Ajker Patrika

গিবতের ভয়াবহ ৬ কুফল

শারমিন নাহার ঝর্ণা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গিবত অর্থ পরনিন্দা, দোষচর্চা বা কুৎসা রটনা করা। বর্তমান সমাজে গিবত একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। আড্ডা, বিনোদন কিংবা সামান্য রাগের বশে আমরা অন্যের অনুপস্থিতিতে এমন অনেক কথা বলে ফেলি, যা তার সামনে বললে সে কষ্ট পেত। ইসলামের পরিভাষায় অন্যের পেছনে এমন সমালোচনা করাই হলো গিবত।

গিবতের ভয়াবহতা

পবিত্র কোরআনে গিবত সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘তোমরা একে অন্যের গিবত কোরো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী ও পরম দয়ালু।’ (সুরা হুজুরাত: ১২)

রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘মিরাজের রাতে আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাদের নখগুলো তামার তৈরি। তারা তা দিয়ে অনবরত নিজেদের মুখমণ্ডল ও বুকে আঁচড় কাটছিল। আমি জিজ্ঞেস করলাম, ‘‘হে জিবরাইল, তারা কারা?’’ তিনি বললেন, ‘‘তারা সেসব লোক, যারা মানুষের গোশত খেত (গিবত করত) এবং মানুষের মান-সম্মান ও ইজ্জতের ওপর আঘাত হানত।’’’ (সুনানে আবু দাউদ: ৪৮৭৮)

গিবত ও অপবাদের পার্থক্য

একবার রাসুল (সা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল, গিবত কী?’ তিনি বললেন, ‘তোমার ভাই সম্পর্কে তোমার এমন কিছু বলা, যা সে অপছন্দ করে।’ প্রশ্ন করা হলো, ‘যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষটি সত্যিই থেকে থাকে?’ তিনি বললেন, ‘তুমি যা বলছ, তা যদি তার মধ্যে থাকে, তবেই তুমি গিবত করলে; আর যদি তার মধ্যে তা না থাকে, তাহলে তো তুমি তাকে অপবাদ দিলে।’ (সুনানে আবু দাউদ: ৪৮৭৪)

গিবতের প্রধান কয়েকটি ক্ষতিকর দিক হলো: ১. গিবতকারীর নেক আমল সেই ব্যক্তির আমলনামায় চলে যায়, যার গিবত করা হয়েছে। ২. কবরে কঠিন শাস্তির অন্যতম কারণ। ৩. তওবা ছাড়া মৃত্যুবরণ করলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। ৪. জান্নাতে প্রবেশ করতে পারবে না। ৫. পুলসিরাতে আটকে যাবে। ৬. যে মজলিসে গিবত হয়, সেখানে উপস্থিত থাকা বা তা শোনাও অপরাধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত