
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই প্রক্রিয়ায় সংস্থাটির ৬০ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে একটি নিলামের আয়োজন করা হয়েছিল। কিন্তু মাত্র একটি প্রতিষ্ঠান ছাড়া বিমান সংস্থাটি কিনতে আর কোনো পক্ষই আগ্রহ দেখায়নি।
শুক্রবার ডন জানিয়েছে, সংস্থাটির নিলামে যোগ দিয়ে মাত্র ১ হাজার কোটি পাকিস্তানি রুপি দাম হাঁকিয়েছে রিয়েল-এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি ব্লু ওয়ার্ল্ড সিটি। সরকারের নির্ধারণ করে দেওয়া ন্যূনতম মূল্য সাড়ে ৮ হাজার কোটি রুপির চেয়ে যা অনেক কম।
এ অবস্থায় ব্লু ওয়ার্ল্ড সিটি কর্তৃপক্ষকে বিমান সংস্থাটির জন্য ন্যূনতম দর মেলানোর আহ্বান জানিয়েছে পাকিস্তানে বেসরকারিকরণ কমিশন। তবে ব্লু ওয়ার্ল্ড সিটির চেয়ারম্যান সাদ নাজির ১ হাজার কোটি রুপিতেই অটল রয়েছেন। তিনি বলেন—‘তারা (সরকার) যদি আমাদের দর গ্রহণ করতে না চায়, তাহলে আমাদের কিছু করার নেই।’
জানা গেছে, বিমান সংস্থাটি বিক্রি করে দেওয়ার নিলামে দর হাঁকানোর জন্য প্রাথমিকভাবে ৬টি প্রতিষ্ঠানকে যোগ্য বলে অনুমোদন করেছিল পাকিস্তান। কিন্তু এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই শেষ পর্যন্ত নিলামে আসেনি। দর না হাঁকানোর বিষয়ে তিনটি গ্রুপ রয়টার্সকে জানিয়েছে, দীর্ঘ মেয়াদে বিমান সংস্থাটির জন্য করা চুক্তির সঙ্গে সরকারের অনড় থাকা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে নতুন সরকার এলে চুক্তিটির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই তিনটি গ্রুপের একটির নির্বাহী।
এমন উদ্বেগের বিষয়ে পাকিস্তান সরকারের মতামত জানতে চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
দর হাঁকানো একমাত্র প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির ওয়েবসাইট অনুসারে—এই সংস্থাটি হলো, বিজিসি-আইজিসি কনসোর্টিয়ামের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এটিকে ‘পাক-চীন বন্ধুত্বপূর্ণ শহর’ প্রকল্প হিসেবে বর্ণনা করা হয়েছে। গত বছরের জুনে ব্লু ওয়ার্ল্ড সিটির সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিষিদ্ধ করেছিল রাওয়ালপিন্ডি ডেভেলপমেন্ট অথোরিটি। তারা এটিকে ‘অবৈধ আবাসন প্রকল্প’ হিসেবে অভিহিত করেছিল।
উল্লেখ্য, ৭ বিলিয়ন ডলার ঋণ নেওয়ায় বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রোগ্রামের অধীনে রয়েছে পাকিস্তান। সে অনুযায়ী, তহবিল বাড়াতে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর সংস্কারের জন্য ঋণে জর্জরিত পিআইএ-এর বেশির ভাগ শেয়ার বিক্রি করে দিতে চাইছে পাক সরকার।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই প্রক্রিয়ায় সংস্থাটির ৬০ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে একটি নিলামের আয়োজন করা হয়েছিল। কিন্তু মাত্র একটি প্রতিষ্ঠান ছাড়া বিমান সংস্থাটি কিনতে আর কোনো পক্ষই আগ্রহ দেখায়নি।
শুক্রবার ডন জানিয়েছে, সংস্থাটির নিলামে যোগ দিয়ে মাত্র ১ হাজার কোটি পাকিস্তানি রুপি দাম হাঁকিয়েছে রিয়েল-এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি ব্লু ওয়ার্ল্ড সিটি। সরকারের নির্ধারণ করে দেওয়া ন্যূনতম মূল্য সাড়ে ৮ হাজার কোটি রুপির চেয়ে যা অনেক কম।
