জীবনধারা, ডেস্ক

অনলাইন অর্ডারে মূল্যছাড়
ঈদ আরও বেশি উৎসবমুখর ও রঙিন করে তুলতে এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। পাখির রং থিমে তৈরি হয়েছে এবারের সব সংগ্রহের নকশা উপাদান। রঙ বাংলাদেশ এবার পোশাকের নকশায় গুরুত্ব দিয়েছে দেশের সংস্কৃতি, ধর্মীয় আবহ, সময়, প্রকৃতি, আবহাওয়া এবং আন্তর্জাতিক ট্রেন্ডকে।
পোশাক তৈরি হয়েছে আরামদায়ক কাপড়ে। সব বয়সের মানুষের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। রয়েছে পরিবারের সবার জন্য ম্যাচিং পোশাক। ফলে পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্যাপন করতে পারবেন এবারের ঈদ উৎসব। ১৫ শতাংশ ছাড়ে ঈদি গিফট ভাউচার, অনলাইন অর্ডারে নির্দিষ্ট পণ্যে ২০ শতাংশ মূল্যছাড়সহ অনেক রকম অফার পাওয়া যাবে রঙ বাংলাদেশে। পাওয়া যাবে হোম ডেলিভারির সুবিধা। আউটলেট ও অনলাইনে পাওয়া যাবে রঙ বাংলাদেশের সব পণ্য।
তারুণ্য়ের ‘ঢেউ’
শুধু ওয়েস্টার্ন পোশাক নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে ‘সারা’র সাব-ব্র্যান্ড ‘ঢেউ’। সারার সব আউটলেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এর সব কালেকশন। এটি নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য পোশাক তৈরি করবে। কাস্টমাইজড ফেব্রিকস ও প্যাটার্নের বৈচিত্র্য এর মূল শক্তি। সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি হয়েছে এর পোশাক। পোশাকগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৭৫০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। আউটলেটের পাশাপাশি সারার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও পাওয়া যাবে অর্ডার করা পণ্য।
পর্দা, সোফা ও কুশন কভার
এ হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে দেশি-বিদেশি কাপড়ের পর্দা, সোফা এবং গাড়ির সিট ও কুশন কভার এনেছে। রুচিসম্মত পর্দা ও সোফার কভার তৈরির অর্ডার নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এখানে পাওয়া যাবে রেডিমেড পর্দা। পাইকারি ক্রেতাদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও আছে পছন্দসই পণ্য কেনার সুযোগ। ঈদের চার দিন আগ পর্যন্ত পাইকার ও সাধারণ ক্রেতাদের জন্য থাকবে বিশেষ সুযোগ

অনলাইন অর্ডারে মূল্যছাড়
ঈদ আরও বেশি উৎসবমুখর ও রঙিন করে তুলতে এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। পাখির রং থিমে তৈরি হয়েছে এবারের সব সংগ্রহের নকশা উপাদান। রঙ বাংলাদেশ এবার পোশাকের নকশায় গুরুত্ব দিয়েছে দেশের সংস্কৃতি, ধর্মীয় আবহ, সময়, প্রকৃতি, আবহাওয়া এবং আন্তর্জাতিক ট্রেন্ডকে।
পোশাক তৈরি হয়েছে আরামদায়ক কাপড়ে। সব বয়সের মানুষের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। রয়েছে পরিবারের সবার জন্য ম্যাচিং পোশাক। ফলে পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্যাপন করতে পারবেন এবারের ঈদ উৎসব। ১৫ শতাংশ ছাড়ে ঈদি গিফট ভাউচার, অনলাইন অর্ডারে নির্দিষ্ট পণ্যে ২০ শতাংশ মূল্যছাড়সহ অনেক রকম অফার পাওয়া যাবে রঙ বাংলাদেশে। পাওয়া যাবে হোম ডেলিভারির সুবিধা। আউটলেট ও অনলাইনে পাওয়া যাবে রঙ বাংলাদেশের সব পণ্য।
তারুণ্য়ের ‘ঢেউ’
শুধু ওয়েস্টার্ন পোশাক নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে ‘সারা’র সাব-ব্র্যান্ড ‘ঢেউ’। সারার সব আউটলেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এর সব কালেকশন। এটি নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য পোশাক তৈরি করবে। কাস্টমাইজড ফেব্রিকস ও প্যাটার্নের বৈচিত্র্য এর মূল শক্তি। সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি হয়েছে এর পোশাক। পোশাকগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৭৫০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। আউটলেটের পাশাপাশি সারার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও পাওয়া যাবে অর্ডার করা পণ্য।
পর্দা, সোফা ও কুশন কভার
এ হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে দেশি-বিদেশি কাপড়ের পর্দা, সোফা এবং গাড়ির সিট ও কুশন কভার এনেছে। রুচিসম্মত পর্দা ও সোফার কভার তৈরির অর্ডার নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এখানে পাওয়া যাবে রেডিমেড পর্দা। পাইকারি ক্রেতাদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও আছে পছন্দসই পণ্য কেনার সুযোগ। ঈদের চার দিন আগ পর্যন্ত পাইকার ও সাধারণ ক্রেতাদের জন্য থাকবে বিশেষ সুযোগ

১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
৭ ঘণ্টা আগে
আজ আপনার জেদ বুর্জ খলিফার চেয়েও উঁচুতে থাকবে। পুরোনো কোনো চাচা বা খালু হুট করে এসে হাজির হতে পারেন। সাবধান, আজকের দিনে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে লোন বা টাকা নিয়ে কথা বলতে যাবেন না, ইজ্জত এবং মানিব্যাগ দুটোই পাংচার হতে পারে।
৭ ঘণ্টা আগে