
পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে পাকিস্তান ও ইরান। এর মধ্যে ইসলামাবাদ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সফরের কথা নিশ্চিত করা হয়েছে। যৌথ এক বিবৃতিতে ২৬ জানুয়ারির মধ্যে দুই দেশের রাষ্ট্রদূতকে নিজ নিজ দায়িত্বে ফিরতেও বলা হয়েছে।
গত সপ্তাহে সন্ত্রাসী ঘাঁটি উল্লেখ করে পাকিস্তানের বেলুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। সে সঙ্গে তেহরানে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনে দেশটি। এমনকি ইরানের সঙ্গে সব ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে পাকিস্তান। এরপর ১৮ জানুয়ারি ইরানের ভূখণ্ডে হামলা চালায় পাকিস্তান। ইরান এর প্রতিক্রিয়া জানায়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে ইসলামি প্রজাতন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ২৯ জানুয়ারি পাকিস্তান সফরে আসবেন।’
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে এ অঞ্চলে উদ্বেগের সৃষ্টি হয়। গত ৭ অক্টোবর থেকে চলমান গাজা-ইসরায়েল যুদ্ধের কারণে এমনিতেই মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়েছে। এর মধ্যে ইরান-পাকিস্তানের বিরোধের কারণে বিস্তৃত সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে।
তেহরানের দাবি, বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এই হামলায় দুই শিশু নিহত এবং তিন নারী আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। এদিকে ইসলামাবাদ বলছে, তারা বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন ফ্রন্ট ও বালুচ লিবারেশন আর্মির ঘাঁটিতে হামলা চালিয়েছে। এশিয়ার এ দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে।

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে পাকিস্তান ও ইরান। এর মধ্যে ইসলামাবাদ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সফরের কথা নিশ্চিত করা হয়েছে। যৌথ এক বিবৃতিতে ২৬ জানুয়ারির মধ্যে দুই দেশের রাষ্ট্রদূতকে নিজ নিজ দায়িত্বে ফিরতেও বলা হয়েছে।
গত সপ্তাহে সন্ত্রাসী ঘাঁটি উল্লেখ করে পাকিস্তানের বেলুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। সে সঙ্গে তেহরানে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনে দেশটি। এমনকি ইরানের সঙ্গে সব ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে পাকিস্তান। এরপর ১৮ জানুয়ারি ইরানের ভূখণ্ডে হামলা চালায় পাকিস্তান। ইরান এর প্রতিক্রিয়া জানায়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে ইসলামি প্রজাতন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ২৯ জানুয়ারি পাকিস্তান সফরে আসবেন।’
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে এ অঞ্চলে উদ্বেগের সৃষ্টি হয়। গত ৭ অক্টোবর থেকে চলমান গাজা-ইসরায়েল যুদ্ধের কারণে এমনিতেই মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়েছে। এর মধ্যে ইরান-পাকিস্তানের বিরোধের কারণে বিস্তৃত সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে।
তেহরানের দাবি, বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এই হামলায় দুই শিশু নিহত এবং তিন নারী আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। এদিকে ইসলামাবাদ বলছে, তারা বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন ফ্রন্ট ও বালুচ লিবারেশন আর্মির ঘাঁটিতে হামলা চালিয়েছে। এশিয়ার এ দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৭ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৭ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১১ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৩ ঘণ্টা আগে