
বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় চালু করেছে। ইসরায়েলে ইরানি আক্রমণের পরিপ্রেক্ষিতে বন্ধ ছিল বিমান চলাচল। তবে উত্তেজনা অনেকটাই থিতিয়ে আসায় এই অঞ্চলের আকাশে ফের বিমান চলাচল চালু করা হচ্ছে।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে।
জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, এমিরেটস, কাতার ও ইতিহাদ এয়ারওয়েজের মতো জায়ান্ট বিমান পরিবহন কোম্পানিগুলো ইরান-ইসরায়েলে উত্তেজনার মধ্যে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছিল।
এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, গতকাল জর্ডান, লেবানন ও ইরাকে তাদের নিয়মিত ফ্লাইট ফের শুরু হয়েছে। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা আবুধাবি, তেল আবিব, আম্মান ও বৈরুতে আজ সোমবার থেকে তাদের কার্গো ও যাত্রীবাহী ফ্লাইট শুরু করবে।
ইতিহাদ এয়ারওয়েজও একই ধরনের ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলেছে, সাময়িকভাবে বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যের কিছু অংশে তাদের ফ্লাইট আজ সোমবার থেকে ফের শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইও এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের কারণে তাদের কিছু ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর বাইরে লেবানন, মিসর ও কুয়েতের বিমান পরিবহন সংস্থাগুলোও ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জর্ডান, ইরাক ও লেবানন রোববার সকালে ঘোষণা দেয়, তাঁরা আবারও তাদের ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসাও মধ্যপ্রাচ্যের আম্মান, ইরবিল ও তেল আবিবগামী বেশ কয়েক ফ্লাইট আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল। পাশাপাশি সংস্থাটি বৈরুত ও তেহরান অভিমুখী ফ্লাইটও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
জার্মানির পাশাপাশি সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিমান পরিবহন সংস্থাগুলোও জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির মূল্যায়ন করছে। উপযুক্ত সময়ে দেশগুলোর বিমান পরিবহন সংস্থা ফ্লাইট পুনরায় চালু করবে।

বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচল পুনরায় চালু করেছে। ইসরায়েলে ইরানি আক্রমণের পরিপ্রেক্ষিতে বন্ধ ছিল বিমান চলাচল। তবে উত্তেজনা অনেকটাই থিতিয়ে আসায় এই অঞ্চলের আকাশে ফের বিমান চলাচল চালু করা হচ্ছে।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে।
জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, এমিরেটস, কাতার ও ইতিহাদ এয়ারওয়েজের মতো জায়ান্ট বিমান পরিবহন কোম্পানিগুলো ইরান-ইসরায়েলে উত্তেজনার মধ্যে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছিল।
এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, গতকাল জর্ডান, লেবানন ও ইরাকে তাদের নিয়মিত ফ্লাইট ফের শুরু হয়েছে। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা আবুধাবি, তেল আবিব, আম্মান ও বৈরুতে আজ সোমবার থেকে তাদের কার্গো ও যাত্রীবাহী ফ্লাইট শুরু করবে।
ইতিহাদ এয়ারওয়েজও একই ধরনের ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলেছে, সাময়িকভাবে বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যের কিছু অংশে তাদের ফ্লাইট আজ সোমবার থেকে ফের শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইও এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের কারণে তাদের কিছু ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর বাইরে লেবানন, মিসর ও কুয়েতের বিমান পরিবহন সংস্থাগুলোও ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জর্ডান, ইরাক ও লেবানন রোববার সকালে ঘোষণা দেয়, তাঁরা আবারও তাদের ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসাও মধ্যপ্রাচ্যের আম্মান, ইরবিল ও তেল আবিবগামী বেশ কয়েক ফ্লাইট আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল। পাশাপাশি সংস্থাটি বৈরুত ও তেহরান অভিমুখী ফ্লাইটও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
জার্মানির পাশাপাশি সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিমান পরিবহন সংস্থাগুলোও জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির মূল্যায়ন করছে। উপযুক্ত সময়ে দেশগুলোর বিমান পরিবহন সংস্থা ফ্লাইট পুনরায় চালু করবে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে