
পাকিস্তানের কোয়েটায় জয়েন্ট রোডে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ঘটনাটি গতকাল বৃহস্পতিবার ঘটেছে।
হতাহতদের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি জিও নিউজের প্রতিবেদনে। কে বা কারা এই গ্রেনেড হামলা চালিয়েছে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
গত সপ্তাহে তুরব স্টেডিয়ামের বাইরে একই ধরনের গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশসহ তিনজন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত স্টেডিয়ামের কাছে একটি ফুটবল ম্যাচ চলার সময় এই বিস্ফোরণ ঘটেছে।
এদিকে খাইবার পাখতুনখাওয়ায় পুলিশের ওপর হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি কর্তৃপক্ষ সমস্ত চেকপোস্টে নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া নিরাপত্তা ত্রুটির জন্য দায়ী কর্মীদের শাস্তি দিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গত ১৬ জুলাই আরজালি নাদী এলাকার চেকপোস্টে পুলিশের ওপর হামলায় এক পুলিশ ও তাঁর অধীনস্থ আরেক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে এবং দায়িত্ব পালনের সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান এজাজ খান খাইবারে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
গত তিন-চার মাসে এ ধরনের হামলায় অন্তত চার পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। এক সপ্তাহ আগে তিরাহের একটি চেক পয়েন্টেও হ্যান্ড গ্রেনেড হামলা হয়েছে।

পাকিস্তানের কোয়েটায় জয়েন্ট রোডে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ঘটনাটি গতকাল বৃহস্পতিবার ঘটেছে।
হতাহতদের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি জিও নিউজের প্রতিবেদনে। কে বা কারা এই গ্রেনেড হামলা চালিয়েছে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
গত সপ্তাহে তুরব স্টেডিয়ামের বাইরে একই ধরনের গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশসহ তিনজন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত স্টেডিয়ামের কাছে একটি ফুটবল ম্যাচ চলার সময় এই বিস্ফোরণ ঘটেছে।
এদিকে খাইবার পাখতুনখাওয়ায় পুলিশের ওপর হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি কর্তৃপক্ষ সমস্ত চেকপোস্টে নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া নিরাপত্তা ত্রুটির জন্য দায়ী কর্মীদের শাস্তি দিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গত ১৬ জুলাই আরজালি নাদী এলাকার চেকপোস্টে পুলিশের ওপর হামলায় এক পুলিশ ও তাঁর অধীনস্থ আরেক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে এবং দায়িত্ব পালনের সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান এজাজ খান খাইবারে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
গত তিন-চার মাসে এ ধরনের হামলায় অন্তত চার পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। এক সপ্তাহ আগে তিরাহের একটি চেক পয়েন্টেও হ্যান্ড গ্রেনেড হামলা হয়েছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছে। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
১ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
৩ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
৩ ঘণ্টা আগে