Ajker Patrika

পাকিস্তানে বন্যায় মৃত্যু প্রায় ১৩০০, গৃহহীন ৫ লাখের বেশি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২: ১৭
পাকিস্তানে বন্যায় মৃত্যু প্রায় ১৩০০, গৃহহীন ৫ লাখের বেশি

পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া স্মরণকালের ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেশটির এক-তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে ৫ লাখের বেশি বাসিন্দা। ক্ষতিগ্রস্ত দেশটির ৩ কোটির বেশি মানুষ।

উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে শাহবাজ শরিফ সরকার। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ। এই সময়ে ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখ মানুষের জন্য বড় পরিসরে মানবিক সহায়তার প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও সহায়তার জন্য আহ্বান জানাচ্ছি।’

পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রায় ১৩০০ জনের মৃত্যু হয়েছে।দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের বেশির ভাগ অঞ্চল প্লাবিত। খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবের কিছু অংশ তলিয়ে গেছে। টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, বন্যায় দেশটির ৩ লাখ ২৫ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৭ লাখের বেশি ঘর। এ ছাড়া বন্যায় দেশটির ৭ লাখ ৩৫ হাজার গবাদি পশু হয় প্রাণ হারিয়েছে, নয়তো ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত