Ajker Patrika

একাধিক ভাষা জানার ৫ সুবিধা

মারুফ ইসলাম
একাধিক ভাষা জানার ৫ সুবিধা

আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিদিন নানা প্রয়োজনে আন্তঃসংস্কৃতির বিনিময় করতে হয়। যোগাযোগ করতে হয় অনেক ভিনভাষী মানুষের সঙ্গে। এ কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষা। মাতৃভাষা তো আমরা জন্মসূত্রে শিখিই। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিটা ভালোভাবে শেখা জরুরি। কারণ পৃথিবীর প্রায় সব দেশেই এখন দ্বিতীয় প্রধান ভাষা ইংরেজি। প্রযুক্তির উন্নয়ন প্রায় সব ক্ষেত্রে ইংরেজি ভাষাকে অত্যন্ত দরকারি যোগাযোগ হাতিয়ারে পরিণত করেছে।
 
ইংরেজির বাইরেও একাধিক ভাষা শেখা প্রয়োজন। কারণ, পৃথিবী এখন ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে। এখন ঘরে বসেই সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এ জন্য প্রয়োজন ভাষার দক্ষতা ও সেই জনগোষ্ঠীর ভাষা জানা। বিষয়টি উপলব্ধি করে এখন অনেকে মাতৃভাষার বাইরেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ভাষা শেখার চেষ্টা করেন। বিশেষজ্ঞরা বলছেন, অন্তত ৫টি কারণে নতুন ভাষা শেখা জরুরি। 

ক্যারিয়ারে উন্নতি
ক্যারিয়ারের উন্নতি এবং কর্মজীবনে এগিয়ে থাকতে চাইলে একাধিক ভাষা শেখা জরুরি। কারণ এখন আমরা এমন এক বিশ্বের বাসিন্দা যেখানে বিভিন্ন দেশের সহকর্মী ও ক্লায়েন্টদের সঙ্গে  যোগাযোগ রাখতে হয়। একাধিক ভাষায় দক্ষ হলে, সহজেই বিভিন্ন ভাষাভাষির ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয়। এতে ব্যবসায়িক যোগাযোগ দৃঢ় হবে, পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত হবে। 

একাধিক বিদেশি ভাষা জানা মানুষের চাহিদা এখন ক্রমে বাড়ছে। সুতরাং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য নতুন নতুন ভাষা শেখার বিকল্প নেই। 

প্রজ্ঞা ও জ্ঞান বাড়ায়
নতুন ভাষা শিখলে মানসিক উন্নতি ঘটে, বিচিত্র ও জটিল বিষয়ে মনোযোগ গভীর হয়। নতুন ভাষা শিখলে জ্ঞান ও প্রজ্ঞা বাড়ে। একই সঙ্গে বাড়ে স্মৃতিশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়। মনোচিকিৎসকেরা বলছেন, নতুন ভাষা শিখলে সৃজনশীলতা বাড়ে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে, পরিস্থিতি সামলানোর দক্ষতা বাড়ে ও পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে। ফলে কর্মক্ষেত্রে বাড়ে উৎপাদনশীলতাও।

মস্তিষ্কের উদ্দীপনা বাড়ে
একাধিক ভাষায় কথা বলার দক্ষতা মানুষের মস্তিষ্ককে উদ্দীপ্ত রাখে। কারণ নতুন ভাষায় কথা বলার জন্য মস্তিষ্ককে ভাষা পরিবর্তন করে নিতে হয়। তাই ভাষাবিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের ব্যায়ামের সবচেয়ে সেরা উপায় হচ্ছে বিদেশি ভাষায় কথা বলা। এভাবে নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামের বড় সুবিধা হচ্ছে, বৃদ্ধ বয়সেও স্মৃতিশক্তি হারানোর ভয় কমে। গবেষকেরা দাবি করেন, যারা শুধু একটি ভাষায় কথা বলতে পারেন তাঁদের তুলনায় যারা একাধিক ভাষায় কথা বলতে পারেন, তাঁরা অন্তত ৪-৫ বছর দেরিতে আলঝেইমার (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত হোন। 

যোগাযোগ দক্ষতার উন্নতি
নতুন ভাষা শেখার অর্থ হচ্ছে, ওই ভাষার স্থানীয়দের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করার সক্ষমতা অর্জন। একই সঙ্গে নিজেকেও স্পষ্টভাবে তুলে ধরতে পারা যায়। এতে সাংস্কৃতিক ব্যবধান দূর হয়। আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও কার্যক্রম বাড়ে। নতুন ভাষা শিখলে শ্রবণশক্তির উন্নতি হয়, উচ্চারণ শাণিত হয় ও উপভাষা বোঝার দক্ষতা তৈরি হয়। 

সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ে
একটি নতুন সংস্কৃতিতে প্রবেশের সবচেয়ে সেরা দরজা হলো— ভাষা। ভাষার মধ্য দিয়েই একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যায়। সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে নতুন ভাষা শেখা যায় না। যারা একাধিক ভাষায় কথা বলতে পারেন, তাঁরা বিভিন্ন ভাষাভাষী মানুষের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিও বুঝতে পারেন। নিজের সূক্ষ্ম অনুভূতিগুলোও অন্য ভাষার মানুষের কাছে প্রকাশ করতে পারেন। যারা একাধিক ভাষা জানেন, তাঁরা খুব সহজেই বিভিন্ন সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারেন। 

সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন পদে কর্মী নিয়োগ দেবে। ১৭ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (পিএইচডি অগ্রাধিকারযোগ্য)।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, আর্থিক বাজার অথবা অর্থনৈতিক নীতি বিষয়ে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬: ২১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ নেবে। ২১ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১: ৪০
বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

বাংলাদেশ স্কাউটসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির পদে মোট ছয় জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সহকারী হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বিকম বা বিবিএ বা সমমান ডিগ্রি। কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশন ও এমএস এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৬।

চাকরির ধরন: অস্থায়ী।

পদের নাম: ড্রাইভার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। প্রার্থী বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৫।

চাকরির ধরন: অস্থায়ী।

পদের নাম: অফিস সহায়ক কাম গার্ড।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

পদের নাম: ইলেকট্রিশিয়ান ও স্যানিটেশন মিস্ত্রি কাম ইকুইপমেন্ট ও অডিও ভিজ্যুয়াল অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। প্রার্থীকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমআইটি বা এনটিভিকিউএফ কোর্স সম্পন্নকারী হতে হবে।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

পদের নাম: গার্ড কাম মালি।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি সমমান।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

আবেদন ফি: শিরোনামে ক্রমিক ১ ও ২ নম্বর পদের জন্য ৩০০ এবং অন্যান্য পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার আবেদনের সঙ্গে পাঠাতে হবে।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

বিশেষ নির্দেশনা

চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রেরিত খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল ফোন নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌর চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি করপোরেশনের মেয়র বা উপযুক্ত কর্তৃপক্ষের নাগরিকত্বের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

‘সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, জাতীয় স্কাউট ভবন (১৪ তলা), ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০’।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

চাকরির সুযোগ দেবে শিল্পকলা একাডেমি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির তিন ক্যাটাগরির পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। ২২ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: উপপরিচালক (প্রশাসন)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী সচিব বা সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: উপপরিচালক (চারুকলা)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: চারুকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: উপপরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ নাটক অথবা চলচ্চিত্রবিষয়ক কর্মক্ষেত্র সংশ্লিষ্ট কোনো বিবিধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

বয়সসীমা: ১৮-৩৫ বছর। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ২২৩ টাকা।

শর্তাবলি

একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত