
ট্রাম্পের বাড়িতে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্তৃক তল্লাশি চালানোর হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। স্থানীয় সময় আজ শুক্রবার বহুল প্রত্যাশিত এই হলফনামা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চলতি মাসের শুরুর দিকেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায়। এই হলফনামা এফবিআইয়ের তল্লাশির আইনি ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবে। গত ৮ আগস্ট চালানো ওই তল্লাশির বিষয়ে আরও তথ্য দেবে বলেই ধারণা করা হচ্ছে।
এর আগে, মার্কিন ফেডারেল বিচারক গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগকে হলফনামা প্রকাশের নির্দেশ দেয়। নির্দেশের মাত্র একদিন পরই আদালতের কাছে জমা দেওয়া ওই হলফনামা প্রকাশ করা হলো।
আদালতে জমা দেওয়া ৩৮ পৃষ্ঠা বিশিষ্ট ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অননুমোদিত জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, সেগুলোর বেআইনি অপসারণ এবং সরকারি নথিপত্র অপসারণ করে বেআইনিভাবে গোপন করার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে।’
তবে এর আগে, মার্কিন বিচার বিভাগ এই হলফনামা প্রকাশের বিরোধিতা করেছিল। তাঁরা বলেছিল, ‘এই হলফনামা প্রকাশ করা হলে ভবিষ্যতে এই মামলায় তদন্ত করতে গেলে তা বাধাগ্রস্ত হতে পারে এবং সাক্ষীদের পরিচয় প্রকাশিত হয়ে যেতে পারে। তবে গণমাধ্যমগুলো ‘সর্বোচ্চ জনস্বার্থ’ সংশ্লিষ্ট উল্লেখ করে নথিটি প্রকাশের দাবি জানায়।
মার্কিন বিচারক ব্রুস রেইনহার্ট গত সপ্তাহে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন হলফনামাটির কিছু অংশ সিলমুক্ত করা যেতে পারে। তিনি বিচার বিভাগকে নথিটি পর্যালোচনার জন্য একটি সংশোধিত সংস্করণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের বাড়িতে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্তৃক তল্লাশি চালানোর হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। স্থানীয় সময় আজ শুক্রবার বহুল প্রত্যাশিত এই হলফনামা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চলতি মাসের শুরুর দিকেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায়। এই হলফনামা এফবিআইয়ের তল্লাশির আইনি ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবে। গত ৮ আগস্ট চালানো ওই তল্লাশির বিষয়ে আরও তথ্য দেবে বলেই ধারণা করা হচ্ছে।
এর আগে, মার্কিন ফেডারেল বিচারক গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগকে হলফনামা প্রকাশের নির্দেশ দেয়। নির্দেশের মাত্র একদিন পরই আদালতের কাছে জমা দেওয়া ওই হলফনামা প্রকাশ করা হলো।
আদালতে জমা দেওয়া ৩৮ পৃষ্ঠা বিশিষ্ট ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অননুমোদিত জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, সেগুলোর বেআইনি অপসারণ এবং সরকারি নথিপত্র অপসারণ করে বেআইনিভাবে গোপন করার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে।’
তবে এর আগে, মার্কিন বিচার বিভাগ এই হলফনামা প্রকাশের বিরোধিতা করেছিল। তাঁরা বলেছিল, ‘এই হলফনামা প্রকাশ করা হলে ভবিষ্যতে এই মামলায় তদন্ত করতে গেলে তা বাধাগ্রস্ত হতে পারে এবং সাক্ষীদের পরিচয় প্রকাশিত হয়ে যেতে পারে। তবে গণমাধ্যমগুলো ‘সর্বোচ্চ জনস্বার্থ’ সংশ্লিষ্ট উল্লেখ করে নথিটি প্রকাশের দাবি জানায়।
মার্কিন বিচারক ব্রুস রেইনহার্ট গত সপ্তাহে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন হলফনামাটির কিছু অংশ সিলমুক্ত করা যেতে পারে। তিনি বিচার বিভাগকে নথিটি পর্যালোচনার জন্য একটি সংশোধিত সংস্করণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৩ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৪ ঘণ্টা আগে