ফিচার ডেস্ক

কিপটেমি আর সচেতনভাবে খরচ করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে যাচাই-বাছাই করে কেনাকাটা পছন্দ করেন। এটা দেখে আশপাশের লোকজন তাঁকে কিপটে বলে তকমা দেন। সচেতনভাবে কেনাকাটা করা শুধু অর্থ সঞ্চয়ে সহায়ক নয়; বরং এটি পরিবেশ সুরক্ষিত রাখতে এবং আরও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আর এ যুগে তো কেনাকাটা চলে এসেছে হাতের মুঠোয়। তাই বেড়ে গেছে অনলাইন শপিং। আকর্ষণীয় অফার আর বিজ্ঞাপনের চমক দেখে অনেক কিছু অর্ডার করে ফেলেন। সেগুলোর বেশির ভাগই পরে আর ব্যবহার করা হয় না।
এই প্রবণতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং পরিবেশের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই সচেতনভাবে কেনাকাটা করা গুরুত্বপূর্ণ। অনলাইন কেনাকাটায় যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে—
পণ্যের প্রয়োজনীয়তা যাচাই
অনলাইন কেনাকাটা করার আগে প্রয়োজনীয় আইটেমগুলোর তালিকা তৈরি করে সেটা অনুসরণ করা উচিত। কেনাকাটা করার আগে ঠিক করে নিতে হবে, পণ্যটির প্রয়োজনীয়তা আসলে কতটুকু। অনেক সময় প্রলোভিত হয়ে অনেকে অর্ডার দিয়ে ফেলেন। তার আগে বরং পণ্যটি নিয়ে ভাবুন। তাহলেই পরিষ্কার হবে এর প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা। পণ্যটি যদি বর্তমান বা ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত না হয়, তবে সেটি কেনা থেকে বিরত থাকুন।
বাজেট নির্ধারণ
অনলাইন কেনাকাটা করতে গিয়ে অনেকে বাজেটের বাইরে চলে যান। তাই কেনাকাটা শুরুর আগে একটি বাজেট তৈরি করে ফেলুন। সেই বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। বিষয়টি অপ্রয়োজনীয় পণ্য কেনার ভুল থেকে রক্ষা করবে।
অল্প অল্প করে জিনিস কেনা
অনলাইন কেনাকাটা করতে গিয়ে একসঙ্গে অনেক পণ্য কিনে ফেললে তা কার্যকর পদক্ষেপ না-ও হতে পারে। তাই প্রয়োজনীয় সামগ্রীগুলো অল্প অল্প করে কিনতে হবে। এতে বোঝা যায়, পণ্যটি ব্যবহারিক কি না।
সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী পণ্য নির্বাচন
যতটা সম্ভব পারা যায় এমন পণ্য বেছে নিতে হবে, যা দীর্ঘস্থায়ী ও টেকসই। একবার কিনে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এমন জিনিস কিনলে ভবিষ্যতে আর কিনতে হবে না। এ ব্যাপারে অর্থ সঞ্চয়ে সহায়ক ভূমিকা পালন করে।
পণ্যের রিভিউ পড়ুন
যেকোনো পণ্য কেনার আগে সেটির রিভিউ ও রেটিং দেখে নিন। এতে পণ্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। অন্য গ্রাহকদের অভিজ্ঞতা পণ্যের গুণমান সম্পর্কে ধারণা দেয়। এটি ভুল পণ্য কেনার ঝুঁকি কমায়।
ডিসকাউন্ট বা অফার যাচাই
অনলাইন শপিং সাইটগুলো প্রায়ই আকর্ষণীয় ডিসকাউন্ট বা অফারের প্রলোভন দেখায়। কিন্তু সব সময় এই অফারগুলো পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারে না। একটি অফার চেক করার আগে পণ্যের মান যাচাই করতে হবে। এর উপকার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কিনতে হবে।
রিটার্ন পলিসি চেক করুন
অনলাইন কেনাকাটা করার সময় রিটার্ন পলিসি বা ফেরত নীতিটি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পণ্যটি পছন্দ না হয় কিংবা এটি প্রয়োজনের সঙ্গে না মেলে, তাহলে ফেরত বা পরিবর্তনের সুযোগ রয়েছে কি না, আগে থেকে তা জেনে নিতে হবে।

