার্নাল আগেই এনথ্রোপিকের সঙ্গে গুগলের এই চুক্তির তথ্য এক প্রতিবেদনে প্রকাশ করেছে।
এই প্রযুক্তির মাধ্যমে শিল্পে নতুন মাত্রা যুক্ত করতে চাচ্ছে ক্লাউড কোম্পানিগুলো। এআইভিত্তিক স্টার্টআপগুলোতে বিনিয়োগের ক্রমবর্ধমান সংখ্যা তা প্রমাণ করে।
ওপেনএআইয়ের সাবেক নির্বাহী ও ভাইবোন দারিও এবং ড্যানিয়েলা আমোদেই এনথ্রপিকের যৌথ–প্রতিষ্ঠাতা। ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে স্টার্টআপটি নিজেদের সম্পদ বৃদ্ধিতে চেষ্টা করছে।
কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় ২৭০ কোটি ডলার সংগ্রহ করেছে। এ বছরের মে মাসে এনথ্রোপিকের সম্পদমূল্য ছিল ৫০০ কোটি ডলার এবং তহবিলে ৪৫ কোটি ডলার সংরক্ষিত ছিল।
চ্যাটবট ‘ক্লদ ২’ ভার্সনের জন্য প্রথম সাবস্ক্রিপশন চালু করে এনথ্রোপিক। ‘ক্লদ-নেক্সট’ নামে এর চেয়ে ১০ গুণ শক্তিশালী চ্যাটবট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
৯ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
১০ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
১১ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১৩ ঘণ্টা আগে