
ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি ‘বিরূপ মন্তব্য’ করায় ভারতের বিভিন্ন স্থানে বিলাওয়ালবিরোধী প্রতিবাদ হয়েছে। এসব প্রতিবাদের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বিলাওয়াল ভারতীয়দের উদ্দেশে বলেছেন, ‘আমার বিরুদ্ধে প্রতিবাদ না করে ভারতে যারা ঘৃণা ছড়ায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন।’ পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিলাওয়াল ভুট্টো বলেছেন, ‘ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দল অহরহ মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বৈষম্য ছড়ায়। আপনারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন।’
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ‘পাকিস্তান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। তারা সন্ত্রাসবাদকে চিরস্থায়ী করেছে।’ এই মন্তব্যের প্রতিবাদে বিলাওয়াল ভুট্টো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুজরাটের কসাই’ বলে মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘২০০২ সালে নরেন্দ্র মোদি গুজরাটে মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছিলেন। সে সময় ২ হাজারের বেশি মুসলমান গণহত্যার শিকার হয়েছিলেন। ভারত তাঁকে শাস্তি দেওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী বানিয়েছে।’
বিলাওয়াল ভুট্টোর এমন মন্তব্যের পর ভারতে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করে নরেন্দ্র মোদির দল বিজেপি।
বিজেপির প্রতিবাদ সম্পর্কে সাংবাদিকেরা বিলাওয়াল ভুট্টোকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি ইতিহাসের ওপর ভিত্তি করেই মন্তব্য করেছি। আপনি আপনার পছন্দ-অপছন্দ অনুযায়ী ইতিহাস পুনর্লিখন করতে পারেন না।’
বিলাওয়াল ভুট্টো এখন নিউইয়র্কে রয়েছেন। সেখানে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী রয়েছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী গুজরাটে কী করেছিলেন। বিজেপি বা আরএসএস যতই প্রতিবাদ করুক না কেন, তারা ইতিহাস বিকৃত করতে পারে না।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গুজরাটের কসাই শব্দটি আমি তৈরি করিনি। ভারতের মানুষই তাঁকে এই উপাধি দিয়েছে। সুতরাং, আপনি যতই প্রতিবাদ করুন না কেন, সত্য পরিবর্তন করতে পারবেন না।’
বিলাওয়াল ভুট্টো ভারতীয়দের উদ্দেশে বলেন, ‘আপনাদের অবশ্যই গুজরাটে মুসলিম গণহত্যার নিন্দা করতে হবে এবং বিশ্বের বৃহত্তম সংখ্যালঘু ভারতীয় মুসলমানদের সঙ্গে যেভাবে আচরণ করা হয় তার নিন্দা করতে হবে। আমি আশা করি...তারা আমাকে টার্গেট করার পরিবর্তে তাদের নিজেদের মুসলিম নাগরিকদের জন্য প্রতিবাদ করবে, যারা এখন বৈষম্য ও ঘৃণার শিকার।’
‘প্রতিবাদকে ভয় পান না’ উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এসব বিক্ষোভের উদ্দেশ্য যদি পাকিস্তানকে ভয় দেখানো হয়, তবে তা কার্যকর হবে না। আমরা আরএসএসকে ভয় পাই না। আমরা মোদিকে ভয় পাই না। আমরা বিজেপিকে ভয় পাই না। তারা যদি প্রতিবাদ করতে চায়, করতে পারে।’

ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি ‘বিরূপ মন্তব্য’ করায় ভারতের বিভিন্ন স্থানে বিলাওয়ালবিরোধী প্রতিবাদ হয়েছে। এসব প্রতিবাদের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বিলাওয়াল ভারতীয়দের উদ্দেশে বলেছেন, ‘আমার বিরুদ্ধে প্রতিবাদ না করে ভারতে যারা ঘৃণা ছড়ায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন।’ পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিলাওয়াল ভুট্টো বলেছেন, ‘ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দল অহরহ মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বৈষম্য ছড়ায়। আপনারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন।’
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ‘পাকিস্তান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। তারা সন্ত্রাসবাদকে চিরস্থায়ী করেছে।’ এই মন্তব্যের প্রতিবাদে বিলাওয়াল ভুট্টো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুজরাটের কসাই’ বলে মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘২০০২ সালে নরেন্দ্র মোদি গুজরাটে মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছিলেন। সে সময় ২ হাজারের বেশি মুসলমান গণহত্যার শিকার হয়েছিলেন। ভারত তাঁকে শাস্তি দেওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী বানিয়েছে।’
বিলাওয়াল ভুট্টোর এমন মন্তব্যের পর ভারতে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করে নরেন্দ্র মোদির দল বিজেপি।
বিজেপির প্রতিবাদ সম্পর্কে সাংবাদিকেরা বিলাওয়াল ভুট্টোকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি ইতিহাসের ওপর ভিত্তি করেই মন্তব্য করেছি। আপনি আপনার পছন্দ-অপছন্দ অনুযায়ী ইতিহাস পুনর্লিখন করতে পারেন না।’
বিলাওয়াল ভুট্টো এখন নিউইয়র্কে রয়েছেন। সেখানে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী রয়েছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী গুজরাটে কী করেছিলেন। বিজেপি বা আরএসএস যতই প্রতিবাদ করুক না কেন, তারা ইতিহাস বিকৃত করতে পারে না।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গুজরাটের কসাই শব্দটি আমি তৈরি করিনি। ভারতের মানুষই তাঁকে এই উপাধি দিয়েছে। সুতরাং, আপনি যতই প্রতিবাদ করুন না কেন, সত্য পরিবর্তন করতে পারবেন না।’
বিলাওয়াল ভুট্টো ভারতীয়দের উদ্দেশে বলেন, ‘আপনাদের অবশ্যই গুজরাটে মুসলিম গণহত্যার নিন্দা করতে হবে এবং বিশ্বের বৃহত্তম সংখ্যালঘু ভারতীয় মুসলমানদের সঙ্গে যেভাবে আচরণ করা হয় তার নিন্দা করতে হবে। আমি আশা করি...তারা আমাকে টার্গেট করার পরিবর্তে তাদের নিজেদের মুসলিম নাগরিকদের জন্য প্রতিবাদ করবে, যারা এখন বৈষম্য ও ঘৃণার শিকার।’
‘প্রতিবাদকে ভয় পান না’ উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এসব বিক্ষোভের উদ্দেশ্য যদি পাকিস্তানকে ভয় দেখানো হয়, তবে তা কার্যকর হবে না। আমরা আরএসএসকে ভয় পাই না। আমরা মোদিকে ভয় পাই না। আমরা বিজেপিকে ভয় পাই না। তারা যদি প্রতিবাদ করতে চায়, করতে পারে।’

যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২১ মিনিট আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
৪৩ মিনিট আগে
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৯ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৯ ঘণ্টা আগে