আবদুল আযিয কাসেমি

আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু করণীয় ও বর্জনীয় নির্ধারণ করে দিয়েছেন। করণীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ একটি গুণ অর্জন করা অপরিহার্য। তা হলো ইহসানের গুণ। ইহসান অর্থ হলো কোনো কাজ সর্বোচ্চ পর্যায়ের সুন্দর ও নিখুঁতভাবে সম্পাদন করা।
হাদিসে বর্ণিত হয়েছে, ‘যখন তোমরা হত্যা করবে, তখন উত্তমরূপে করবে। (অর্থাৎ যুদ্ধের প্রয়োজনে শত্রুকে হত্যা করতে হলে উত্তমরূপে করো। তার লাশকে অসম্মান কোরো না। অঙ্গ বিকৃত কোরো না।) আর যখন পশু জবাই করবে, তখন উত্তমরূপে জবাই করবে। (অর্থাৎ জবাইয়ের সময় পশুকে কষ্ট দেবে না। ছুরি যেন খুব ধারালো হয়। সহজেই যেন জবাই সম্পন্ন হয়।)
আল্লাহ তাআলার কাছে আমলের পরিমাণের চেয়ে গুণগত মানই বেশি গুরুত্বপূর্ণ। পরিমাণের বিশেষ কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি সেই সত্তা, যিনি জীবন ও মৃত্যু এ জন্য সৃষ্টি করেছেন, যেন তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি সুন্দর।’ (সুরা মুলক: ২)
এই গুণগত মানকেই ইসলামের পরিভাষায় ইহসান বলা হয়। হাদিসে জিবরাইল নামে খ্যাত এক হাদিসে এসেছে, জিবরাইল নবীজি (সা.)কে জিজ্ঞেস করলেন, ‘ইহসান কী?’ জবাবে নবীজি বললেন, ‘এমনভাবে ইবাদত করা, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো, অথবা অন্ততপক্ষে এই অনুভূতি যেন থাকে, আল্লাহ তোমাকে দেখছেন।’ (সহিহ মুসলিম)
আয়াত ও হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, আমল যদি মানসম্মত না হয় এবং নিষ্প্রাণ হয়, তবে সেই আমল দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। পক্ষান্তরে অল্প আমল সত্ত্বেও যদি সে আমল মানসম্পন্ন হয়, তবে তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের কার্যকর মাধ্যম বলে বিবেচিত হবে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু করণীয় ও বর্জনীয় নির্ধারণ করে দিয়েছেন। করণীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ একটি গুণ অর্জন করা অপরিহার্য। তা হলো ইহসানের গুণ। ইহসান অর্থ হলো কোনো কাজ সর্বোচ্চ পর্যায়ের সুন্দর ও নিখুঁতভাবে সম্পাদন করা।
হাদিসে বর্ণিত হয়েছে, ‘যখন তোমরা হত্যা করবে, তখন উত্তমরূপে করবে। (অর্থাৎ যুদ্ধের প্রয়োজনে শত্রুকে হত্যা করতে হলে উত্তমরূপে করো। তার লাশকে অসম্মান কোরো না। অঙ্গ বিকৃত কোরো না।) আর যখন পশু জবাই করবে, তখন উত্তমরূপে জবাই করবে। (অর্থাৎ জবাইয়ের সময় পশুকে কষ্ট দেবে না। ছুরি যেন খুব ধারালো হয়। সহজেই যেন জবাই সম্পন্ন হয়।)
আল্লাহ তাআলার কাছে আমলের পরিমাণের চেয়ে গুণগত মানই বেশি গুরুত্বপূর্ণ। পরিমাণের বিশেষ কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি সেই সত্তা, যিনি জীবন ও মৃত্যু এ জন্য সৃষ্টি করেছেন, যেন তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি সুন্দর।’ (সুরা মুলক: ২)
এই গুণগত মানকেই ইসলামের পরিভাষায় ইহসান বলা হয়। হাদিসে জিবরাইল নামে খ্যাত এক হাদিসে এসেছে, জিবরাইল নবীজি (সা.)কে জিজ্ঞেস করলেন, ‘ইহসান কী?’ জবাবে নবীজি বললেন, ‘এমনভাবে ইবাদত করা, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো, অথবা অন্ততপক্ষে এই অনুভূতি যেন থাকে, আল্লাহ তোমাকে দেখছেন।’ (সহিহ মুসলিম)
আয়াত ও হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, আমল যদি মানসম্মত না হয় এবং নিষ্প্রাণ হয়, তবে সেই আমল দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। পক্ষান্তরে অল্প আমল সত্ত্বেও যদি সে আমল মানসম্পন্ন হয়, তবে তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের কার্যকর মাধ্যম বলে বিবেচিত হবে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

মাদ্রাসার বার্ষিক পরীক্ষার এক সপ্তাহ বাকি। বেফাকের অধীনে কওমি মাদ্রাসার ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে ১৭ জানুয়ারি। বার্ষিক পরীক্ষার এক মাস থেকে ২০ দিন আগে ক্লাস শেষ করে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা নিজস্ব রুটিনে পড়াশোনা করে। মাদ্রাসায় এই সময়কে খেয়ার বলা হয়।
৩ ঘণ্টা আগে
ইসলামের ইতিহাসে সাহাবিরা হলেন নবীজি (সা.)-এর নুরানি পরশ পাওয়া অনন্য জামাত। তাঁরা ছিলেন নবীজির সহচর। ইসলামের সুমহান সত্য প্রচারে নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করেছিলেন তাঁরা। সাহাবিদের জীবন আমাদের জন্য হিদায়াতের আলোকবর্তিকা এবং চিরন্তন অনুপ্রেরণার উৎস।
৬ ঘণ্টা আগে
মানুষের জীবন বৈচিত্র্যে ভরপুর; কখনো সুখের হাসি, কখনো দুঃখের প্লাবন। বিপদ-আপদ বা অসুস্থতা এলে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি; কিন্তু মুমিনের জীবনে রোগব্যাধি কেবল কষ্ট নয়, বরং তা কখনো আল্লাহর বিশেষ পরীক্ষা ও ভালোবাসার নিদর্শন।
১৩ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১৯ ঘণ্টা আগে