আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (২২: ০০ জিএমটি) নাগাদ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ‘এখন থেকে প্রায় ৬ ঘণ্টার মধ্যে’ কার্যকর হতে শুরু করবে।
এই ছয় ঘণ্টার সময়রেখা ইরান ও ইসরায়েলকে তাদের ‘চূড়ান্ত অভিযান’ গুটিয়ে নিতে এবং সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছিল। এটি শেষ হয়েছে গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টায়, অর্থাৎ ইসরায়েলে সকাল ৭টা এবং তেহরানে সকাল ৭টা ৩০ মিনিটে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর ইরান প্রথমে শুরু করবে। আজ মঙ্গলবার জিএমটি ভোটর ৪টা থেকে ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে, যা তাদের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (১৬টা জিএমটি) থেকে কার্যকর হবে।
ইসরায়েলকে ১২ ঘণ্টা ধরে যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর পরে এটিকে ‘পূর্ণ কার্যকর’ বলে গণ্য করা হবে। ট্রাম্প বলেছেন, এই সময়রেখাটি তিনি যেটিকে ‘বারো দিনের যুদ্ধ’ বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল ও ইরানের মধ্যেকার সংঘাতের ‘আনুষ্ঠানিক সমাপ্তি’ চিহ্নিত করবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির এই সময়রেখা উভয় পক্ষের জন্য পরিস্থিতি শান্ত করার এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা-কল্পনা চলছে।
আরও খবর পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (২২: ০০ জিএমটি) নাগাদ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ‘এখন থেকে প্রায় ৬ ঘণ্টার মধ্যে’ কার্যকর হতে শুরু করবে।
এই ছয় ঘণ্টার সময়রেখা ইরান ও ইসরায়েলকে তাদের ‘চূড়ান্ত অভিযান’ গুটিয়ে নিতে এবং সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছিল। এটি শেষ হয়েছে গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টায়, অর্থাৎ ইসরায়েলে সকাল ৭টা এবং তেহরানে সকাল ৭টা ৩০ মিনিটে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর ইরান প্রথমে শুরু করবে। আজ মঙ্গলবার জিএমটি ভোটর ৪টা থেকে ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে, যা তাদের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (১৬টা জিএমটি) থেকে কার্যকর হবে।
ইসরায়েলকে ১২ ঘণ্টা ধরে যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর পরে এটিকে ‘পূর্ণ কার্যকর’ বলে গণ্য করা হবে। ট্রাম্প বলেছেন, এই সময়রেখাটি তিনি যেটিকে ‘বারো দিনের যুদ্ধ’ বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল ও ইরানের মধ্যেকার সংঘাতের ‘আনুষ্ঠানিক সমাপ্তি’ চিহ্নিত করবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির এই সময়রেখা উভয় পক্ষের জন্য পরিস্থিতি শান্ত করার এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা-কল্পনা চলছে।
আরও খবর পড়ুন:

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২৫ মিনিট আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে