আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরীক্ষার সময় স্পেসএক্সের দৈত্যকার স্টারশিপ রকেট ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে টেক্সাসের ব্রাউনসভিলে অবস্থিত স্পেসএক্সের স্টারবেসে এই বিস্ফোরণ ঘটে। এটি ছিল স্টারশিপের দশম পরীক্ষামূলক উড়ানের প্রস্তুতি।
স্পেসএক্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে রকেটটি পরীক্ষামূলক স্ট্যান্ডে থাকা অবস্থায় একটি গুরুতর অস্বাভাবিকতা দেখা দেয়। এর ফলে বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।
ইলন মাস্ক এক্স মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান—প্রাথমিক তথ্য অনুযায়ী, রকেটের পেলোড বে-তে থাকা নাইট্রোজেন গ্যাসের একটি সংরক্ষণ ইউনিট পরীক্ষামূলক চাপে পৌঁছানোর আগেই বিকল হয়ে পড়ে। মাস্ক বলেন, যদি পরবর্তী তদন্তেও এটি নিশ্চিত হয়, তবে এ ধরনের ডিজাইনে এটাই প্রথম ব্যর্থতা।
বিস্ফোরণের ভিডিও ফুটেজে দেখা গেছে, রকেটটি পরপর দুটি বিস্ফোরণে আকাশে আগুনের গোলায় পরিণত হয় এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
স্টারশিপ রকেটটি প্রায় ৪০০ ফুট (১২২ মিটার) লম্বা এবং এটি ইলন মাস্কের মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্নের মূল বাহন। কিন্তু ২০২৫ সালের শুরু থেকে এটি একের পর এক ব্যর্থতার মুখে পড়ছে।
গত মে মাসের শেষ দিকে একটি টেস্ট ফ্লাইট চলাকালীন স্টারশিপ মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং লক্ষ্যমাত্রার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ পূরণে ব্যর্থ হয়। সে সময়ও এটি বিস্ফোরণের দ্বারপ্রান্তে পৌঁছেছিল, যদিও আগের দুটি পরীক্ষার তুলনায় অনেক দূর পর্যন্ত উড়েছিল। ওই ঘটনায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ওপর দিয়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এতে ওই রুটে অনেক বিমানকে পথ পরিবর্তন করতে হয়।
এর আগে গত মার্চ মাসেও স্টারশিপ মহাকাশে পৌঁছানোর কয়েক মিনিট পর বিস্ফোরিত হয়। ফলে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ফ্লোরিডার কিছু অঞ্চলে আকাশপথ বন্ধ করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডা ও বাহামার আকাশে আগুন মাখা ধ্বংসাবশেষ ছুটে যাচ্ছে। স্পেসএক্সের লাইভ স্ট্রিমে দেখা যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর রকেটটি ঘুরতে ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এপ্রিলে এফএএ এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জানায়, এক ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটিই ছিল সেই বিস্ফোরণের মূল কারণ। স্পেসএক্স এ থেকে শিক্ষা নিয়ে ৮টি সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও নিশ্চিত করেছিল এফএএ।
এ বছরের জানুয়ারিতেও একটি স্টারশিপ উৎক্ষেপণের কিছু পরই মহাকাশে ছিন্নভিন্ন হয়ে পড়ে। সে সময় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের আকাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপে একটি গাড়িতে গিয়ে আঘাত করে।
এত ব্যর্থতার পরও ইলন মাস্ক এবং স্পেসএক্স এখনো মঙ্গল মিশনের স্বপ্ন ছাড়ছেন না। তবে এই ঘটনার পর তাদের সেই লক্ষ্য আরও অনিশ্চয়তার মুখে পড়ল।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরীক্ষার সময় স্পেসএক্সের দৈত্যকার স্টারশিপ রকেট ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে টেক্সাসের ব্রাউনসভিলে অবস্থিত স্পেসএক্সের স্টারবেসে এই বিস্ফোরণ ঘটে। এটি ছিল স্টারশিপের দশম পরীক্ষামূলক উড়ানের প্রস্তুতি।
স্পেসএক্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে রকেটটি পরীক্ষামূলক স্ট্যান্ডে থাকা অবস্থায় একটি গুরুতর অস্বাভাবিকতা দেখা দেয়। এর ফলে বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।
ইলন মাস্ক এক্স মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান—প্রাথমিক তথ্য অনুযায়ী, রকেটের পেলোড বে-তে থাকা নাইট্রোজেন গ্যাসের একটি সংরক্ষণ ইউনিট পরীক্ষামূলক চাপে পৌঁছানোর আগেই বিকল হয়ে পড়ে। মাস্ক বলেন, যদি পরবর্তী তদন্তেও এটি নিশ্চিত হয়, তবে এ ধরনের ডিজাইনে এটাই প্রথম ব্যর্থতা।
বিস্ফোরণের ভিডিও ফুটেজে দেখা গেছে, রকেটটি পরপর দুটি বিস্ফোরণে আকাশে আগুনের গোলায় পরিণত হয় এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
স্টারশিপ রকেটটি প্রায় ৪০০ ফুট (১২২ মিটার) লম্বা এবং এটি ইলন মাস্কের মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্নের মূল বাহন। কিন্তু ২০২৫ সালের শুরু থেকে এটি একের পর এক ব্যর্থতার মুখে পড়ছে।
গত মে মাসের শেষ দিকে একটি টেস্ট ফ্লাইট চলাকালীন স্টারশিপ মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং লক্ষ্যমাত্রার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ পূরণে ব্যর্থ হয়। সে সময়ও এটি বিস্ফোরণের দ্বারপ্রান্তে পৌঁছেছিল, যদিও আগের দুটি পরীক্ষার তুলনায় অনেক দূর পর্যন্ত উড়েছিল। ওই ঘটনায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ওপর দিয়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এতে ওই রুটে অনেক বিমানকে পথ পরিবর্তন করতে হয়।
এর আগে গত মার্চ মাসেও স্টারশিপ মহাকাশে পৌঁছানোর কয়েক মিনিট পর বিস্ফোরিত হয়। ফলে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ফ্লোরিডার কিছু অঞ্চলে আকাশপথ বন্ধ করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডা ও বাহামার আকাশে আগুন মাখা ধ্বংসাবশেষ ছুটে যাচ্ছে। স্পেসএক্সের লাইভ স্ট্রিমে দেখা যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর রকেটটি ঘুরতে ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এপ্রিলে এফএএ এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জানায়, এক ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটিই ছিল সেই বিস্ফোরণের মূল কারণ। স্পেসএক্স এ থেকে শিক্ষা নিয়ে ৮টি সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও নিশ্চিত করেছিল এফএএ।
এ বছরের জানুয়ারিতেও একটি স্টারশিপ উৎক্ষেপণের কিছু পরই মহাকাশে ছিন্নভিন্ন হয়ে পড়ে। সে সময় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের আকাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপে একটি গাড়িতে গিয়ে আঘাত করে।
এত ব্যর্থতার পরও ইলন মাস্ক এবং স্পেসএক্স এখনো মঙ্গল মিশনের স্বপ্ন ছাড়ছেন না। তবে এই ঘটনার পর তাদের সেই লক্ষ্য আরও অনিশ্চয়তার মুখে পড়ল।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৮ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৮ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১২ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৪ ঘণ্টা আগে