পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন চীনা নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুজন। সিন্ধু পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুর আইজি মুশতাক আহমেদ মেহের টেলিফোনে মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহের সঙ্গে কথা বলেছেন এবং নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বিস্ফোরণ ঘটেছে ভ্যানে। আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন চীনা নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র। নিহতরা হলেন-কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সা এবং ড্রাইভার খালিদ। আহতরা হলেন-ওয়াং ইউকিং ও হামিদ।
টেলিভিশনের ফুটেজে একটি সাদা ভ্যানকে আগুনে পুড়তে দেখা যায়। ফুটেজে দেখা যায়, আশপাশের ভবনগুলোর জানালা ভেঙে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী বাহিনীকেও দেখা গেছে।
ডিআইজি ইস্ট মুকাদ্দাস হায়দার মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘প্রাথমিক তথ্যে দেখা গেছে, ভ্যানটি হোস্টেল থেকে বের হওয়ার পর কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে যাচ্ছিল। ইনস্টিটিউটে প্রবেশপথে ভ্যানের ডানদিকে বিস্ফোরণটি হয়। এটি কী ধরনের বিস্ফোরণ সেটি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড রিপোর্ট দেওয়ার পরই বিস্ফোরণের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে কাউন্টার-টেররিজম বিভাগ এবং এসএসপি ইস্টকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। আহতদের ডাউ ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ জারি করেছেন তিনি এবং করাচি কমিশনারকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টেলিফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি এ ঘটনায় শোক জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে এই ধরনের ঘটনা মোকাবিলায় কেন্দ্র থেকে পূর্ণ সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

কংগ্রেসে পাঠানো বিচার বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, এসব নথি ২০ বছরের বেশি সময়জুড়ে বিভিন্ন মূল উৎস থেকে নেওয়া। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা ও নিউইয়র্কে এপস্টেইনের বিরুদ্ধে মামলা, গিলেইন ম্যাক্সওয়েলের বিচার, এপস্টেইনের মৃত্যুর তদন্ত এবং একাধিক এফবিআই তদন্ত।
২ ঘণ্টা আগে
সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেছেন, ১৯৩টি সদস্য দেশের সবাইকে বাধ্যতামূলক চাঁদা পরিশোধ করতে হবে, তা না হলে আর্থিক নিয়মকাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হবে। এ ছাড়া ধস ঠেকানো যাবে না।
৩ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, বিএটির এই গোপন কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪১৮ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়েছে, যা উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়েছে।
৪ ঘণ্টা আগে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭১ হাজার ৬৬২ জন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও নিহত হয়েছেন আরও ৪৮৮ জন।
৪ ঘণ্টা আগে