Ajker Patrika

ঈদ আত্মীয়তার সম্পর্ক রক্ষার সুবর্ণ সময়

ইসলাম ডেস্ক
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯: ৫৭
ঈদ আত্মীয়তার সম্পর্ক রক্ষার সুবর্ণ সময়

মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি, খালা-খালু, ফুপা-ফুপু, নানা-নানি, দাদা-দাদিসহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় জোর দেয় ইসলাম। সমাজের ভারসাম্য ও শৃঙ্খলা রক্ষায় এই সম্প্রীতির কোনো বিকল্প নেই। আত্মীয়তার সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে। রক্ত সম্পর্কের আত্মীয়, দুধ সম্পর্কের আত্মীয় এবং বৈবাহিক সম্পর্কের আত্মীয়। 

রক্ত সম্পর্কের আত্মীয় ও দুধ সম্পর্কের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্কের কথা তো আছেই, বৈবাহিক সম্পর্কের আত্মীয়দের প্রতিও ভালো ব্যবহার করার জোর তাগিদ দিয়েছেন মহানবী (সা.)। তাঁর মুক্ত দাস মারিয়া কিবতিয়া, যিনি পরে স্ত্রীর মর্যাদা পেয়েছিলেন, তাঁর জন্মস্থান ছিল মিসর। এ জন্য সাহাবায়ে কেরাম যখন মিসর জয় করছিলেন, তখন মহানবী (সা.) তাঁদের মিসরবাসীর সঙ্গে ভালো আচরণের আদেশ দিয়েছিলেন। (মুসলিম)

মা-বাবার সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রত্যেক সন্তানের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘আমরা মানুষকে মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। (সুরা আনকাবুত: ৮) তাঁদের অবাধ্য হওয়া সবচেয়ে বড় গুনাহের একটি। হাদিসে এসেছে, মহানবী (সা.) এরশাদ করেছেন, ‘আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে অবহিত করব না?’ সবাই বললেন, ‘হ্যাঁ, বলুন হে আল্লাহর রাসুল।’ তিনি বললেন, ‘আল্লাহর সঙ্গে শরিক করা এবং মা-বাবার অবাধ্য হওয়া।’ (বুখারি)

মা-বাবা অমুসলিম হলেও তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তবে তাঁদের কথা মান্য করতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। হজরত আসমা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.)-এর যুগে আমার মা রাগিবা (অমুসলিম) আমার কাছে এলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘তার সঙ্গে কি আমি সম্পর্ক বজায় রাখব?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ (বুখারি)

এর বাইরে অন্য আত্মীয়দের সঙ্গেও সুসম্পর্ক রক্ষা করা জরুরি। বিশেষ করে আমাদের সমাজে ফুফুদের প্রতি বেশি অবহেলা করা হয়। আত্মীয় যেমনই হোক, যত মনোমালিন্যই থাকুক, তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা এবং খোঁজখবর রাখা জরুরি। মহানবী (সা.) বলেছেন, ‘তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে।’ (বুখারি)

ঈদের ছুটির দিনগুলো আমরা আত্মীয়স্বজনের খোঁজখবরে কাটাতে পারি। যাদের সঙ্গে ভালো সম্পর্ক নেই, তাদের সঙ্গে সম্পর্ক নবায়ন করতে পারি। হিংসা, বিদ্বেষ, শত্রুতা যেন আমাদের ভালোবাসা নষ্ট না করে। ঈদের সবচেয়ে বড় শিক্ষা এটিই। সমাজের সব স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠাই ঈদের প্রধান আনন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত