মার্কিন সামরিক বাহিনী গতকাল শনিবার ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ফলে অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান দীর্ঘায়িত হতে পারে।
এর আগে ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুতিদের প্রতি তাদের সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘যদি ইরান আমেরিকাকে হুমকি দেয়, তাহলে আমেরিকা এর সম্পূর্ণ দায়ভার ইরানকেই বহন করতে বাধ্য করবে এবং আমরা কোনো ধরনের ছাড় দেব না!’
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এবং এটি ট্রাম্পের প্রশাসনের অধীনে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান। হোয়াইট হাউস জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রশাসন ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করতে চায় এবং তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে আনতে চায়।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে এক পোস্টে হুতিদের উদ্দেশে বলেছেন, ‘তোমাদের সময় শেষ! আজ থেকেই তোমাদের হামলা বন্ধ করতে হবে। যদি না কর, তাহলে এমন নরক নেমে আসবে, যা আগে কখনো দেখোনি!’
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানায় মার্কিন হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৯ জন আহত হয়েছে। এ ছাড়া, উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে এক হামলায় ১১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে চারটি শিশু ও এক নারী রয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন।
হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত।’
হুতিদের বিরুদ্ধে মার্কিন এই সামরিক অভিযানের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বাড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, ‘আমেরিকার কোনো অধিকার নেই আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করার।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো। ইয়েমেনের জনগণের ওপর হত্যা বন্ধ করো।’
এদিকে গত কয়েক মাস ধরে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশে উন্নীত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) সতর্ক করেছে, ইরানের এই সমৃদ্ধকরণ মাত্রা কোনো বেসামরিক প্রকল্পের জন্য যৌক্তিক নয়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, হুতিদের হামলার প্রতিক্রিয়ায় সামরিক অভিযান আরও জোরদার করা হবে।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক্স পোস্টে বলেছেন, ‘আমেরিকান জাহাজ, বিমান ও আমাদের সৈন্যদের ওপর হুতিদের হামলা সহ্য করা হবে না। ইরানকেও আমরা সতর্ক করে দিচ্ছি।’
মার্কিন নৌবাহিনীর হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমান পাঠিয়ে গতকাল শনিবার ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
হুতিরা বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনী প্রতিটি হামলার জবাব দিতে প্রস্তুত। যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আমরা পাল্টা প্রতিরোধ করব।’
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের হুতি ও লেবাননের হিজবুল্লাহ হামাসের পক্ষ নেয়। এ সময় তারা ইসরায়েল ভূখণ্ড এবং লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালায়।
যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ব্যাপারে হামাস ও ইসরায়েল উভয় পক্ষই সম্মত হয়েছে। এর মধ্যে মার্কিন হামলা নতুন করে অস্থিরতা তৈরি করল। ইয়েমেনে যুদ্ধ আরও তীব্রতর হতে পারে এবং মার্কিন সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন সামরিক বাহিনী গতকাল শনিবার ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ফলে অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান দীর্ঘায়িত হতে পারে।
এর আগে ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুতিদের প্রতি তাদের সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘যদি ইরান আমেরিকাকে হুমকি দেয়, তাহলে আমেরিকা এর সম্পূর্ণ দায়ভার ইরানকেই বহন করতে বাধ্য করবে এবং আমরা কোনো ধরনের ছাড় দেব না!’
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এবং এটি ট্রাম্পের প্রশাসনের অধীনে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান। হোয়াইট হাউস জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রশাসন ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করতে চায় এবং তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে আনতে চায়।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে এক পোস্টে হুতিদের উদ্দেশে বলেছেন, ‘তোমাদের সময় শেষ! আজ থেকেই তোমাদের হামলা বন্ধ করতে হবে। যদি না কর, তাহলে এমন নরক নেমে আসবে, যা আগে কখনো দেখোনি!’
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানায় মার্কিন হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৯ জন আহত হয়েছে। এ ছাড়া, উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে এক হামলায় ১১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে চারটি শিশু ও এক নারী রয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন।
হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত।’
হুতিদের বিরুদ্ধে মার্কিন এই সামরিক অভিযানের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বাড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, ‘আমেরিকার কোনো অধিকার নেই আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করার।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো। ইয়েমেনের জনগণের ওপর হত্যা বন্ধ করো।’
এদিকে গত কয়েক মাস ধরে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশে উন্নীত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) সতর্ক করেছে, ইরানের এই সমৃদ্ধকরণ মাত্রা কোনো বেসামরিক প্রকল্পের জন্য যৌক্তিক নয়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, হুতিদের হামলার প্রতিক্রিয়ায় সামরিক অভিযান আরও জোরদার করা হবে।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক্স পোস্টে বলেছেন, ‘আমেরিকান জাহাজ, বিমান ও আমাদের সৈন্যদের ওপর হুতিদের হামলা সহ্য করা হবে না। ইরানকেও আমরা সতর্ক করে দিচ্ছি।’
মার্কিন নৌবাহিনীর হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমান পাঠিয়ে গতকাল শনিবার ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
হুতিরা বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনী প্রতিটি হামলার জবাব দিতে প্রস্তুত। যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আমরা পাল্টা প্রতিরোধ করব।’
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের হুতি ও লেবাননের হিজবুল্লাহ হামাসের পক্ষ নেয়। এ সময় তারা ইসরায়েল ভূখণ্ড এবং লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালায়।
যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ব্যাপারে হামাস ও ইসরায়েল উভয় পক্ষই সম্মত হয়েছে। এর মধ্যে মার্কিন হামলা নতুন করে অস্থিরতা তৈরি করল। ইয়েমেনে যুদ্ধ আরও তীব্রতর হতে পারে এবং মার্কিন সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ান এক দম্পতির সঙ্গে তর্কাতর্কির জেরে থাইল্যান্ডে এক বন রেঞ্জারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চাকরিচ্যুত ২৬ বছর বয়সী সিরানুথ থাইল্যান্ডের ন্যাশনাল পার্ক, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগে পরামর্শক হিসেবে কাজ করতেন। তিনি দেশটির ক্রাবি সৈকতে ওই দম্পতির সঙ্গে মুখোমুখি হয়েছিলেন।
১৩ মিনিট আগেএই জঙ্গি হামলায় চোখের সামনে স্বামীকে মারা যেতে দেখেন পল্লবী নামের এক নারী। তিনি জানান, শোকে মুহ্যমান অবস্থায় হামলাকারীর মুখোমুখি হয়ে বলেন, স্বামীর সঙ্গে তাঁকেও মেরে ফেলা হোক। তবে ওই সন্ত্রাসী জবাব দেন, পল্লবী ও তাঁর ছেলের কোনো ক্ষতি করা হবে না, তাঁরা যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৩৬ মিনিট আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শান্তিপূর্ণ পর্যটন খাতের গল্পটি রাতারাতি বদলে গেল এক ভয়াবহ রক্তাক্ত ঘটনায়। এই অঞ্চলের পাহাড়ঘেরা পেহেলগামে বন্দুকের গুলির শব্দ, মাঠে পড়ে থাকা রক্তাক্ত দেহ, আর শুষ্ক নদী খাতে আতঙ্কে পালিয়ে যাওয়া মানুষের ভিডিও ও ছবি দেশজুড়ে আলোড়ন তুলেছে।
২ ঘণ্টা আগেসার্পেন্টাইন সামার পার্টি মূলত একটি বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠান। লন্ডনের বিখ্যাত ‘সার্পেন্টাইন গেলারিজ’ এটির আয়োজন করে। এই পার্টির মূল উদ্দেশ্য হলো শিল্প, স্থাপত্য, প্রযুক্তি, বিজ্ঞান ও সংস্কৃতির সংমিশ্রণে একটি সৃষ্টিশীল মিলনমেলা তৈরি করা এবং সার্পেন্টাইনের নানা উদ্যোগ ও প্রদর্শনী বাস্তবায়নের জন্য
৩ ঘণ্টা আগে