
পাকিস্তানের কোয়েটায় জয়েন্ট রোডে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ঘটনাটি গতকাল বৃহস্পতিবার ঘটেছে।
হতাহতদের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি জিও নিউজের প্রতিবেদনে। কে বা কারা এই গ্রেনেড হামলা চালিয়েছে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
গত সপ্তাহে তুরব স্টেডিয়ামের বাইরে একই ধরনের গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশসহ তিনজন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত স্টেডিয়ামের কাছে একটি ফুটবল ম্যাচ চলার সময় এই বিস্ফোরণ ঘটেছে।
এদিকে খাইবার পাখতুনখাওয়ায় পুলিশের ওপর হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি কর্তৃপক্ষ সমস্ত চেকপোস্টে নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া নিরাপত্তা ত্রুটির জন্য দায়ী কর্মীদের শাস্তি দিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গত ১৬ জুলাই আরজালি নাদী এলাকার চেকপোস্টে পুলিশের ওপর হামলায় এক পুলিশ ও তাঁর অধীনস্থ আরেক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে এবং দায়িত্ব পালনের সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান এজাজ খান খাইবারে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
গত তিন-চার মাসে এ ধরনের হামলায় অন্তত চার পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। এক সপ্তাহ আগে তিরাহের একটি চেক পয়েন্টেও হ্যান্ড গ্রেনেড হামলা হয়েছে।

পাকিস্তানের কোয়েটায় জয়েন্ট রোডে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ঘটনাটি গতকাল বৃহস্পতিবার ঘটেছে।
হতাহতদের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি জিও নিউজের প্রতিবেদনে। কে বা কারা এই গ্রেনেড হামলা চালিয়েছে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
গত সপ্তাহে তুরব স্টেডিয়ামের বাইরে একই ধরনের গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশসহ তিনজন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত স্টেডিয়ামের কাছে একটি ফুটবল ম্যাচ চলার সময় এই বিস্ফোরণ ঘটেছে।
এদিকে খাইবার পাখতুনখাওয়ায় পুলিশের ওপর হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি কর্তৃপক্ষ সমস্ত চেকপোস্টে নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া নিরাপত্তা ত্রুটির জন্য দায়ী কর্মীদের শাস্তি দিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গত ১৬ জুলাই আরজালি নাদী এলাকার চেকপোস্টে পুলিশের ওপর হামলায় এক পুলিশ ও তাঁর অধীনস্থ আরেক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে এবং দায়িত্ব পালনের সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান এজাজ খান খাইবারে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
গত তিন-চার মাসে এ ধরনের হামলায় অন্তত চার পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। এক সপ্তাহ আগে তিরাহের একটি চেক পয়েন্টেও হ্যান্ড গ্রেনেড হামলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে