আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (২২: ০০ জিএমটি) নাগাদ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ‘এখন থেকে প্রায় ৬ ঘণ্টার মধ্যে’ কার্যকর হতে শুরু করবে।
এই ছয় ঘণ্টার সময়রেখা ইরান ও ইসরায়েলকে তাদের ‘চূড়ান্ত অভিযান’ গুটিয়ে নিতে এবং সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছিল। এটি শেষ হয়েছে গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টায়, অর্থাৎ ইসরায়েলে সকাল ৭টা এবং তেহরানে সকাল ৭টা ৩০ মিনিটে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর ইরান প্রথমে শুরু করবে। আজ মঙ্গলবার জিএমটি ভোটর ৪টা থেকে ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে, যা তাদের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (১৬টা জিএমটি) থেকে কার্যকর হবে।
ইসরায়েলকে ১২ ঘণ্টা ধরে যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর পরে এটিকে ‘পূর্ণ কার্যকর’ বলে গণ্য করা হবে। ট্রাম্প বলেছেন, এই সময়রেখাটি তিনি যেটিকে ‘বারো দিনের যুদ্ধ’ বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল ও ইরানের মধ্যেকার সংঘাতের ‘আনুষ্ঠানিক সমাপ্তি’ চিহ্নিত করবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির এই সময়রেখা উভয় পক্ষের জন্য পরিস্থিতি শান্ত করার এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা-কল্পনা চলছে।
আরও খবর পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (২২: ০০ জিএমটি) নাগাদ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ‘এখন থেকে প্রায় ৬ ঘণ্টার মধ্যে’ কার্যকর হতে শুরু করবে।
এই ছয় ঘণ্টার সময়রেখা ইরান ও ইসরায়েলকে তাদের ‘চূড়ান্ত অভিযান’ গুটিয়ে নিতে এবং সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছিল। এটি শেষ হয়েছে গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টায়, অর্থাৎ ইসরায়েলে সকাল ৭টা এবং তেহরানে সকাল ৭টা ৩০ মিনিটে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর ইরান প্রথমে শুরু করবে। আজ মঙ্গলবার জিএমটি ভোটর ৪টা থেকে ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে, যা তাদের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (১৬টা জিএমটি) থেকে কার্যকর হবে।
ইসরায়েলকে ১২ ঘণ্টা ধরে যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর পরে এটিকে ‘পূর্ণ কার্যকর’ বলে গণ্য করা হবে। ট্রাম্প বলেছেন, এই সময়রেখাটি তিনি যেটিকে ‘বারো দিনের যুদ্ধ’ বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল ও ইরানের মধ্যেকার সংঘাতের ‘আনুষ্ঠানিক সমাপ্তি’ চিহ্নিত করবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির এই সময়রেখা উভয় পক্ষের জন্য পরিস্থিতি শান্ত করার এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা-কল্পনা চলছে।
আরও খবর পড়ুন:

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৯ ঘণ্টা আগে