
গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। গতকাল বৃহস্পতিবার তিনি ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভায় তাঁর প্রস্তাব উত্থাপন করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম এন ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে যেসব ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদেরও নিজ নিজ বাড়িতে ফেরানোর পক্ষে কথা বলেছেন ইয়োভ গ্যালান্ত। এ লক্ষ্যে একটি বিশদ পরিকল্পনাও প্রস্তুত করেছেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রতি জোর আরোপ করা হয়েছে এবং এমনটা না হলে কী ধরনের ফলাফল হতে পারে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। এতে গ্যালান্ত বলেছেন, ‘গত ১১ মাসে আমরা সাতটি ভিন্ন ফ্রন্ট থেকে আক্রমণের সম্মুখীন হয়েছি এবং কার্যকরভাবে সাড়া দিয়েছি। গাজায় আমরা হামাসের বেশির ভাগ ব্রিগেড ও ব্যাটালিয়নকে পরাজিত করেছি।’
ওই পরিকল্পনায় গ্যালান্ত আরও বলেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) সামরিক সাফল্য গাজা সীমান্তবর্তী (ইসরায়েলি) সম্প্রদায়ের অনেককে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে। এই অভিযান উল্লেখযোগ্যসংখ্যক অপহৃতকে ফিরিয়ে আনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে এবং অতিরিক্ত জিম্মিদের মুক্তির পথ প্রশস্ত করছে।’
ইয়োভ গ্যালান্ত বলেন, ‘উত্তর ফ্রন্টে আমাদের লক্ষ্য পরিষ্কার: উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য এই বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যুদ্ধের লক্ষ্যকে বিস্তৃত করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘এই সমন্বয় হামাস নির্মূল ও জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আমাদের অটল প্রতিশ্রুতিকে হ্রাস করবে না।’

গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। গতকাল বৃহস্পতিবার তিনি ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভায় তাঁর প্রস্তাব উত্থাপন করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম এন ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে যেসব ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদেরও নিজ নিজ বাড়িতে ফেরানোর পক্ষে কথা বলেছেন ইয়োভ গ্যালান্ত। এ লক্ষ্যে একটি বিশদ পরিকল্পনাও প্রস্তুত করেছেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রতি জোর আরোপ করা হয়েছে এবং এমনটা না হলে কী ধরনের ফলাফল হতে পারে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। এতে গ্যালান্ত বলেছেন, ‘গত ১১ মাসে আমরা সাতটি ভিন্ন ফ্রন্ট থেকে আক্রমণের সম্মুখীন হয়েছি এবং কার্যকরভাবে সাড়া দিয়েছি। গাজায় আমরা হামাসের বেশির ভাগ ব্রিগেড ও ব্যাটালিয়নকে পরাজিত করেছি।’
ওই পরিকল্পনায় গ্যালান্ত আরও বলেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) সামরিক সাফল্য গাজা সীমান্তবর্তী (ইসরায়েলি) সম্প্রদায়ের অনেককে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে। এই অভিযান উল্লেখযোগ্যসংখ্যক অপহৃতকে ফিরিয়ে আনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে এবং অতিরিক্ত জিম্মিদের মুক্তির পথ প্রশস্ত করছে।’
ইয়োভ গ্যালান্ত বলেন, ‘উত্তর ফ্রন্টে আমাদের লক্ষ্য পরিষ্কার: উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য এই বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যুদ্ধের লক্ষ্যকে বিস্তৃত করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘এই সমন্বয় হামাস নির্মূল ও জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আমাদের অটল প্রতিশ্রুতিকে হ্রাস করবে না।’

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১১ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১২ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৩ ঘণ্টা আগে