কিপটেমি আর সচেতনভাবে খরচ করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে যাচাই-বাছাই করে কেনাকাটা পছন্দ করেন। এটা দেখে আশপাশের লোকজন তাঁকে কিপটে বলে তকমা দেন। সচেতনভাবে কেনাকাটা করা শুধু অর্থ সঞ্চয়ে সহায়ক নয়; বরং এটি পরিবেশ সুরক্ষিত রাখতে এবং আরও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আর এ যুগে তো কেনাকাটা চলে এসেছে হাতের মুঠোয়। তাই বেড়ে গেছে অনলাইন শপিং। আকর্ষণীয় অফার আর বিজ্ঞাপনের চমক দেখে অনেক কিছু অর্ডার করে ফেলেন। সেগুলোর বেশির ভাগই পরে আর ব্যবহার করা হয় না।
এই প্রবণতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং পরিবেশের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই সচেতনভাবে কেনাকাটা করা গুরুত্বপূর্ণ। অনলাইন কেনাকাটায় যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে—
পণ্যের প্রয়োজনীয়তা যাচাই
অনলাইন কেনাকাটা করার আগে প্রয়োজনীয় আইটেমগুলোর তালিকা তৈরি করে সেটা অনুসরণ করা উচিত। কেনাকাটা করার আগে ঠিক করে নিতে হবে, পণ্যটির প্রয়োজনীয়তা আসলে কতটুকু। অনেক সময় প্রলোভিত হয়ে অনেকে অর্ডার দিয়ে ফেলেন। তার আগে বরং পণ্যটি নিয়ে ভাবুন। তাহলেই পরিষ্কার হবে এর প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা। পণ্যটি যদি বর্তমান বা ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত না হয়, তবে সেটি কেনা থেকে বিরত থাকুন।
বাজেট নির্ধারণ
অনলাইন কেনাকাটা করতে গিয়ে অনেকে বাজেটের বাইরে চলে যান। তাই কেনাকাটা শুরুর আগে একটি বাজেট তৈরি করে ফেলুন। সেই বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। বিষয়টি অপ্রয়োজনীয় পণ্য কেনার ভুল থেকে রক্ষা করবে।
অল্প অল্প করে জিনিস কেনা
অনলাইন কেনাকাটা করতে গিয়ে একসঙ্গে অনেক পণ্য কিনে ফেললে তা কার্যকর পদক্ষেপ না-ও হতে পারে। তাই প্রয়োজনীয় সামগ্রীগুলো অল্প অল্প করে কিনতে হবে। এতে বোঝা যায়, পণ্যটি ব্যবহারিক কি না।
সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী পণ্য নির্বাচন
যতটা সম্ভব পারা যায় এমন পণ্য বেছে নিতে হবে, যা দীর্ঘস্থায়ী ও টেকসই। একবার কিনে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এমন জিনিস কিনলে ভবিষ্যতে আর কিনতে হবে না। এ ব্যাপারে অর্থ সঞ্চয়ে সহায়ক ভূমিকা পালন করে।
পণ্যের রিভিউ পড়ুন
যেকোনো পণ্য কেনার আগে সেটির রিভিউ ও রেটিং দেখে নিন। এতে পণ্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। অন্য গ্রাহকদের অভিজ্ঞতা পণ্যের গুণমান সম্পর্কে ধারণা দেয়। এটি ভুল পণ্য কেনার ঝুঁকি কমায়।
ডিসকাউন্ট বা অফার যাচাই
অনলাইন শপিং সাইটগুলো প্রায়ই আকর্ষণীয় ডিসকাউন্ট বা অফারের প্রলোভন দেখায়। কিন্তু সব সময় এই অফারগুলো পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারে না। একটি অফার চেক করার আগে পণ্যের মান যাচাই করতে হবে। এর উপকার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কিনতে হবে।
রিটার্ন পলিসি চেক করুন
অনলাইন কেনাকাটা করার সময় রিটার্ন পলিসি বা ফেরত নীতিটি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পণ্যটি পছন্দ না হয় কিংবা এটি প্রয়োজনের সঙ্গে না মেলে, তাহলে ফেরত বা পরিবর্তনের সুযোগ রয়েছে কি না, আগে থেকে তা জেনে নিতে হবে।

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
৩ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
৯ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১১ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১৫ ঘণ্টা আগে