এ অবস্থায় ব্লু ওয়ার্ল্ড সিটি কর্তৃপক্ষকে বিমান সংস্থাটির জন্য ন্যূনতম দর মেলানোর আহ্বান জানিয়েছে পাকিস্তানে বেসরকারিকরণ কমিশন। তবে ব্লু ওয়ার্ল্ড সিটির চেয়ারম্যান সাদ নাজির ১ হাজার কোটি রুপিতেই অটল রয়েছেন। তিনি বলেন—‘তারা (সরকার) যদি আমাদের দর গ্রহণ করতে না চায়, তাহলে আমাদের কিছু করার নেই।’
জানা গেছে, বিমান সংস্থাটি বিক্রি করে দেওয়ার নিলামে দর হাঁকানোর জন্য প্রাথমিকভাবে ৬টি প্রতিষ্ঠানকে যোগ্য বলে অনুমোদন করেছিল পাকিস্তান। কিন্তু এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই শেষ পর্যন্ত নিলামে আসেনি। দর না হাঁকানোর বিষয়ে তিনটি গ্রুপ রয়টার্সকে জানিয়েছে, দীর্ঘ মেয়াদে বিমান সংস্থাটির জন্য করা চুক্তির সঙ্গে সরকারের অনড় থাকা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে নতুন সরকার এলে চুক্তিটির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই তিনটি গ্রুপের একটির নির্বাহী।
এমন উদ্বেগের বিষয়ে পাকিস্তান সরকারের মতামত জানতে চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
দর হাঁকানো একমাত্র প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির ওয়েবসাইট অনুসারে—এই সংস্থাটি হলো, বিজিসি-আইজিসি কনসোর্টিয়ামের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এটিকে ‘পাক-চীন বন্ধুত্বপূর্ণ শহর’ প্রকল্প হিসেবে বর্ণনা করা হয়েছে। গত বছরের জুনে ব্লু ওয়ার্ল্ড সিটির সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিষিদ্ধ করেছিল রাওয়ালপিন্ডি ডেভেলপমেন্ট অথোরিটি। তারা এটিকে ‘অবৈধ আবাসন প্রকল্প’ হিসেবে অভিহিত করেছিল।
উল্লেখ্য, ৭ বিলিয়ন ডলার ঋণ নেওয়ায় বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রোগ্রামের অধীনে রয়েছে পাকিস্তান। সে অনুযায়ী, তহবিল বাড়াতে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর সংস্কারের জন্য ঋণে জর্জরিত পিআইএ-এর বেশির ভাগ শেয়ার বিক্রি করে দিতে চাইছে পাক সরকার।

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে ফারদিস এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একাধিক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
২৫ মিনিট আগে
ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করার লক্ষ্যে ক্যারিবীয় সাগরে ‘ওলিনা’ নামের আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটিকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের...
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X) ইরানের জাতীয় পতাকার ইমোজিতে পরিবর্তন আনতে যাচ্ছে। প্ল্যাটফর্মটির প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার আজ শুক্রবার জানান, ইরানের বর্তমান পতাকার পরিবর্তে ঐতিহাসিক ‘সিংহ ও সূর্য’ প্রতীক যুক্ত করা হবে।
১ ঘণ্টা আগে
ইরানের প্রকৃত ক্ষমতার কেন্দ্রবিন্দু হলেন সর্বোচ্চ নেতা। বর্তমানে এই পদে রয়েছেন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি গত ৩৫ বছরের বেশি সময় ধরে দেশটি শাসন করছেন। তিনি ইরানের রাষ্ট্রপ্রধান এবং চূড়ান্ত সিদ্ধান্তের মালিক। দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির মূল রূপকার তিনি।
১ ঘণ্টা আগে