মোশারফ হোসেন

গত শুক্রবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত নিউইয়র্ক ফ্যাশন উইক। আগামী বছরের বসন্ত ও গ্রীষ্মকে কেন্দ্র করে এবারের আয়োজনে অংশ নিচ্ছে ৭০ জনের বেশি ডিজাইনার। ক্ল্যাসিক রাল্ফ লরেন, ক্যারোলিনা হেরেরার সঙ্গে থাকছে পালোমো স্পেন এবং লাকুয়ান স্মিথের মতো উদ্ভাবনী ব্র্যান্ডের প্রদর্শনী।
সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবার বেশ কিছু রানওয়ে শো প্রথম দিনের আগেই অনুষ্ঠিত হয়। যেমন—কোচ, ভিক্টোরিয়াস সিক্রেট, প্রিটি লিটল থিং ইত্যাদি। এই ফ্যাশন উইকের মূল আয়োজন চলবে ছয় দিন ধরে। চার বছর পর এবারের নিউইয়র্ক ফ্যাশন উইকে দেখা মিলেছে তারকা ফ্যাশন হাউস রাল্ফ লরেনের। এই ব্র্যান্ডের ডেনিম বিশ্ববিখ্যাত।
তবে পুঁতি ও সূচিকর্মের তৈরি জামা বা ফুলেল স্কার্টের মতো পোশাকের দিকে নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। লরেন আধুনিক, সাহসী, রোমান্টিক ও প্রাণবন্ত নারীদের জন্য উজ্জ্বল রঙের মার্জিত এবং পরিশীলিত পোশাক দিয়ে নতুন করে পরিচিত হতে চায়। এবার আয়োজনে সোনালি রঙের রাল্ফ লরেনের পোশাকে রানওয়ে মাতিয়ে রাখেন মডেল ক্রিস্ট টার্লিংটন এবং অভিনেত্রী রবিন রাইট ও অ্যামান্ডা সেফ্রিড। এদিকে দীর্ঘ বিরতির পর ফিরছে জোনাথান কোহেন ও ৩.১ ফিলিপ লিম।
মডেল ও তারকাদের উপস্থিতি
নিউইয়র্ক ফ্যাশন উইকে মডেল জিজি হাদিদ ভিক্টোরিয়াস সিক্রেটের উজ্জ্বল হলুদ জামার সঙ্গে কালো হিল ও ঠোঁটে ন্য়ুড লিপস্টিক পরেন। সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজকে দেখা যায় পাশ্চাত্য ধাঁচের পোশাকে।
এর মধ্যে ছিল ফ্রিঞ্জ সোয়েট জ্যাকেট, গয়না, স্নেকস্কিন বুট। ‘দ্য সামার আই টার্নড প্রিটি’ সিরিজের অভিনেত্রী লোলা টাংও আলো ছড়িয়েছেন নিউইয়র্ক ফ্যাশন উইকের উদ্বোধনী দিনে। তাঁর ডাইনোসর চোকার, ভিন্ন ধরনের দুই কানের দুল এবং ঝকঝকে ও স্ট্র্যাপি ছোট্ট কালো পোশাকে মাত হয়েছেন অনেকে।
সূত্র: দ্য ন্যাশনাল নিউজ ও ইয়াহু
ছবি: সংগৃহীত

গত শুক্রবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত নিউইয়র্ক ফ্যাশন উইক। আগামী বছরের বসন্ত ও গ্রীষ্মকে কেন্দ্র করে এবারের আয়োজনে অংশ নিচ্ছে ৭০ জনের বেশি ডিজাইনার। ক্ল্যাসিক রাল্ফ লরেন, ক্যারোলিনা হেরেরার সঙ্গে থাকছে পালোমো স্পেন এবং লাকুয়ান স্মিথের মতো উদ্ভাবনী ব্র্যান্ডের প্রদর্শনী।
সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবার বেশ কিছু রানওয়ে শো প্রথম দিনের আগেই অনুষ্ঠিত হয়। যেমন—কোচ, ভিক্টোরিয়াস সিক্রেট, প্রিটি লিটল থিং ইত্যাদি। এই ফ্যাশন উইকের মূল আয়োজন চলবে ছয় দিন ধরে। চার বছর পর এবারের নিউইয়র্ক ফ্যাশন উইকে দেখা মিলেছে তারকা ফ্যাশন হাউস রাল্ফ লরেনের। এই ব্র্যান্ডের ডেনিম বিশ্ববিখ্যাত।
তবে পুঁতি ও সূচিকর্মের তৈরি জামা বা ফুলেল স্কার্টের মতো পোশাকের দিকে নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। লরেন আধুনিক, সাহসী, রোমান্টিক ও প্রাণবন্ত নারীদের জন্য উজ্জ্বল রঙের মার্জিত এবং পরিশীলিত পোশাক দিয়ে নতুন করে পরিচিত হতে চায়। এবার আয়োজনে সোনালি রঙের রাল্ফ লরেনের পোশাকে রানওয়ে মাতিয়ে রাখেন মডেল ক্রিস্ট টার্লিংটন এবং অভিনেত্রী রবিন রাইট ও অ্যামান্ডা সেফ্রিড। এদিকে দীর্ঘ বিরতির পর ফিরছে জোনাথান কোহেন ও ৩.১ ফিলিপ লিম।
মডেল ও তারকাদের উপস্থিতি
নিউইয়র্ক ফ্যাশন উইকে মডেল জিজি হাদিদ ভিক্টোরিয়াস সিক্রেটের উজ্জ্বল হলুদ জামার সঙ্গে কালো হিল ও ঠোঁটে ন্য়ুড লিপস্টিক পরেন। সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজকে দেখা যায় পাশ্চাত্য ধাঁচের পোশাকে।
এর মধ্যে ছিল ফ্রিঞ্জ সোয়েট জ্যাকেট, গয়না, স্নেকস্কিন বুট। ‘দ্য সামার আই টার্নড প্রিটি’ সিরিজের অভিনেত্রী লোলা টাংও আলো ছড়িয়েছেন নিউইয়র্ক ফ্যাশন উইকের উদ্বোধনী দিনে। তাঁর ডাইনোসর চোকার, ভিন্ন ধরনের দুই কানের দুল এবং ঝকঝকে ও স্ট্র্যাপি ছোট্ট কালো পোশাকে মাত হয়েছেন অনেকে।
সূত্র: দ্য ন্যাশনাল নিউজ ও ইয়াহু
ছবি: সংগৃহীত

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
৭ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
১৩ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১৫ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১৯ ঘণ্টা আগে