
যুক্তরাষ্ট্রের মিজৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স ঘাঁটি থেকে বিশ্বের অন্যতম আধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে অবস্থিত গুয়াম ঘাঁটির দিকে যাত্রা করেছে। আজ শনিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, বি-২ বিমানের সঙ্গে ছিল চারটি বোয়িং কেসি-৪৬ পেগাসাস ফুয়েল ট্যাংকার। এর মধ্যে দুটি ইতিমধ্যে প্রশান্ত মহাসাগরের আকাশে বি-২ বোমারুতে জ্বালানি সরবরাহ করেছে। বাকি দুটি প্রায় ৭৫ কিলোমিটার পেছনে অবস্থান করছে।
এ ছাড়া সান ফ্রান্সেসকোর উত্তরাঞ্চল থেকে আরও দুটি ট্যাংকার বিমান উড্ডয়ন করেছে। তারা বর্তমানে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী রিফুয়েলিং পয়েন্ট হিসেবে হাওয়াইয়ের দিকে রওনা হয়েছে।
বি-২ স্পিরিট স্টিলথ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত অস্ত্রগুলোর একটি। এটি অত্যন্ত গোপনে প্রবেশ করে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থার মাঝেও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে ইরানের মাটির নিচের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য এটি কার্যকরী।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে নিয়ে কোনো সামরিক সিদ্ধান্ত নেন, তাহলে মার্কিন বাহিনী তা বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হেগসেথ বলেন, ‘তেহরান যদি সময়মতো চুক্তির পথে না আসে, তাহলে যেকোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।’
প্রতিটি বি-২ বোমারুর মূল্য প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান। এটি তৈরি করেছে নর্থরপ গ্রুম্যান। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এখন পর্যন্ত মাত্র ২১টি বিমান উৎপাদন করা হয়েছে। এটি রিফুয়েলিং ছাড়া ৬ হাজার নটিক্যাল মাইল (প্রায় ১১ হাজার কিলোমিটার) দূরত্ব অতিক্রম করতে পারে।
বিমানটি প্রায় ৪০ হাজার পাউন্ড অস্ত্র বহনে সক্ষম, যার মধ্যে রয়েছে—জিডিএএম (JDAM)— এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য জিপিএস-নির্ভর বোমা। জেএএসএসএম-ইআর (JASSM-ER)—এটি এমন ধরনের মিসাইল, যা ৮০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এ ছাড়া রয়েছে জেএসওডব্লিউ (JSOW) মিসাইল—যা লক্ষ্যবস্তুর কাছাকাছি না গিয়েও দূর থেকে নিখুঁত হামলায় সক্ষম।
বি-২ বোমারু যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রায়াড ব্যবস্থার অংশ। এটি সর্বোচ্চ ১৬টি বি-৮৩ পারমাণবিক বোমা বহনে সক্ষম। এই ধরনের অস্ত্র পরিবহনের সময় স্টিলথ প্রযুক্তির কারণে শত্রুপক্ষ সাধারণত এর উপস্থিতি টের পায় না।
বি-২ বিমানে রাখা যায় ৩০ হাজার পাউন্ডের এমওপি (MOP) বোমা, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কনভেনশনাল (অপারমাণবিক) বোমা হিসেবে পরিচিত। এই বোমা ২০০ ফুটের বেশি কংক্রিটের নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে, যা ইরানের পারমাণবিক গবেষণা স্থাপনাগুলোর জন্য ভয়াবহ হুমকি।

কংগ্রেসে পাঠানো বিচার বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, এসব নথি ২০ বছরের বেশি সময়জুড়ে বিভিন্ন মূল উৎস থেকে নেওয়া। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা ও নিউইয়র্কে এপস্টেইনের বিরুদ্ধে মামলা, গিলেইন ম্যাক্সওয়েলের বিচার, এপস্টেইনের মৃত্যুর তদন্ত এবং একাধিক এফবিআই তদন্ত।
২ ঘণ্টা আগে
সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেছেন, ১৯৩টি সদস্য দেশের সবাইকে বাধ্যতামূলক চাঁদা পরিশোধ করতে হবে, তা না হলে আর্থিক নিয়মকাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হবে। এ ছাড়া ধস ঠেকানো যাবে না।
৩ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, বিএটির এই গোপন কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪১৮ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়েছে, যা উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়েছে।
৪ ঘণ্টা আগে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭১ হাজার ৬৬২ জন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও নিহত হয়েছেন আরও ৪৮৮ জন।
৪ ঘণ্টা আগে