Ajker Patrika

লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৩: ৩১
লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে

আর কিছু হোক বা না হোক, বাইরে বের হওয়ার আগে ঠোঁটে লিপস্টিক বুলিয়ে না নিলেই নয়। তবে ঠোঁটে লিপস্টিক ঠিক কতক্ষণ স্থায়ী হবে তা নির্ভর করছে আপনি কীভাবে ব্যবহার করছেন তার ওপর। লিপস্টিকের রং দীর্ঘস্থায়ী করতে কিছু টিপস মেনে চলতে পারেন-

  • মধু ও চিনি মিশিয়ে স্ক্র‍্যাব তৈরি করুন। এরপর ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করুন। কুসুম গরম পানিতে তুলো ভিজিয়ে ঠোঁট মুছে নিন। -ঠোঁট সহজে আর্দ্রতা হারালে লিপস্টিক তাড়াতাড়ি উঠে আসে। তাই ঠোঁটের শুষ্কতা এড়াতে লিপ বাম লাগিয়ে নিন।
  • ঠোঁট লিপবাম খানিকটা শুষে নিলে সামান্য ফাউন্ডেশন লাগিয়ে নিন।
  • এরপর লিপস্টিকের রঙের সঙ্গে মিলিয়ে লিপ পেনসিল বাছাই করুন। পেনসিল দিয়ে ঠোঁট এঁকে নিন ও হালকা করে ঠোঁট ভরাট করুন।
  • এরপর লিপস্টিক লাগান। দীর্ঘ সময় রাখতে গাঢ় রঙের লিপস্টিকই ভালো।
  • লিপস্টিক লাগানোর পর একটা টিস্য়ুপেপার ঠোঁটের ওপর চেপে ধরুন। এতে বাড়তি রং উঠে যাবে। তার পর সেই বেসের ওপর আবার লিপস্টিক লাগান। এতে লিপস্টিকের দুটি স্তর তৈরি হবে ও সহজে নষ্ট হবে না।
  • এরপর হালকা পাউডার নিয়ে ঠোঁটে পাফ করে নিন। এতে রং স্থায়ী হবে।

সূত্র: গ্ল্যামার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