ফিচার ডেস্ক

থাইল্যান্ডে ছোট-বড় মিলিয়ে ন্যাশনাল পার্কের সংখ্যা ১৫৬। এসবের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে মেরিন ন্যাশনাল পার্কগুলো। প্রায় সারা বছর সেগুলোয় ঘুরতে যায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা। ফলে সেগুলোর পরিবেশ ঠিক রাখতে স্থানীয় প্রশাসনের অনেক সময় হিমশিম খেতে হয়। এ কারণে দেশটির তিনটি মেরিন ন্যাশনাল পার্ক ছয় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
নির্দিষ্ট সময় শেষ হওয়ায় মেরিন ন্যাশনাল পার্কগুলো আবারও খোলা হয়েছে। খুলে দেওয়া এ পার্কগুলো হলো সিমিলান ন্যাশনাল পার্ক, সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক এবং লায়েম সন ন্যাশনাল পার্ক। সব কটির অবস্থান আন্দামান সমুদ্র ঘিরে। ১৫ অক্টোবর থেকে চালু হওয়া ন্যাশনাল পার্ক তিনটি পর্যটকদের জন্য খোলা থাকবে ২০২৫ সালের মে মাস পর্যন্ত। তারপর আবারও পরিবেশগত কারণে নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে সেগুলো।
মিঠাপানি ও প্রবালপ্রাচীরের জন্য জনপ্রিয় লায়েম সন ন্যাশনাল পার্ক। স্কুবা ডাইভিং যাদের পছন্দ, তাদের অন্যতম গন্তব্য এটি। সমুদ্রের নিচে যারা ঘুরে বেড়াতে চায়, তাদের পছন্দ সিমিলান ন্যাশনাল পার্ক। অন্যদিকে সমুদ্র ঘিরে বিভিন্ন খেলাধুলায় যাদের আগ্রহ বেশি, তাদের জন্য রয়েছে
সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক।
মূলত সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করতে এসব পার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ।
শুধু যে এই তিনটি ন্যাশনাল পার্ক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নয়। থাইল্যান্ড সরকার বেশি ভ্রমণ করা হয় এ রকম জায়গা বছরের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করে। যেহেতু দেশটির পর্যটন প্রকৃতিনির্ভর, তাই নিয়মিত র নিয়মিত পরিচর্যা জরুরি।
বিশ্বের পর্যটননির্ভর দেশগুলোর তালিকায় ওপরের দিকে থাইল্যান্ডের অবস্থান। প্রায় ৩০ মিলিয়ন পর্যটক প্রতিবছর দেশটিতে ভ্রমণ করে। যেহেতু সারা বছর ভিড় থাকে, সে কারণে প্রকৃতির সঠিক পরিচর্যা করা সম্ভব হয় না। সে কারণে বিভিন্ন সময় বিভিন্ন ন্যাশনাল পার্ক বন্ধ রাখা হয়।
সূত্র: প্রেস্টিজ

থাইল্যান্ডে ছোট-বড় মিলিয়ে ন্যাশনাল পার্কের সংখ্যা ১৫৬। এসবের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে মেরিন ন্যাশনাল পার্কগুলো। প্রায় সারা বছর সেগুলোয় ঘুরতে যায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা। ফলে সেগুলোর পরিবেশ ঠিক রাখতে স্থানীয় প্রশাসনের অনেক সময় হিমশিম খেতে হয়। এ কারণে দেশটির তিনটি মেরিন ন্যাশনাল পার্ক ছয় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
নির্দিষ্ট সময় শেষ হওয়ায় মেরিন ন্যাশনাল পার্কগুলো আবারও খোলা হয়েছে। খুলে দেওয়া এ পার্কগুলো হলো সিমিলান ন্যাশনাল পার্ক, সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক এবং লায়েম সন ন্যাশনাল পার্ক। সব কটির অবস্থান আন্দামান সমুদ্র ঘিরে। ১৫ অক্টোবর থেকে চালু হওয়া ন্যাশনাল পার্ক তিনটি পর্যটকদের জন্য খোলা থাকবে ২০২৫ সালের মে মাস পর্যন্ত। তারপর আবারও পরিবেশগত কারণে নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে সেগুলো।
মিঠাপানি ও প্রবালপ্রাচীরের জন্য জনপ্রিয় লায়েম সন ন্যাশনাল পার্ক। স্কুবা ডাইভিং যাদের পছন্দ, তাদের অন্যতম গন্তব্য এটি। সমুদ্রের নিচে যারা ঘুরে বেড়াতে চায়, তাদের পছন্দ সিমিলান ন্যাশনাল পার্ক। অন্যদিকে সমুদ্র ঘিরে বিভিন্ন খেলাধুলায় যাদের আগ্রহ বেশি, তাদের জন্য রয়েছে
সুরিন আইল্যান্ড ন্যাশনাল পার্ক।
মূলত সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করতে এসব পার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ।
শুধু যে এই তিনটি ন্যাশনাল পার্ক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নয়। থাইল্যান্ড সরকার বেশি ভ্রমণ করা হয় এ রকম জায়গা বছরের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করে। যেহেতু দেশটির পর্যটন প্রকৃতিনির্ভর, তাই নিয়মিত র নিয়মিত পরিচর্যা জরুরি।
বিশ্বের পর্যটননির্ভর দেশগুলোর তালিকায় ওপরের দিকে থাইল্যান্ডের অবস্থান। প্রায় ৩০ মিলিয়ন পর্যটক প্রতিবছর দেশটিতে ভ্রমণ করে। যেহেতু সারা বছর ভিড় থাকে, সে কারণে প্রকৃতির সঠিক পরিচর্যা করা সম্ভব হয় না। সে কারণে বিভিন্ন সময় বিভিন্ন ন্যাশনাল পার্ক বন্ধ রাখা হয়।
সূত্র: প্রেস্টিজ

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
২ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
৮ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১০ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১৪ ঘণ্টা আগে